শুধু ৩টি কাজ করুন আর সারা জীবনের সুখ।







শুধু ৩টি কাজ গোটা জিন্দেগী সুকুন
আমি আপনাদের এটা বলতে চাই যদি আপনি জিন্দেগীতে ক্বালবি সুকুম অন্তরের প্রশান্তি
চান তাহলে এ ৩টি কাজ করবেন।
সবার আগে কাজটি হল- যে জিম্মাদারি আল্লাহ তায়ালা আমার উপর ও আপনাদের উপর দিয়েছেন,
আমাদের উচিৎ সে সব জিম্মাদারী যথাযথসমায়ে আদায় করা, আর সে জিম্মাদারী হল ফরযসমুহ যেমন
এবাদত, আর সামাজিক জিম্মাদারী হল আত্মিয়স্বজনের সাথে ভাল ব্যবহার, প্রতিবেশীর সাথে
ভাল ব্যবহার, মুসলমানদের জন্য ভাল কামনা সমবেদনা প্রকাশ করা,
২য় কাজটি হল- জিন্দেগিতে কারো কথা ও আচরনে প্রভাবিত হবেন না, যেমন কেহ আপনাকে
যদি ছোট পাত্থর মারে আর আপনি সেটিকে হাজার মন বড় করে নিজের উপর রাখেন তাহলেতো আপনি
সে পাথরের নিচেই কবর হয়ে যাবেন। এক্ষেত্রে আপনি চিন্তা করুন আমাকে পাথর মেরেছে আমি
তা থেকে সামান্য সরে গেলাম পাথরখানা নিচে পরে গেল, আমি সে পাথরের উপর পা রেখে আরো উপরে
উঠে যাব। আপনার ধৈর্য্যই আপনাকে উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
৩য় কাজ- যদি সারা জাহান আপনার দুশমন হয়ে যায়, আপনার বিরুদ্ধে যে যাই ভাবুক বা
যে যাই করুক না কেন আপনি আপনার অন্তরে কল্যান ছাড়া আর কিছুই স্থান দিবেন না এবং নেকী
হাছিল করা ছাড়া আর কোন চিন্তাই করবেন না। আপনার জানের দুষমনের জন্যও কল্যানই কামনা
করুন।
ইনশাআল্লাহ আপনার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এ অন্তরে সুকুন শান্তি বজায় থাকবে,
আর সারা দুনিয়ার সুকুন একত্রিত হয়েও এ ধরনের লোকের অন্তরে যে শান্তি তার মোকাবেলা করতে
পারবে না। সে এমনই জিন্দেগী যাপন করে গেছে যেমন দুনিয়ার কোন কষ্ট পেরেশানী তার কাছে
আসেই নাই।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.