রিযিক। ধন সম্পদ। আয় রোজগারে বরকত। হায়াতে বরকতের ছোট সহজ ওয়াজিফা #Ja al h...
রিযিকের দরজার আলাউদ্দীনের চেরাগ মহিলাদের হাতে
অনেক মহিলারা প্রশ্ন করেন-
"স্বামীর আয় রোজগারে বরকতের কোন আমল আছে?"
কিংবা "স্বামীর হায়াতে বরকতের কোন আমল আছে?"
"স্বামীর আয় রোজগারে বরকতের কোন আমল আছে?"
কিংবা "স্বামীর হায়াতে বরকতের কোন আমল আছে?"
-- তাদের জন্য নিম্নোক্ত হাদীসের আমলঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি
ওয়া সাল্লাম বলেছেনঃ
‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু
দীর্ঘ হোক সে যেন আত্মীয়তা-সম্পর্ক বজায় রাখে।’
[বুখারীঃ ৫৯৮৫; মুসলিমঃ
৪৬৩৯]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি
ওয়া সাল্লাম বলেছেনঃ
‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু
দীর্ঘ হোক সে যেন আত্মীয়তা-সম্পর্ক বজায় রাখে।’
[বুখারীঃ ৫৯৮৫; মুসলিমঃ
৪৬৩৯]
আমদের মহিলারা অনেকেই স্বামীর আয় রোজগার, হায়াত
বৃদ্ধির আমল খুজে বেড়ান। অথচ স্বামীর আত্মীয় স্বজনকে মোটেই সহ্য করতে চান না।
স্বামীকে তার মা বাবা, ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে দেননা ।
বৃদ্ধির আমল খুজে বেড়ান। অথচ স্বামীর আত্মীয় স্বজনকে মোটেই সহ্য করতে চান না।
স্বামীকে তার মা বাবা, ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে দেননা ।
স্বামীকে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে না দিয়ে
সারাদিন আয় রোজগার, হায়াত বৃদ্ধির আমল খুঁজলে কোন কাজেই আসবে না ।
অনেক সময় শ্বশুরবাড়িতে একসাথে থাকলে শ্বশুড়- শাশুড়ি, ননদের
সাথে মনোমালিন্য হয়, তাদের কটু কথা শুনতে হয়, এতে
মন খারাপ হওয়া স্বাভাবিক । আপনি যদি এই মন খারাপের কথা স্বামীর কানে তুলেন, এতে
মা-বাবা, ভাই বোনের প্রতি স্বামীর মনে বিদ্বেষ আসতে পারে ।
যার ফলে তিনি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, এমনকি
সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেতে পারেন । যা তার আয় রোজগার, হায়াতে
বরকতের অন্তরায়।
সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যেতে পারেন । যা তার আয় রোজগার, হায়াতে
বরকতের অন্তরায়।
পক্ষান্তরে, আপনি
যদি একটু ধৈর্য ধরেন, তাদের খারাপ ব্যবহারকে স্বামীর কানে না তুলে ক্ষমা করে দেন,
স্বামীকে ভালোবাসার স্বার্থে, এতে
স্বামীর আয় রোজগার বৃদ্ধি পাবে, হায়াতে
বরকত হবে ।
অতএব, যারা
হায়াতে, আয় রোজগারে বরকত চান, তারা
যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস অনুযায়ী আমল করার তাওফীক দান করুক
আলাইহি ওয়া সাল্লাম এর হাদীস অনুযায়ী আমল করার তাওফীক দান করুক
কোন মন্তব্য নেই