এখন থেকে আপনার আর কোন কাজই আটকাবে না। ৭বার দোয়াটি পড়ুন
সব আটকে থাকা কাজের সমাধান
সব আশা পুরণ
অনেক সময়
দেখবেন আপনার অতি সহজ কাজটিও আটকে যায়, মেয়ের জন্য
সম্বন্ধ এসে চলে যাওয়ার পর আর যোগাযোগ করে না, ব্যবসায়ীক ডিল
হচ্ছে হতে হতে বাতিল হয়ে যায়, সকলেই অভিযোগ
করে আমার কাজ পুরা হয় না আটকে যায়, তখন মানুষ
বিভিন্ন আমালিয়াতওয়ালাদের কাছে যান, তাদের সেটা
ব্যবসা তারা এসব দিয়েই রুজি রোজগার করে, তখন তারা
বলে দেয় মনে হয় কেহ তোমার রিযিক বন্ধ করে দিয়েছে নাউজুবিল্লাহ। কেউ তোমার বিয়ে বন্ধ করে দিয়েছে, আর আমরা তা বিশ্বাস করে বসি। ভাই আল্লাহ আপনার আমার জন্য রিযিক বিয়েশাদির ফয়সালা আমাদের জন্মের হাজার বছর আগেই লিখে দিয়েছেন, সুতরাং এসব বিশ্বাস করাও ঈমান চলে যাওয়ার নামান্তর। কেউ কারো রিযিক, কারো বিয়ে বন্ধ করতে পারে না।আমাদের একজই খোদা তার ফয়সালাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। খামাখা নিজের আকিদাও খারাপ নিজের আমলও খারাপ নিজের টাকা পয়সাও খারাপ করে ফেলছেন। সোজা কথা নবী করিম (দঃ) যে সব
আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন সে সব আমল করতে থাকুন সকল আটকে থাকা কাজ ছুটে যাবে, সব আশা পুরণ হবে।
দেখবেন আপনার অতি সহজ কাজটিও আটকে যায়, মেয়ের জন্য
সম্বন্ধ এসে চলে যাওয়ার পর আর যোগাযোগ করে না, ব্যবসায়ীক ডিল
হচ্ছে হতে হতে বাতিল হয়ে যায়, সকলেই অভিযোগ
করে আমার কাজ পুরা হয় না আটকে যায়, তখন মানুষ
বিভিন্ন আমালিয়াতওয়ালাদের কাছে যান, তাদের সেটা
ব্যবসা তারা এসব দিয়েই রুজি রোজগার করে, তখন তারা
বলে দেয় মনে হয় কেহ তোমার রিযিক বন্ধ করে দিয়েছে নাউজুবিল্লাহ। কেউ তোমার বিয়ে বন্ধ করে দিয়েছে, আর আমরা তা বিশ্বাস করে বসি। ভাই আল্লাহ আপনার আমার জন্য রিযিক বিয়েশাদির ফয়সালা আমাদের জন্মের হাজার বছর আগেই লিখে দিয়েছেন, সুতরাং এসব বিশ্বাস করাও ঈমান চলে যাওয়ার নামান্তর। কেউ কারো রিযিক, কারো বিয়ে বন্ধ করতে পারে না।আমাদের একজই খোদা তার ফয়সালাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। খামাখা নিজের আকিদাও খারাপ নিজের আমলও খারাপ নিজের টাকা পয়সাও খারাপ করে ফেলছেন। সোজা কথা নবী করিম (দঃ) যে সব
আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন সে সব আমল করতে থাকুন সকল আটকে থাকা কাজ ছুটে যাবে, সব আশা পুরণ হবে।
আটকে থাকা কাজের জন্য আমল প্রিয় নবীর নবুয়তী জবান থেকে যে দোয়া তা হল আবু দাউদ শরীফের রেওয়ায়েত-
যে মুমিন সকাল সন্ধ্যায় ৭ বার এ দোয়াটি পাঠ করবে আল্লাহ তায়ালা তার সকল অসম্পূর্ণ কাজকে পুরণ করে দিবেন। দোয়াটি হল
যে মুমিন সকাল সন্ধ্যায় ৭ বার এ দোয়াটি পাঠ করবে আল্লাহ তায়ালা তার সকল অসম্পূর্ণ কাজকে পুরণ করে দিবেন। দোয়াটি হল
দোয়াটি হল
حسبي الله الذي لا إله إلا هو عليه توكلت وهو رب
العرش العظيم
العرش العظيم
(হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম)

কোন মন্তব্য নেই