শয়তানের পলায়ন ও ৬টি আমলে শয়তানের হার মানে,
শয়তানের পলায়ন ও ৬টি আমলে শয়তানের হার মানে,
শয়তান অক্লান্ত পরিশ্রম করে বান্দাকে গোমরাহ করার জন্য, সে কাজে শয়তান
সহজে হার মানে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শয়তান ক্লান্ত হয়ে হার মানতে বাধ্য হয়,বান্দাকে
গোমরাহ করা ছেড়ে দেয় কিংবা বান্দার কাছ থেকে পলায়ন করে।
আজকের ভিডিওতে সে ৬টি বিষয় হাদীস শরীফের
আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আশা করি শেষ পযন্ত প্রতিটি কথা মন দিয়ে শুনবেন
আর যে সব কাজ করলে শয়তান পলায়ন করে সে সব কাজ বেশী বেশী করে শয়তানকে হারিয়ে দিবেন।
শয়তানের প্রথম পলায়ন হয় আযানের সময় সে
আযান শুনতে পারেনা সহ্য করতে পারেনা, মুসলিম শরীফের ৭৪২ নং হাদীস রাসুলুল্লাহ (দ) এরশাদ
করেন শয়তান আযানের সময় সে বায়ু ছাড়তে ছাড়তে পালায়।
শয়তানের দ্বিতীয় পলায়ন হয় একামতের সময়
মুসলিম শরীফের ৭৪২ নং হাদীসে আছে নবী করিম (দ) এরশাদ করেন সে আযান শেষ হলে আবার ওয়াস
ওয়াসা দেয়ার জন্য আসে কিন্তু একামত শুরু হলে আবার পলায়ন করে, একামত শেষ হলে সে আবার
এসে নামাজিকে ওয়াসওয়াসা দিতে থাকে।
শয়তানের তৃতীয় পলায়ন হল ঘর থেকে- মুসলিম
শরীফের ১৬৯৭ নং হাদীস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের
ঘরগুলোকে কবরস্থান বানিও না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর
থেকে পলায়ন করে
শয়তানের চতুর্থ অপারগতা হল ঘরে প্রবেশ
ও খাবারে- মুসলিম শরীফের হাদীস হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা
করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, কোনও ব্যক্তি যখন
নিজ ঘরে ঢুকে এবং প্রবেশ করার পর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, (বিসমিল্লাহ পড়ে)
তখন (তার সহযোগীদের) বলতে থাকে, (এই ঘরে) তোমাদের কোনও থাকার জায়গা নেই। আর এই ঘরে
তোমাদের রাতের খাবারেরও কোনো ব্যবস্থা নেই।
শয়তানের ৫ম শত্রু হল আয়াতুল কুরসি- বুখারীর
২৩১১ নং হাদীস যে ব্যক্তি রাতে শোবার সময় আয়াতুল কুরসি পাঠ করে তার কাছে সকাল পযন্ত
শয়তান যেতে পারেনা।
এবার বলব শয়তান কখন ক্লান্ত হয়ে সারেন্ডার
করে? অনেক লোক আছে গুনাহ করার পর তওবা করে তওবা করার পর যদি আবার গুনাহ করে ফেলে সে
আবার তওবা করে, এভাবে বারবার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলে বারবার তওবা করতে থাকে,
এক সময় শয়তান ক্লান্ত হয়ে যায় আর তাকে ছেড়ে দেয় কেননা এই লোক গুনাহ করার পর তওবা করে
নেয় তাই তার পিছনে সময় নষ্ট করে ফায়দা কি? তাই শয়তান ক্লান্ত হয়ে যায় কিন্তু তখনও আল্লাহ
তায়ালা সে বান্দার জন্য তওবার দরজা বন্ধ করেন না।
কোন মন্তব্য নেই