পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জায়গার পরিচিতি।







দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতময় জায়গা কোনটি?
সকল
ওলামায়ে কেরাম ব্যপারে একমত
যে সারা দুনিয়ায় যত জায়গা আছে আসমান
জমিন এমনটি আল্লাহর আরশের চাইতে ফজিলতমন্ডিত দুনিয়ায় ১টি অংশ আছে তা হল যেখানে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন জমিনের সে অংশটুকু এমনকি কাবাতুল্লাহ থেকেও অংশটি আফযল
সুরা
তওবায় মদীনার বয়ান আছে যেমন সুরা তওবায়
(মা কানা লি আহলিল মাদিনাতি ওয়ামান হাউলাহুম মিনাল আরাবি ইলা আখেরলি আয়াত)
হুযুর (দঃ) যখন জেহাদ
করার জন্য মদীনা থেকে বাহিরে তশরীফ নিয়ে গেলেন তখন যারা মদীনায় রয়ে
গিয়েছিল তাদের জন্য জায়েজ ছিলনা হুযুরের অনুপস্থিতিতে মদীনায় অবস্থান করা
কুরানে
মদীনার বর্ণনা এভাবেও এসেছে
(লা উকছিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ) শহরের কসম
কেননা আপনি শহরে অবস্থান
করছেন
কোন
কোন মুফাসসিরের মতে এখানে আল বালাদ দ্বারা মদীনাকে বুঝানো হয়েছে
মদীনা
শরীফের ব্যপারে সকল ইসলামের ইতিহাসের কিতাবসমুহে বয়ান আছে, তবে ২টি
কিতাব এমন যাতে মদীনা শরীফের বর্ণনা সবচেয়ে উত্তম পদ্ধতি বয়ান করা হয়েছে
)
হযরত ছমহুদী 
(
রহঃ) ৯২২ হিঃ তিনি ইন্তেকাল করেন তাঁর লিখিত কিতাব খোলাছাতুল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা তিনি মদীনা শরীফের ইতিহাস আদাব সম্পর্কে
অত্যন্ত বিস্তারিত বয়ান করেছেন এ কিতাবে
কিতাবে ইমাম
ছমহুদী (রহঃ) মদীনা শরীফের
৯৫টি নাম জিকির করেছেন
)
হযরত আবদুল হক মুহাদ্দিস দেহলভী (রহঃ) এর কিতাব
জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব মদীনা মুনাওয়ার ইতিহাস ফজিলতের ব্যপারে
খুবই চমৎকার কিতাব
মদীনা মক্কা থেকে কিভাবে আফযল হতে পারে?
মক্কা আল্লাহর
ঘর আর মদীনা হল রসুলুল্লাহর ঘর, আর পৃথিবীর
সকলে বিষয়ে একমত
যে আল্লাহর যত মাখলুক আছেন সকল মাখলুক থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম মাখলুক হলেন হুযুর (দঃ) তাই হুযুর (দঃ) যে স্থানে
শুয়ে আছেন সে স্থানটি আল্লাহর কাছে আল্লাহর ঘরের চাইতেও আফযল এতে কোন ধরনের এতেরাজ নাই এরপরও যাদের অন্তরে নবীপ্রেম নাই তারাই এসব বিষয়ে বিতর্ক করে


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.