ইসলামের বাস্তব কাহিনি। মহানবী (সঃ) ও মক্কার এক বুড়ির ঘটনা।





ঘটনা-১ (বুড়ির বোঝা ও দয়াল নবীর কিসসা)
সম্মানিত শ্রোতামন্ডলী ঐ বুড়ি মহিলার কথা ভুলার মত নয় যিনি ঘরের সমস্ত মালপত্র
বেঁধে ঘরের দরজায় বসেছিল, সে বুড়ি শুনেছে মক্কায় এক যাদুকর এসেছে, যে যাদুকর যার
সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়, বুড়ি সে যাদুগর থেকে পলায়ন করছিল এই ভয়ে
যে সে যাদুগর তার বাব দাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিবে। ঘরের সামনে সকল মাল
নিয়ে বসা, সে রাস্তা দিয়ে হুযুর যাচ্ছিলেন বুড়ি হুযুরকে দেখে বলল ভাতিজা এই
মালগুলি আমার মাথার উপর উঠিয়ে দাও, হুযুর যখন সে মালগুলি তুললেন দেখলেন খুবই ওজনী,
এত ওজনী মাল বুড়ি উঠাতে পারবে না, তখন হুযুর বুড়িকে বলল এতো খুবই ওজন, আপনি যদি
এজাজত দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব, বুড়ি খুবই খুশী
মনে এজাজত দিল, হুযুর সকল সামান নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে চলতে
লাগলেন, হুযুর বুড়ীকে প্রশ্ন করল মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? বুড়ি বলল আমি শুনেছি
মক্কায় এক যাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে। আমি সারা জীবন মুর্তি পুঁজা
করেছি, আমার বাব দাদা মুর্তি পুঁজা করেছে। আমি চাইনা আমার এই বয়সে বাব দাদার ধর্ম
আমার থেকে ছিনিয়ে যাক
তাই
আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি, হুযুর বুড়ির কথা শুনে তার মাল ফেলে দেননি বরং
যন্তের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন,  বুড়ির গন্তব্যে তাঁর মালামাল পৌঁছে দিয়ে হুযুর
চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করল বেটা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা
বলো,  যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে বলে
প্রসংশা করতে পারি, আমি মক্কা থেকে এক যাদুকরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে সাথে আমি
মানুষের কাছে এও যেন বলেতে পারি যে মক্কায় যাদুকর আছে সে মক্কায় তোমার মত উঁচু
মনের নওজোয়ানও আছে, উদার পরোপকারী যুবকও আছে, আমি তাদের কাছে তোমার নাম বলে বলে
তোমার কাসিদা বলব। বুড়ির কথা শুনে হুযুর (দঃ) হেসে দিলেন আর বললেন হে বুড়ি যে
যাদুকরের ভয়ে তুমি মক্কা ছেড়ে এসেছ সে যাদুকর তোমারই সামনে দাঁড়ানো। বুড়ি বলল
সত্যি সত্যি আপনিই মুহাম্মদ? হুযুর বললেন হ্যাঁ আমিই সে মুহাম্মদ। তখন বুড়ি বলল
তাহলে আপনার যাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে
সুবহানাল্লাহ। আপনি আর দেরি করবেন না
আমাকে কলমা পড়িয়ে দিন। (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ)
ইসলাম ঘৃণা, বিদ্বেষ
ছড়ানোর শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালবাসা, মহব্বত। আজ মুসলমানদের মধ্যে
হাজারো ফেরকা, ছোট ছোট বিষয়গুলি নিয়ে আজ মুসলমানরা দ্বিধা বিভক্ত, ইসলামের আসল
শিক্ষা থেকে আজ আমরা অনেক দুরে সরে গেছি আজ তাই সারাবিশ্বে মুসলমানরা মার খাচ্ছে,
আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্য হওয়ার তৌফিক দান করুন আমিন

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.