২টি আয়াত জীবনের সব পেরেশানি দুর করে দিবে।







২টি আয়াত সকল পেরেশানি থেকে নাজাত দেয়

রাসুলে পাক (দঃ) এরশাদ করেছেন যে ব্যক্তি কথা জানতে চায় যে আল্লাহর নিকট তার মকাম মরতবা কি? সে যেন নিজের অন্তরকে প্রশ্ন করে যে সে  আল্লাহর ফয়সালায় কতটুকু সন্তুষ্ট? কথাটিই হযরত ওমর (রাঃ) মানুষকে বুঝাতেন- হে লোকেরা তোমাদের কিসের এত পেরেশানি?যা রাব্বে কারিম ফয়সালা করেছেন তাই তোমাদের জন্য উত্তম হযরত ওমর (রাঃ) বলেন যদি কুরানের ২টি আয়াত কারো বুঝে এসে যায় সারা জীবন তার আর কোন টেনশন হবে না আসুন আমরা জেনে নিই সে ২টি আয়াত কি কি? প্রথমটি হল সুরা ক্বামার এর ৪৮ নং আয়াত
إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
ALL BANGLA CHANNEL FOR ALL DUA


আয়াত যদি বুঝে আসে তখন মানুষ আর চিন্তিত হবে না, চিন্তা তখনই ভর করবে যখন মানুষ বলবে হে আল্লাহ আমি এতটুকুতে সন্তুষ্ট নই আমার আরো চাই

মানুষ যখন নিজের ইচ্ছা মত নিজের রবকে চালাতে চায় তখন পেরেশানি বেড়ে যায় আর যদি বিশ্বাস করে নেয় আমার রব আমার জন্য সব লিখে রেখেছেন তা ঠিক লিখেছেন তাহলে আর কখনো পেরেশানী আপনার ধারেও ঘেষতে পারবে না

এটা কিভাবে সম্ভব যে তোমার রব তোমাকে কিছু দেয়ার ফয়সালা করেছেন আর দুনিয়ার কোন শক্তি তা বন্ধ করে দিবে?

ALL BANGLA CHANNEL FOR ALL AMAL


(নাসিবুকা ইউসিবুক ওলাউ কানাত তাহতাল জাবালাইন) যা তোমার নসিবে রয়েছে তা তুমি পাবেই যদিও তা দুই পাহাড়ের নিচে লুকায়িত থাকে

(ওয়ামা লা নাসিবাক লা ইউসিবুক ওলাউ কানা তাহতাল এয়াদাইন)

যা তোমার নসিবে নাই তা যদি তোমার দুই হাতের মুঠোতেও থাকে তবুও তুমি তা ভোগ করতে পারবে না

যা তোমার কিসমতে নাই তা যদি তোমার হাতেও থাকে তবুও তুমি তা খেতে পারবে না
ইমাম গাজ্জালী (রহঃ) বলতেন হে লোকেরা পেরেশান হওয়াটা একটা ইসনানি ফিতরত তবে সব সময় পেরেশান থাকা এটা বেইমানের আলামাত পেরেশান তখনই হয় যখন মানুষ আল্লাহর ফয়সালায় রাজি না থাকে



আর ২য় আয়াতটি যা হযরত ওমর (রাঃ) বয়ান করেছেন যা পেরেশানীকে দুর করার জন্য যথেষ্ট তা হল সুরা তালাক এর নং আয়াত-

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ
أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন

আল্লাহ সব কিছুর জন্য পরিমাণ, সময় নির্ধারণ করে রেখেছেন; আপনার সন্তান এখনো ক্লাস ফাইভে পড়ছে এখনই যদি আপনি তাঁকে ডাক্তার বানিয়ে ফেলতে চান তা কিভাবে সম্ভব?
  
পেরেশানী তখনই ভর করে যখন ধরনের
আকাংখা করা হয়, অসময়ে চাওয়া হয়, এখনই চাই।
আল্লাহ তায়ালা
আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন।

আমাদের চ্যানেলে সব ধরনের দোয়া আমল ও অজিফা এবং
বিভিন্ন আমলের ফজিলত ও সঠিক নিয়ম এর নিয়মিত ভিডিও প্রকাশ করা হয় যদি আপনার ভাল
লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন। জাজাকাল্লাহ

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.