এ ৩টি চিহ্ন দেখা দিলে বুঝে নাও রহমতের দরজা বন্ধ হয়ে গেছে

 

এ চিহ্ন দেখা দিলে বুঝে নাও রহমতের দরজা বন্ধ হয়ে গেছে



যদি জিকিরে এলাহিতে বিরক্ত লাগে, কুরআন পাঠ করতে যদি অস্বস্থী অস্থিরতা অনুভব হয়, কোন মতে নামাজ পড়ে দায়িত্ব পালন শেষ মনে করেন, অথচ নামাজ পড়তে হবে সব কিছু থেকে অবসর হয়ে দুনিয়ার সকল চিন্তা ভাবনাকে দুরে ঠেলে দিয়ে, শারিরিক মানসিক ভাবে সম্পূর্ণ ফ্রি হয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করে নামাজ পড়তে হবে।

এই নামাজই মানুষের জিন্দেগীর আসল শান্তি। সে জন্য আল্লাহর রাসুল (দ) ফরমাতেন (আরিহনা এয়া বেলাল) বেলাল আযান দাও যাতে মনে প্রশান্তি আসে।

আর সাহাবাগণ বলতেন (লাও ছাল্লাইতু ) ইশ যদি আমী নামাজ পড়তাম তাহলে আমার আরো প্রশান্তি অনুভব হত।

সৈয়্যদুনা হাসান বসরী (রহ) ফরমাতেন (তাফাক্কাদুল্লাজ্জাহ ফি ছালাছাতি আশিয়া) স্বাদ মজা তালাশ কর ৩টি জিনিষে। (ফিস সালাহ ওয়াজ জিকির ওয়া কেরায়াতিল কুরআন) নামাজ জিকির ও কুরানে মজিদের তেলাওয়াত। যদি নামাজ পড়তে তোমার স্বাদ লাগে, কুরআন পড়তে যদি মজা লাগে,  রব তায়ালার জিকির করতে স্বাদ অনুভব হয়। তাহলে খুশি হয়ে যাও কারন আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে দেয়া হয়েছে। আর যদি এই ৩টি কাজ করতে তোমার স্বাদ না লাগে বিরক্ত লাগে অস্বস্থি লাগে সৈয়্যদুনা হাসান বসরী (রহ) ফরমান তাহলে বুঝে নাও তোমার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে।  

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.