রিজিক বৃদ্ধির দোয়া। রুজি রোজগারের দোয়া ও আমল। All Bangla/ Maulana Nizam ...







রিযিকে বরকতের অন্যান্য ওযীফাঃ
আজ আমি এমন একটি ছোট দোয়া আপনাদের সাথে
শেয়ার করব যে দোয়াটি
  আল খাছায়েছুল কুবরা নামক কিতাবের ২য় খন্ডের ২৯৯ পৃষ্ঠায়
লেখা হয়েছে। এক সাহাবীর মাধ্যমে আমরা বিশ্বনবীর নবুয়তি জবান থেকে এ দোয়াটি পাই। যে
দোয়াটির আমল করলে আপনার কাছে এত বেশী রিজিক আসবে কোথায় রাখবেন দিশা পাবেন না।
হাদীসটি বলার আগে কিছু কথা মনো যোগ দিয়ে শুনুন- বড়ই আফসোসের বিষয় হল-
রিজিকের জন্য বর্তমান যুগে যতবেশী মানুষ রাতদিন
পেরেশানীতে আছে বিগত কোন যুগে এমনটি ছিল না, আল্লাহ তায়ালা প্রত্যেক প্রাণীর
রিযিকের জিম্মাদার তবুও মানুষ এ রিজিকের পিছনেই সবচেয়ে বেশী সময় ব্যয় করে। এ
রিজিকের জন্য আল্লাহর হক ভুলে যায়। আল্লাহর এবাদত ভুলে যায়। যত ধরনের অপরাধ আছে তা
করতে দ্বিধাবোধ করে না, অধৈর্য্য হয়ে এ রিযিকের জন্য সব ধরনের হারাম পন্থা অবলম্বন
করতে পিছপা হয় না।
দারিদ্রতাকে মানুষ যেভাবে ভয় পায়, টাকা
পয়সা হাতছাড়া হয়ে যাবে গরীব হয়ে যাবে এ ভয় মানুষকে যেভাবে আতংকিত করে তার হাজার
ভাগের ১ ভাগও যদি মানুষ আল্লাহকে ভয় পেত তাহলে এক একজন আল্লাহর অলি হয়ে যেত।
এবার আসুন হাদীসটি
শুনি এবং দোয়াটি মুখস্থ করে ফেলি।


এক জন সাহাবী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে। ইরশাদ
করলেন:
তোমার কি ঐ তাসবীহ স্মরণ নেই, যে তাসবীহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়। যখন সুবহে সাদিক উদিত (শুরু) হয় তখন এ তাসবীহ
১০০বার পাঠ কর:




'
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম
আস্তাগফিরুল্লাহ।




দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে
আসবে।" ঐ সাহাবী রাদ্বিয়াল্লাহু তা
'আলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায়
হাজির হয়ে
, আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আমার নিকট
এত বেশি আসছে
, আমি হতবাক! কোথায় উঠাব, কোথায় রাখব! (আল খাছায়িছুল কুবরা, ২য় খন্ড, ২৯৯ পৃষ্ঠা)

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.