শবে ক্বদরে মহিলাদের পিরিয়ড হলে কিভাবে এবাদত ও দোয়া করবেন


শবে কদরে মহিলাদের পিরিয়ড হলে কিভাবে এবাদত ও দোয়া করবেন
মাও: এস. এম. নিজাম উদ্দীন
বিশিষ্ট লেখক ও গবেষক
এম এ, ফাষ্ট ক্লাশ। এম এম, ফাষ্ট ক্লাশ


শবে ক্বদর বা লায়লাতুল ক্বাদর যা হাজার মাস থেকেও উত্তম, যে রাতে ১ রাত এবাদত করলেই ১ হাজার মাস রাত জেগে এবাদতের সাওয়াব অর্জন হয়, যারা পুরুষ তাদের মধ্যে অনেকে মসজিদে এতেকাফ করেন যাতে শবে ক্বদর পেয়ে যান, ২০ রমজানের দিবাগত রাত ২১ রোজার আগের রাত, তেমনি ভাবে ২৩, ২৫, ২৭ ও ২৯ রোজার রাতে এতেকাফকারীগন রাত জেগে এবাদত করে করে শবে ক্বদর তালাশ করেন।
আমাদের যে সব বোনেরা শবে ক্বদর তালাশ করতে চান তারাও ঘরের একটি জায়গাকে নিদৃষ্ট করে রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতে পারেন, যদি ঘরের কাজের জন্য এতেকাফ এর সুযোগ না থাকে তাহলে সম্মানিত মা বোনেরা রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতসমুহে ঘরের সকল কাজকর্ম ইফতারের আগেই সেড়ে ফেলবেন, এ ৫টি রাতের জন্য ইফতার করেই মাগরিবের নামাজের পর আর চুলায় যাতে যেতে না হয় সেভাবে প্রস্তুতি নিয়ে নিবেন, জায়নামাজের পাশে কুরান শরীফ, যদি তফসির গ্রন্থ থাকে তা রাখবেন, হাদীস গ্রন্থ থাকলে তা রাখবেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে মাগরীবের পর থেকেই জায়নামাজে বসে যাবেন,
মাগরীবের পর কুরান পাঠ করবেন এশার ওয়াক্ত হলে এশারের নামাজ আদায় করবেন, এরপর তারাবীর নামাজ পড়বেন ২০ রাকাত, প্রতি রাকাতে যতবেশী কুরান বেশী পড়তে পারেন ততবেশী পড়বেন, আপনার যদি বড় বড় সুরা মুখস্ত থাকে তাহলে এসব রাতে বড় বড় সুরাসমুহ দিয়ে তারাবী আদায় করবেন, বড় সুরা মুখস্থ না থাকলে যা মুখস্থ আছে তা দিয়েই আদায় করে নিবেন।
তারাবী আদায় করার পর এবার ২ রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন
নিয়ত: আমি শবে কদরের নামাজ পড়ছি বলে নিয়ত করবেন,  আপনি শবে কদরের নামাজ যে কোন সুরা দিয়ে আদায় করতে পারবেন, তবে ১ম রাকাতে সুরা ক্বদর এবং ২য় রাকাতে ৩ বার সুরা এখলাছ পড়ার জন্য ওলামায়ে কেরাম নির্দেশনা দিয়েছেন, কারন ৩ বার সুরা িএখলাছ পাঠ করলে এক খতম কুরান পাঠের সাওয়াব পাওয়া যায়, সে হিসেবে আপনি ২ রাকাত নামাজে যদি ৩ বার সুরা এখলাছ পড়েন তাহলে আপনার আমলনামায় ১ খতম কুরান পাঠের সাওয়াব লিখা হয়ে যাবে। এভাবে সারা রাত যতটুকু পারে নফল নামাজ আদায় করবেন,
একাধারে নামাজ পড়তে কষ্ট হয় বোরিং লাগে তাই মাঝে মাঝে বসে বসে দরুদ পড়বেন, কুরানের সুরা এয়াসিন, সুরা রহমান, সুরা মুলুক এসব সুরা পড়বেন। হাদীস শরীফ পড়বেন, কুরানের তাফসীর পাঠ করবেন, বিশেষ করে নারীরা সুরা নুরের তফসীর পাঠ করাটা খুবই জরুরী। তফসীর গ্রন্থ ও অনুবাদ গ্রন্থের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হল তফসীরে নুরুল ইরফান ও কানযুল ঈমান। নেটে সার্চ দিলে আপনারা সফটকপি পাবেন, সেটি পড়বেন।
শব কদরের নামাজ ৪ রাকাত পর পর দীর্ঘক্ষন দোয়া করবেন- দোয়াতে আপনার গুনাহ মাফ চাইবেন, দুনিয়া ও আখেরাতের সকল কল্যানের জন্য, নিজের সকল দুঃখ পেরেশানী দুর হওয়ার জন্য, দারিদ্রতা, পারিবারিক অশান্তি দুর হওয়ার জন্য, পরিবারের সকলের জন্য দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, নিজের মনের যত নেক ইচ্ছা আছে সকল নেক ইচ্ছা পুরনের জন্য দোয়া করবেন।

এবং শবে কদরে বিশেষ ১টি দোয়া যা আম্মাজান আয়শা (রাঃ) আমাদের প্রিয় নবী শিক্ষা দিয়েছেন সে দোয়াটিও আপনার দোয়ার মধ্যে শামিল করবেন (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি) অথ্যাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালবাস, আমাকে ক্ষমা করে দাও। দোয়ার সময় চেষ্টা করবেন যেন চোখের পানি আসে চোখের পানি না আসলে কান্নার ভান হলেও করবেন।
এভাবে নিজের গুনাহসমুহের জন্য তওবা করবেন, বশী বেশী বলবেন হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর বেশী বেশী দরুদ শরীফ পাঠ করবেন যে কোন দরুদ পড়তে পারেন যেমন (আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যেদেনা মাওলানা মুহাম্মদ) অথবা সালাতুন এয়া রাসুলাল্লাহ আলাইকুম, সালামুন এয়া হাবিবাল্লাহ আলাইকুম। অথবা (আল্লাহুম্মা ছাল্লে আলা মুহম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াবারিক ওয়াছাল্লিম)
এছাড়া সালাতুত তাসবীহ পড়বেন, ১২/৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন  এবং সেহেরী খাওয়ার আগে বিতির নামাজ পড়ে নিবেন। সেহেরী খেয়ে ফজরের আযান হওয়ার পর ফজরের নামাজ পড়ে আখেরী মুনাজাত করে শেষ করবেন। এভাবে রমজানের শেষ ১০ দিনের প্রতি বেজোড় রাতে আপনার দুনিয়া আখেরাতকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম করার জন্য চেষ্টা চালাবেন। যে সব মহিলারা এ সময়টাতে পিরিওডে ভুগেন তারা নামাজ ও কুরান শরীফ পড়তে পারবেন না, তবে অযু সহকারে বসে বসে জিকির করতে পারবেন, দরুদ পাঠ করতে পারবেন, এসতেগফার পড়তে পারবে, দোয়া করতে পারবেন, দোয়ার নিয়তে কুরানের কোন আয়াত পড়তে পারবেন তবে তেলাওয়াত করা যাবে না। আল্লাহ সকল মা বোনদের এ মহান রাতটির গুরুত্ব অনুধাবন করে তা যথাযথভাবে উদযাপন করা তৌফিক দান করুন আমিন।  

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.