মদীনা শরীফকে এয়াছরেব নামে ডাকলে এর কাফফারা কি
মদীনাকে এয়াছরিব বলার কাফফারা
মদীনা হল
আমাদের প্রিয় নবীর প্রিয় শহর, যে শহরকে আল্লাহও ভালবাসেন, নবীও ভালবাসেন, তাই এ শহরটিকে
কোন মুসলমান ভাল ছাড়া খারাপ বলতে পারে না, একসময় এ মদীনা তাইয়্যেবার নাম ছিল এয়াছরেব
বা অলুক্ষুনে শহর, আমরা নাতে রাসুলে এ বিষয়ে ভাল জানতে পারি যেমন
আমাদের প্রিয় নবীর প্রিয় শহর, যে শহরকে আল্লাহও ভালবাসেন, নবীও ভালবাসেন, তাই এ শহরটিকে
কোন মুসলমান ভাল ছাড়া খারাপ বলতে পারে না, একসময় এ মদীনা তাইয়্যেবার নাম ছিল এয়াছরেব
বা অলুক্ষুনে শহর, আমরা নাতে রাসুলে এ বিষয়ে ভাল জানতে পারি যেমন
নাতের মধ্যে বলা হয়
এয়াছরিব নামে ছিলা তুমি অলুক্ষনের দেশ
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ (২)
আরে নবীর ছোয়ায় হলে তুমি শাহে মদীনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা।
আমার সোনার মদীনা আমার প্রাণের মদীনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
ভুলিনি ভুলবনা ভুলতে পারিন,
(I can not forget you dear Madina)
যখন এ
শহরে আমাদের নবীজি হিজরত করলেন তখন থেকে এটি আল মাদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। মুহাদ্দিসিনে একরাম বলেন এখন কেহ যদি মদীনাকে অলুক্ষুনে শহর বলে এয়াছরেব বলে, তাহলে তার কাফফারা স্বরুপ তাকে ১০ বার বলতে হবে মদীনা মুনাওয়ারা।
শহরে আমাদের নবীজি হিজরত করলেন তখন থেকে এটি আল মাদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। মুহাদ্দিসিনে একরাম বলেন এখন কেহ যদি মদীনাকে অলুক্ষুনে শহর বলে এয়াছরেব বলে, তাহলে তার কাফফারা স্বরুপ তাকে ১০ বার বলতে হবে মদীনা মুনাওয়ারা।
হুযুর (দঃ) এরশাদ করেন তোমরা এখন আর এ শহরকে এয়াছরিব
বলিও না এ শহর হল
তাবা, এ শহর তাইয়্যেবা, তায়েবা, এর অর্থ হল পাক পবিত্র শহর। সুবহানাল্লাহ।
বলিও না এ শহর হল
তাবা, এ শহর তাইয়্যেবা, তায়েবা, এর অর্থ হল পাক পবিত্র শহর। সুবহানাল্লাহ।

কোন মন্তব্য নেই