Wazifa for beauty face. চেহেরা সুন্দর ও উজ্জল রাখার ওয়াজিফা ও আমল।All Ba...







রাতে শুবার সময় আমল করুনগ সকালে চেহেরা এত উজ্জ্বল হবে সকলে দেখতেই থাকবে
১০টি আমল  
সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজ আমরা চেহেরার উজ্জলতা সৌন্দর্য্য চেহেরার নুর
হারিয়ে ফেলছি, বিশেষ করে মহিলারা চেহেরাকে ঠিক রাখতে কত রকমের প্রসাধন ব্যবহার করে
তার কোন হিসাব নাই, কত টাকা অপচয় করে শুধু পার্লারে গিয়ে,
জানেন যারা মুসলমান তারা যদি ইসলামের কিছু বিধান মেনে চলে তাহলে তাঁকে জীবনে
পার্লারে যেতে হবে না, প্রসাধন সামগ্রী ব্যবহারে প্রয়োজন হব না, সব জায়গায় সম্মান
পাবেন,েআপনার চেহেরায় এমন নুর হবে যা দেখে কেহ আপনার বিরুধীতা করতে পারবে না,  আপনার কথা কেহ ফেলতে পারবে না,
প্রথমত- মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যুক থেকে দুরে থাকতে হবে,
কারন আমরা জানি দুর্গন্ধময় স্থানে অবস্থান করাটা স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর,
এখন যদি আপনি মিথ্যা বলেন তা থেকে দুর্গন্ধ ছড়ায় কিংবা যে মিথ্যা বলে তার আশে পাশে
প্রায় ১ মাইল পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় তাই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে যেমন তিরমিযী
শরীফের হাদীস
রাহ্মাতুলি্লল আলামিনপ্রিয়নবী (সা.) বলেছেন, ‘কেউ যখন মিথ্যা বলে, তখন রহমতের ফেরেশতা এক মাইল দূরে সরে যান তার মিথ্যার ভয়ানক
দুর্গন্ধ থেকে বাঁচার জন্য।
’ (তিরমিজি শরিফ)
অতএব মিথ্যা থেকে বিরত থেকে আপনি দীর্ঘ দিন যাবৎ
আপনার চেহেরার উজ্জলতা তথা নুরকে ধরে রাখতে পারবেন।
গুনাহ থেকে বাঁচতে হবে, মানুষের চেহেরার গুনাহের একটা
প্রভাব পরে যা তাকে অকালে বৃদ্ধ করে দেয় কিন্তু আপনি যদি গুনাহ থেকৈ বেঁচে থাকতে
পারেন তাহলে আপনার চেহেরা আজীবন উজ্জ্বল থাকবে।
সদা সর্বদা অজু সহকারে থাকার চেষ্টা করতে হবে
লম্বা লম্বা সিজদার ফলে চেহেরায় রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় এবং
চেহেরা সজিব থাকে
বিশেষ করে নফল নামাজ সমুহ যেমন তাহাজ্জুদ নামাজের সিজদা সমুহ
খুবই লম্বা লম্বা দিবেন তাতে আপনি বুড়া হয়ে যাবেন কিন্তু আপনার চেহেরার সৌন্দর্য্য
নষ্ট হবে না।
৫।এশার নামাজ পড়ে বেশীক্ষন রাত না জেগে শুয়ে যাবেন,
৬। শুয়ার আগে  অজু করে নিবেন, চেহেরায় যত বিচি,
স্পট, দাগ এলার্জি হয় ধুলা বালি থেকে, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজের জন্য দিনে ৫ বার
অজু করেন তাহলে আপনার চেহেরা সহ অজুর অঙ্গে ময়লা জমতে পারবে না যা আপনার চেহেরা ও
ত্বককে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর রাখবে। আর এ অজু থেরাপী মেক আপ থেকে হাজার গুন
উপকারী।
৭।রাতে
বিছানায় বসে ৩ বার সুরা এখলাস, ৩ বার সুরা ফালাক
৩ বার সুরা নাস পড়ে
 
হাতে ফুক দিয়ে চেহেরা সহ সারা শরীরে মাসেহ করবেন হাত যতটুকু যায় এভাবে ৩ বার করবেন
,
এটা সুন্নত আমল।
৮। সকালে
ঘুম থেকে উঠেও দুই হাত দিয়ে চেহেরা মাসেহ করবেন এটাও সুন্নত,  
৯।৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ,
৩৪ বার আল্লাহু আকবর,
এ তসবীহকে
তাসবিহে ফাতেমি বলে, আমারা সারাদিন যে খাটুনি করি সে খাটুনির রেশ শরীর থেকে যায় না,
শরীর ক্লান্ত থাকে সারা রাত ঘুমানোর পরও শরীরের ক্লান্তি দুর হয় না যার প্রভাব আমাদের
শরীর ও চেহেরায় পরে, কিন্তু আপনি যদি তাসবিহে ফাতেমি পড়ে রাতে ঘুমান সকালে যখন আপনি
ঘুম থেকৈ জাগ্রত হবেন দেখবেন আপনার শরীরের যত ক্লান্তি আছে সব দুর হয়ে গেছে। আপনি নিজেকে
খুবই হালকা পাবেন। যা আপনার শরীর ও চেহেরার সৌন্দর্য্রের জন্য খুবই উপকারী।

তাছাড়া
ঘুমানোর আগে আরো যে সব মসনুন দোয়া সমুহ আছে যেমন ১০ বার এসতেগফার পড়বেন,
১ বার আয়াতুল কুরসী পড়বেন, ১ বার সুরা বাকারার
শেষ ২ আয়াত পড়বেন
১০। ঘড়িতে এলার্ম দিবেন ফজরের আজান হওয়ার অন্তত ১ ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ
পড়বেন
, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য পরিবারের জন্য সকল মুসলমান নর নারীর জন্য, আজান হলে ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ে মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়বেন আর নারীরা ফজরের নামাজ ঘরে পড়বেন এর পর সুর্য উঠা পর্যন্ত জিকির
আজকার দোয়া দরুদ পড়বেন কুরান তেলাতওয়া করবেন সুর্য উদিত হলে উঠে ২ রাকাত বা ৪ রাকাত
চাশতের নামাজ পড়বেন
এভাবে  আমল করতে থাকুন ইনশা আল্লাহ আপনার
চেহেরা এত নুর হবে সকলের কাছে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.