৭০টি মসিবত সহ অভাব দুর করার ওয়াজিফা Wazifa for eliminating 70 dangers







৭০টি মুসিবত দুর করার ওয়াজিফা
বর্তমানে মুসিবত ছাড়া, পেরেশানী ছাড়া লোক খুঁজে পাওয়া মুশকিল অনেক লোক আর্থিক পেরেশানীর শিকার হন, তাদের অন্তরে সদা অভাব অনটনের ভয় থাকে, অভাব থেকে বাঁচার জন্য তারা সারাদিন রুজি রোজগারের পিছনে ভাগতে দৌঁড়তে থাকে, তাহলে শুনুন আবু নুয়াইম এর রেওয়ায়েত- ইবনে আবি শয়বাও হাদীসটি লিখেছেন- নবী করিম (দঃ) এরশাদ করেছেন যে ব্যক্তি দোয়াটি পড়বে আল্লাহ তার থেকে ৭০টি মুসিবত দুর করে দিবেন আর সে ৭০টি মুসিবত থেকে সবচেয়ে ছোট মুসিবত হল তার অভাব অনটন আর দোয়াটি হল (লা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ লা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহে ইল্লা ইলাইক)
অনেক সময় মানুষ দুঃখী হয় আর চিন্তা করে আমি একা মানুষ আমার বিপদ আপদের সঙ্গী কেহ নেই মা বাবা মৃত্যু বরণ করেছেন, কার কাছে যাব, কার কাছে দুঃখ বুঝাব, তাদের জন্য নবী (আঃ) েএরশাদ করেন কানযুল উম্মালের হাদীন- কুরানে মজিদের ১টি আয়াত বার একিনের সাথে পড়তে হবে তাহলে আল্লাহ তায়ালা দুঃখেভারাক্রান্ত হৃদয়ে প্রশান্তি নাযিল করবেন তা হল (লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন ) ছোট আয়াতটি বার পড়ার ফলে আল্লাহ তায়ালা মানুষের মনের সব দুঃখ দুর করে দেন, অন্তরে খুশী মানসিক প্রশান্তি দান করেন

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.