আপনাকে কেউ যাদুটোনা করেছে কিনা কে করেছে তা জানার ইসলামী তরিকা







কেউ যাদু করেছে কিনা, কেহ
টোনা করেছে কিনা
, কেহ বান মেরেছে কিনা, কেহ কুফুরী টোনা করেছে কিনা তা কিভাবে বুঝবেন?
আসুন আজ এ বিষয়গুলি নিয়ে কিছু প্রকৃত ইসলামীক তথ্য জেনে নিই
মনে রাখবেন যাদু হয়েছে কিনা, টোনা হয়েছে কিনা এগুলি
হল গায়েবী জিনিষ
তবে কিছু আমেল আছেন তারা বাহ্যিক কিছু লক্ষন ও বিভিন্ন ধরনের হিসাব কিতাব করে বলে
দেয় যে যাদু হয়েছে
, তাউ ধারনা করে বলে, ১০০%
সিউরিটি দিয়ে কোন আমেল বলতে পারবে না যে যাদু হয়েছে
এর জ্ঞান
একমাত্র আল্লাহই জানেন
এছাড়া অন্য কেহই ১০০% সিউরিটি দিয়ে বলতে পারবে না যে যাদু হয়েছে
এখন কেহ যদি প্রশ্ন করে এমন কোন কি ইসলামীক তারিকা আছে যা দ্বারা
বুঝা যাবে যে যাদু হয়েছে কিনা
? এমনকি অনেকে এটাও জানতে চায় যে কে যাদু করেছে
বা করিয়েছে
? মনে রাখবেন এসব বিষয় কেউ বলতে পারবে না, সে যতই শক্তিশালী আমেল হউক না কেন , যদি কেহ দাবী করে
যে সে আপনার যাদুর ব্যপারে ১০০
% সিউরিটি দিয়ে বলতে পারবে তাহলে
আপনি তার িএ দাবী দ্বারাই বুঝে নিবেন সে একজন ভন্ড ও মিথ্যুক
আপনি কখনো
তার দ্বারা এসব কাটা ছিরার কাজ করাবেন না
, সে পাক্কা ভন্ড যিনি প্রকৃত
আমেল তিনি বলবেন আমার অবিজ্ঞতা ও জ্ঞান দ্বারা এটাই বলতে পারব
, তবে
প্রকৃত সত্য একমাত্র আল্লাহই জানেন
যারা ভন্ড আমেল তারা অনেক সময় এসব ক্ষেত্রে আন্তাজে কোন আত্মিয়ের
দিকে ইশারা করে দেন আর তখন সে লোক উক্ত আত্মীয়ের সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন
করে ফেলে
নাউজুবিল্লাহ
সুতরাং আপনার কোন আলামত দ্বারা যদি এমন লাগে কেহ আপনাকে যাদু
টোনা করেছেন তাহলে আপনি কে করেছে তা জানার চেষ্টা করবেন না বরং ভালো আমেল দ্বারা সেটার
জন্য যথাযথ চিকিৎসা করাবেন
আর যে দাবী করবে সে আপনাকে কে যাদু করেছে তার পরিচয় দিতে পারবে তাহলে তার কথায়
বিশ্বাস করবেন না এবং তার দ্বারা চিকিৎসাও করাবেন না
, কারন
সে মিথ্যুক ও প্রতারক হবে

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.