মদীনা শরীফের ইতিহাস পর্ব-৪







মদীনা ভাট্টির মত
হুযুর (দঃ) মদীনার ব্যপারে আরো এরশাদ করেন আমার মদীনা মুনাওয়ারা ভাট্টির মতযেভাবে ভাট্টি লোহার ময়লাকে দুর করে দেয়, তেমনি ভাবে আমার মদীনা মুনাওয়ারা মুনাফিকদেরকে এবং যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে তাঁদেরকে বের করে দেয়
আসল কথা হল মদীনা মুনাফিককে পছন্দ করেনা মুনাফিকরাও মদীনাকে পছন্দ করে না,
আমরা মদীনার দিওয়ানা, মদীনাওয়ালার দিওয়ানা তাই আমাদের মুখেও শুধু মদীনা মদীনা
মদীনা মদীনা বলি কান্দে মম পাপিয়া
মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়্যা
মদীনার ধুলা বালি মনে লয় দুহাতে তুলি
সারাটি অঙ্গে মাখি দুঃখ তাপি ভুলিয়া
মদীনার মুনাফিক যলযলাঃ
হুযুর (দঃ) আরো এরশাদ করেন- কেয়ামতের আগে একটি যলযলা আসবে সে যলযলার পর মদীনায় অবস্থিত সকল মুনাফিক দুর্বল ঈমানদারগন মদীনা ছেড়ে পালিয়ে যাবে
মদীনার মুনাফিকদের লাশ
মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেন মদীনায় যে সব মুনাফিক আছেন তারা যখন মৃত্যু বরণ করেন তাদেরকে যদি মদীনায় দাফন করা হয় তাদের সে লাশ ফেরেশতাগন সেখান থেকে বের করে দেন এবং সেখানে অন্য স্থান থেকে কোন মুমিন মুত্তাকিকে এনে রেখে দেন


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.