মদীনা শরীফের ইতিহাস ও ফজিলত পর্ব ৫ #Ja al haq/ Maulana Nizam Uddin








মদীনায় মৃত্যু বরণের ফজিলতঃ
হুযুর (দঃ) এরশাদ করেন (মানিস তাতাআ আয়্যামুতা বিল মাদিনাতে ফাল এয়ামুত বিহা) যে ব্যক্তি মদীনায় মৃত্যু বরণ করার সামর্থ রাখে সে যেন মদীনায় শেষ সময় পার করার চেষ্টা করে কেননা যে মদীনায় মৃত্যু বরণ করবে কেয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব
ইমাম মালেকের বার হজ্ব করার কারনঃ
ইমাম মালেক (রহঃ) মদীনার বাসিন্দ অনেক বড় ফিকার ঈমাম, উনি জীবনে মাত্র বার হজ্ব করেছেন, এর কারন হিসেবে তিনি বলেন হজ্ব একবার আদায় করা ফরয, কিন্তু আমি ভয় করি হজ্বে গিয়ে যদি আমার মৃত্যু মদীনার বাহিরে হয়ে যায়, আমি চাই আমার মৃত্যুটা মদীনাতে হউক সে আশায় আমি মদীনা থেকে বাহিরে যাওয়াটা পছন্দ করি না
হযরত ওমর (রাঃ) এর দোয়া
হযরত ওমর (রাঃ) একটি দোয়া করতেন (আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি ছাবিলিক ওয়াজায়াল মাউতি ফি বালাদি রাসুলিক) হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন আর আমাকে আপনার রসুলের শহরে মৃত্যু নসিব করুন
সফর থেকে মদীনায় আসার সময় মহানবীর অবস্থা মদীনার প্রতি মহানবীর মহব্বত
হুযুর (দঃ) মদীনাকে পরে পছন্দ করেছেন হুযুরের আগে
মদীনাকে আল্লাহ পছন্দ করেছেন। সে জন্যই আল্লাহ তার মাখলুকের সবচেয়ে প্রিয় সৃষ্টি
তাঁর হাবিববে কেয়ামত পর্যন্ত মদীনাতেই থাকার ব্যবস্থা করেছেন।
হুযুর মদীনাকে কেমন মহব্বত করতে তা বুখারী মুসলিম
এর মুত্তাফাক আলাই হাদীস শুনলে বুঝতে পারবেন-
হুযুর (দঃ) যখনই কোন সফর কিংবা জিহাদ থেকে মদীনার বাহির থেকে মদীনার দিকে আসতেন যখনই
মদীনার প্রতি দৃষ্টি পড়ত তিনি
নিজের ছাওয়ারীর স্পীড বাড়িয়ে দিতেন, নিজের চাদর মোবারক চেহেরা থেকে সরিয়ে দিতেন আর বলতেন (হাজিহি আরওয়াহু তাইবা) মুলত মদীনার বাতাস থেকে মদীনা তাইয়্যেবার খুশবু নিতেন
সুনহানাল্লাহ হু।
হুযুর (দঃ) এরশাদ করেন (মান সাবারা আরা আজাহা) যে মদীনায়ে তাইয়্যেবার মুশকিল সময়ে সবর করল কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব
সে জন্য মদীনা শরীফে কোন ধরনের কষ্ট হলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করা নিষেধ, মদীনার কোন কিছু অপছন্দনীয় এমন বলা নিষেধ
মদীনার দই টকঃ
এক বুযুর্গ মদীনায় গিয়ে দই খেল আর বলল মদীনার দই টক, সে রাতে তিনি হুযুর (দঃ) কে স্বপ্নে দেখলেন তিনি সে বুযুর্গের প্রতি অসন্তুষ্টি প্রকাশকরল, তখন বুযুর্গ হুযুরকে বলল হুযুর আপনি আমার উপর নারাজ কেন? তখন হুযুর তাঁকে বলল তোমার আমার শহরের দই ভাল লাগে না?
সে জন্য হুযুর (দঃ) এরশাদ করেছেন যে মদীনার কষ্টের মাঝে সবর করল তার জন্য আমি কেয়ামতের দিন সুপারিশ করব


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.