তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ পড়ার ৪ তরিকা

 

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ পড়ার ৪ তরিকা



আল্লাহ তায়ালা মানুষের জন্য  তাহাজ্জুদ নামাজের ৪টি তরিকা রেখেছেন- প্রথম তরিকা হল যদি আপনি অজু করে ঘুমিয়ে যান, জিকির করে ঘুমান, আর আপনি নিয়্যত করে ঘুমান যে আপনি তাহাজ্জুদের জন্য উঠবেন যদি আপনি তাহাজ্জুদের জন্য জাগতে না পারেন আপনি যদি তাহাজ্জুদ পড়তেও না পারেন কিন্তু আপনার খাটি নিয়তের কারনে আল্লাহ তায়ালা (কুতিবা লাহুমা নাওয়া) যা আপনি নিয়ত করেছেন যদিও আপনি সে তাহাজ্জুদ না পড়েন আপনার নামায়ে আমালে আল্লাহ তায়ালা তাহাজ্জুদের সাওয়াব লিখিয়ে দিবেন।

২য় তরিকা হল আপনি চিন্তা করলেন আপনি সেহেরীর সময় উঠে যাবেন আর তাহাজ্জুদ পড়বেন, আর আল্লাহ তায়ালা আপনাকে সে সময়টিতে জাগিয়ে দিলেন, তখন আপনি উঠে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর যদি বিতির না পড়ে থাকেন তাহাজ্জুদের পরপর ৩ রাকাত বিতির পড়ে নিবেন।

৩য় তরিকা হল যদি আপনি বুঝতে পারেন যে আপনি খুব ক্লান্ত ঘুমালে তাহাজ্জুদের জন্য আপনি উঠতে পারবেন না তাহলে এশারের পরপরই অন্তত ২ রাকাত পড়ে নিন যদি আরো বেশী পড়তে পারেন ৪/৬/৮/10/১২ রাকাত পড়ে নিন তাহলে আল্লাহ আপনাকে কিয়ামুল লাইল এর সাওয়াব দিবেন। যদিও তাহাজ্জুদের জন্য এশারের পর কিচুক্ষন ঘুমানো শত যেহেতু আপনি ঘুমালে উঠতে পারবেন না তাই কিয়ামুল লাইলের নিয়তে হলেও অন্তত ২ রাকাত পড়ে ঘুমাতে যাবেন।

অনেকে প্রশ্ন করেন আমি রাতে ডিউটি করি ঘুমানোর স্কোপ নাই এখন আমি কিভাবে তাহাজ্জুদ পড়ব? তাদের জন্য জবাব হল যেহেতু শরীয়তে তাহ্জুজদের জন্য রাতে কিছু সময় ঘুমানো শত সেহেতু আপনি যদি রাতে ঘুমাতে না পারেন তাহলে আপনি নফল পড়বেন যাকে কিয়ামুল লাইল বলে তবে আপনি যদিও তা তাহাজ্জুদ হবেনা তবে আল্লাহ তায়ালা এই কিয়ামুল লাইলের বিনিময়ে আপনাকে তাহ্জুজদের সাওয়াব দান করবেন।

৪থ তরিকা আপনি তাহাজ্জুদের নিয়ত করেছেন অজু করে জিকির আযকার করে ঘুমিয়ে গেলেন আপনার তাহাজ্জুদে উঠার নিয়ত ছিল কিন্তু আপনি পড়তে পারলেন না, যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে আপনি ফজরের নামাজ যথারিতি পড়ে নিবেন, যখন সুয উদিত হয়ে যায় তখন থেকে জোহরের আগ পযন্ত যদি আপনি এই রাকাতসমুহ পড়ে নেন যা আপনি রাতে পড়ার নিয়ত করেছিলেন তাহলে আল্লাহ তায়ালা আপনাকে এই নামাজের বদলা তাহাজ্জুদের বরাবর করে দিবেন। যেমন মুসলিম শরীফের ১৬১৮ নং হাদিস

عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَىْءٍ مِنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيْلِ " .

উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্ত তার নিয়মিত ওযীফা বা তার অংশবিশেষ আদায় করতে না পেরে ঘুমিয়ে পড়ল এবং পরে ফজর সালাত ও যুহর সালাতের মধ্যবর্তী সময় তা পড়ে নিল তবে তার জন্য তেমনই লিপিবদ্ধ করা হরে যেন সে তা রাতেই পড়েছে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.