জুমার দিন (শুক্রবার) যে আমল করলে স্বর্ণের কলম ও রুপার কালি দিয়ে ফেরেশতা ...





ইমাম দায়লামির মুসনাদুল ফেরদৌস ১ম খন্ড ১৮৪ পৃ, হাদীস নং ৬৮৮, কানযুল উম্মাল
১ম খন্ড ৫০৬ পৃ. ২২৩৮ নং হাদীস- হযরত ওকবা বিন আমের (রাঃ) বণনা করেন নবী করিম (দঃ)
এরশাদ করেন, আল্লাহ তায়ালা খাস নুর দ্বারা স্পেশাল নুর দিয়ে কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন
যাদের ডিউটি হল যারা জুমারাত ও জুমার দিন আমার উপর দরুদ পাঠ করে তা লিপিবদ্ধ করা,
(তাদের আর কোন ডিউটি নাই) তারা শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় দুনিয়ার জমিনে আসে শুক্রবার
সুর্যস্থ পর্যন্ত দুনিয়ার জমিনে বিচরন করে) এসব ফেরেশতা সাথে করে স্বর্ণের কলম নিয়ে
আসেন আর সে কলমের দোয়াতও নিয়ে আসেন যে কালি রুপার কালি এবং ফেরেশতারা সাথে করে স্বর্ণের
বা নুরের রেজিষ্ট্রার বুক নিয়ে আসেন (লিখার জন্য নোট বুক সাথে করে নিয়ে আসেন) (লা এয়াকতুবুনা
ইল্লাস সালাতা আলান্নাবিয়্যি ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম) তারা সে রেজিষ্ট্রার
বুকে নবী করিম (দঃ) এর দরুদ ও সালাম ছাড়া আর কিছুই লিখেন না।
তারা তাতে কে বা কারা দরুদ পাঠ করেছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে, বৃহস্পতিবার
সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পযন্ত কে কতবার দরুদ পাঠ করেছে তাও লিপিবদ্ধ করে, শুক্রবার
সন্ধ্যায় তারা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তারা সে দরুদ এর রেজিষ্ট্রার কপি এক কপি
আরশে মুয়াল্লায় নিয়ে যায়, এক কপি গুম্বিদে খাদরায় প্রিয় আঁকা ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম
এর সমিপে পেশ করে।


আসুন আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সন্ধ্যা পযন্ত
আমাদের প্রিয় আঁকা ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম এর উপর বেশী বেশী দরুদ পাঠ করি এবং
নিজেদের নাম ফেরেশতাদের নুরানী রেজিষ্ট্রার বুকে লিপিবদ্ধ করিয়ে নিই।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.