হজ্বে সকলে একই রং এর কাপড় পরে কেন?







ইসলামে ভাতৃত্বের বন্ধনের আয়োজন: এবার আসুন আমলসমুহের
মধ্যে সবচেয়ে দামী হল নামাজ, এ নামাজ হল দ্বীনের পিলার। (আসসালাতু এমাদু্দ্দীন) এ নামাজ
যদি ঘরে আদায় করেন তার ছাওয়াব থেকে মহল্লার মসজিদে আদায় করলে ছাওয়াব বেশী, এখন মসজিদে
যদি ৫ ওয়াক্তে ৫ বার গমন করেন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় কথা হয় তাহলে মহল্লায়
কি আর একের সাথে অপরের দ্বন্দ থাকবে? থাকবে না। এর দ্বারা মহল্লায় একটা শক্তিশালি একতা
সৃষ্টি হবে। এরপর সপ্তাহে জুমার নামাজে জুমা মসজিদে একত্রিত হবে যাতে  গোটা এলাকা গোটা শহরের মানুষ একত্রিত হবে।একে অপরের
সাথে ভাতৃত্ববোধ পয়দা হবে। জুমার নামাজ আমাদেরকে সপ্তাহে একবার নতুন নতুন মানুষের সাথে
সম্পর্ক হৃদ্যতা স্থাপনের সুযোগ করে দেয়। এরপর বছরে ঈদের নামাজে সকলে একত্রিত হয় সকল
দ্বন্দ, শত্রুতামি, হানাহানি, ভেদাভেদ ভুলে যেন নতুনভাবে আগামীর পথে অগ্রসর হতে পারে।
এ ঈদে যদিও আমরা গোটা দেশের মানুষ একত্রিত হওয়ার সুযোগ আছে, কিন্তু গোটা দুনিয়ার মানুষ
একত্রিত হওয়ার সুযোগ নাই। আর গোটা পৃথিবীর মানুষের একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় একমাত্র
হজ্বে। এমন নজির পৃথিবীর অন্য কোন ধর্মে নাই। শুধু ইসলাম ধর্মেই পোঞ্জেগানা নামাজে
সমাজের লোকদের একত্রিত করে, জুমার নামাজে মহল্লার লোকদের একত্রিত করে, ঈদের নামাজে
দেশের লোকদের একত্রিত করে দেয় আর হজ্ব সারা দুনিয়ার একশতের উপর দেশের লোকদেরকে একতার
বন্ধনে আবদ্ধ করে দেয়। সাদা কালো, মোটা পাতলা, উচা নাক, চেপটা নাক সব ধরনের মানুষের
মুখে আজ একটাই বানী (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাববাইক আলা শারিকালাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়াননেমাতা লাকাওয়ালমুলক লা শারিকালাক)
হজ্ব পোষাকের পার্থ্যক্য দুর করে দেয়: আমরা
জানি নামাজ ধনী গরিবের পার্থক্যকে দুর করে, ছোট বড়র ভেদাভেদ দুর করে, আলেম জাহেলের
পার্থক্য দুর করে কিন্তু পোষাকের পার্থক্য দুর করতে পারে না, আমরা নামাজে এক কাতারে
১শত জন দাঁড়ালে সেখানে দখেবেন ১শত রকমের পোষাক, একজনের পোষাকের সাথে অন্যের পোষাকের
কোন মিল নাই। কারো পোষাক ৫ হাজার মুল্যের আর কারো পোষাক ২শত টাকা মুল্যের, সুতরাং নামাজ
পোষাকের ভেদাভেদ দুর করতে পারে না। কিন্তু আল্লাহ তায়ালা সারা দুনিয়ার সকল মানুষকে
একত্রিত করে তাদেরকে একই পোষাকে কাবাতুল মূয়াজ্জামায় একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ।
সকলের গায়ে একই কাপড়। একই কালারের কাপড়।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.