আল্লাহর ধমক! তুমি গরীব ও অন্ধ হয়ে যাবে যদি আমলটি না কর। আল্লাহর জিকিরের ফজিলত





আল্লাহর হুমকি
সর্বদা ছোট্ট কাজটি করুন
নতুবা
আপনি গরীব ও অন্ধ হয়ে যাবেন

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সদা সর্বদা আমাদেরকে
একটি ছোট কাজ বা আমল করতে হবে নতুবা আমাদের দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে, আমরা দুনিয়ায়
গরীব হয়ে যাব আমাদের রিজিক বা আয় রুজি রোজগার আল্লাহ তায়ালা সংকীর্ণ করে দিবেন এবং
আখেরাতে আমরা অন্ধ হয়ে যাব, আল্লাহ তায়ালা সুরা ত্বাহায় এমনই ২টি মারাত্মক ধরনের হুমকি
দিয়েছেন, আসুন আমরা শেষ পর্যন্ত ধৈর্য্য সহকারে শুনে জেনে নিই কি সে আমল যা আমাদেরকে
দুনিয়া ও আখেরাতের এমন মারাত্মক ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে, এবং আমরা কিভাবে সে আমলটি
করব এবং সে আমলটি করার সহজ কিছু নিয়মও সংক্ষেপে জেনে নিব ইনশা আল্লাহ।
প্রথমত সুরা ত্বাহার ১২৪ নং আয়াতটি শুনে নিই আল্লাহ
তায়ালা এরশাদ করেন   

وَمَنْ أَعْرَضَ عَن
ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
এবং যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।সুরা ত্বা-হা ২০:১২৪ ]

জিকির মানে শুধু আল্লাহ
আল্লাহু করা নয়, জিকির মানে হল সদা সর্বদা আল্লাহর স্মরণ করা, সকল কাজ আল্লাহর
দেয়া বিধান মতে করা, নামাজ পড়া এটাও একটা জিকির, কুরান তেলাওয়াত এটাও একটা জিকির,
কেহ প্রশ্ন করল কেমন আছেন আপনি জবাব দিলেন আলহামদুলিল্লাহ ভাল এটাও একটা জিকির, কেহ
বলল আগামী কাল আমাদের বাড়ী আসবেন, আপনি জবাব দিলেন ইনশা আল্লাহ আসব এটাও একটা
জিকির।

এছাড়া হাদীস শরীফের
মাধ্যমে আমরা অসংখ্য জিকির জানতে পারি তা থেকে ৫টি সেরা ও অত্যন্ত গরুত্বপূর্ণ ও
ফযিলতমন্ডিত জিকির হল
১। (আফযালু জ্জিকরে লা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ্দোয়া আলহামদুলিল্লাহ)
অথ্যাৎ উত্তম জিকির হল
লা ইলাহা ইল্লাল্লাহ এবং উত্তম দোয়া হল আলহামদুল্লিাহ বলা।
তাছাড়া লা ইলাহা
ইল্লাল্লাহর ফজিলতে আরো বর্ণিত আছে কেয়ামতের মাঠে বান্দার গুনাহের হিসাব লিখা
থাকবে ৯৯টি দপ্তর পরিপূর্ণ সবগুলি এক পাল্লায় দেয়া হবে আর অপর পাল্লায় শুধু লা
ইলাহা ইল্লাল্লাহ দেয়া হবে আর তাতেই বান্দার নেকির পাল্লা ভারি হয়ে যাবে।
সুবহানাল্লাহ।

নবী করিম (দঃ) এরশাদ
করেন- আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর গযব থেকে বাঁচানোর মত আর কিছু নাই, তখন
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এয়া রাসুলাল্লাহ জিহাদ ফি সাবিল্লিাহও কি গযব থেকে
বাঁচাতে পারবে না? তখন প্রিয় নবীজি এরশাদ করলেন যদি জিহাদ করতে করতে তরবারী ভেঙ্গে
যায় এভাবে ৩ বার তরবারে ভেঙ্গে যায় তাহলে তা গযব থেকে বাঁচাতে পারবে,
তাহলে চিন্তা করে দেখুন
জিহাদের ময়দানে কঠিনতম জিহাদে ৩/৩টি তরবারী ভেঙ্গে যাওয়ার পর যে গযব থেকে বাঁচা
যায় সে গযব থেকে আমরা শুধু জবানে আল্লাহর জিকির করে বেঁচে যেতে পারি।
২য় জিকির হল-
আত তারগিব ওয়াত তারহিব
নামক হাদীস গ্রন্থে রয়েছে- নবী করিম (দঃ) এরশাদ করেন যে ১০ বার পড়বে (লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা
কুল্লি শাইয়্যিন ক্বাদির)
অথ্যাৎ আল্লাহ ছাড়া কোন
ইলাহ নাই, তিনি একক, তার কোন শরীক নাই, রাজত্ব তারই, প্রসংশা তারই, তিনিই
সর্ববিষয়ে সর্বশক্তিমান।
যে এটি ১০ বার পাঠ করবে
বনি ইসমাইল গোত্রের ৪ জন গোলাম আযাদ করার সমান নেকি সে অর্জন করতে পারবে।
৩য় জিকির হল
এটিও আত তারগিব ওয়াত
তারহিব এর হাদীস- নবী করিম (দঃ) এরশাদ করেন যে নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩
বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহুআকবর এবং ১ বার (লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির)
পাঠ করবে তার সকল গুনাহ
আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমান হয়।
৪র্থ জিকির হল
এটি বুখারী শরীফের সর্বশেষ হাদীসে এ জিকিরটি রয়েছে

كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان : سبحان الله
وبحمده سبحان الله العظيم.
দুটি কালিমা আল্লাহর
কাছে খুব প্রিয়,
কিন্তু পড়তে খুব
সহজ, আর মীযানের
পাল্লায় খুব ভারি
:
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ্সুবহানাল্লাহিল আযীম

৫ম জিকিরটি হল
এটিও আততারগিবের হাদীস নবী করিম (দঃ) এরশাদ করেন (লা হাউলা ওয়ালা
কুয়্যাতা ইল্লাবিল্লাহ) এটি হল (ফাইন্নাহা কানজুন মিন কুনুজিল জান্নাহ) জান্নাতের
খাযানা সমুহের ১টি খাজানা।

আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা আমাদের
জিহ্বাকে সজিব রাখার তৌফিক দান করুন আমিন।



কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.