দারিদ্রতার শক্তিশালী কোরআনী চিকিৎসা। দোয়া আমল ও ওয়াজিফা।







দারিদ্রতার চিকিৎসা
এক বুযুর্গ তাঁর নিজের
ঘটনা বয়ান করে বলেন কিছুদিন আগের ঘটনা আমি এক জায়গায় সফর করছিলাম পথে এক মসজিদে
নামাজের জন্য প্রবেশ করছি এমন সময় এক লোক এসে আমাকে সালাম দিয়ে বলল হুযুর আসসালামু
আলাইকুম আমাকে ২ মিনিট সময় দিতে পারবেন? বুযুগ বলল ঠিক আছে বলুন, তখন সে মসজিদের
বাহিরে ১টি গাড়ীর দিকে ইশারা করে বলল হুযুর ঐ যে দেখছেন গাড়ি সেটি আমার
এস্তেগফারের গাড়ি, বুযুগ প্রশ্ন করল এস্তেগফারের গাড়ি মানে কি? সে লোকটি বলল হুযুর
আমি খুব গরীব ছিলাম, আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কস্টে ৫লক্ষ টাকা জমা
করে এক বন্ধুর সাথে শেয়ারে ১টি গাড়ী কিনলাম কিন্তু সে বন্ধু ধোকা দিয়ে আমার সে ৫
লাখ টাকা নিয়ে গেছে, সারা জীবনের কামাই হাতছাড়া হয়ো যাওয়ায় একদম পেরেশান হয়ে
চিন্তা করলাম দুনিয়ার ধোকায় পড়ব না আল্লাহর সাথেই সম্পর্ক বৃদ্ধি করে দিব, ৫
ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু এসতেগফার পড়ি, এভাবে
কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম হঠাৎ েএক লোক এসে আমাকে বলে ভাই আমি
আপনাকে খুঁজছি, আমি ১টি গাড়ি কিনব একজন বিশ্বস্থ মানুষ পাচ্ছিনা, আপনি আমার সাথে
চলুন, এ কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল গাড়ীর শো রুম থেকে ১টি
গাড়ী কিনল আর তার চাবি আমাকে দিয়ে দিল গাড়ীর কাগজপত্রে নামও দিল আমার সে আমাকে বলল
তুমি গাড়ী চালাতে থাক আর প্রতিদিন আমার জন্য একশত টাকা করে জমা করবে,
আলহামদুলিল্লাহ আজ প্রায় ১ বছর হয়ে গেল সে গাড়ীর আসল মালিকের কোন খোঁজ নাই আমি
প্রতিদিন এই গাড়ী থেকে হাজারো টাকা রোজগার করি আর মালিকের জন্য ১ শত টাকা করে রেখে
দেয়, আলহামদুলিল্লাহ আমি এখন ভালই আছি।

ইমামে আহমদ বিন হাম্বল
একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন, কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না, ইমাম
বললেন বারান্দায় হলেও সুযোগ দাও, কিন্তু মসজিদের কেয়ারটেকার বলেন নিয়ম নাই,
অপরিচিত লোককে মসজিদে থাকার এজাজত নাই, মসজিদের পাশ দিয়ে এলাকার এক লোক যাচ্ছিল,
তিনি বললেন জনাব চলুন আজ আপনি আমার ঘরের মেহমান হবেন, ইমাম আহমদ তাঁর সাথে চলে
গেলেন, তাঁকে বসতে দিলেন আর লোকটি মেহমানের জন্য আটার খামি মাখছেন রুটি বানানোর
জন্য আর বড় বড় আওয়াজে পড়ছেন আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ।তখন ইমাম আহমদ লোকটি
প্রশ্নকরলেন আসতাগফিরুল্লাহর আমল কি তোমাকে কোন উপকার দিয়েছে? সে বলল হ্যাঁ
অবশ্যই দিয়েছে যখন থেকেই এসতেগফারের আমল শুরু করেছি তখন থেকেই আল্লাহ আমার সকল আশা
পুরণ করে দিয়েছেন, যা আমি কল্পনাও করিনি। তবে আমার ১টি আশা পুরণ হয়নি। ইমাম আহমদ
জিজ্ঞেস করলেন সেটি কি? সে বলল আমি দোয়া করেছি এ জামানার সবচেয়ে বড় আলেম বুযুর্গ
ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমার ঘরে এনে খাওয়াতে পারি, কিন্তু উনার কোন পাত্তাই
পাচ্ছে না, তখন ইমাম আহমদ হাম্বল মুচকি হেসে বললেন হে ভাই তোমার সে আশাও আল্লাহ
পুরণ করেছেন কারন আমিই হল ইমাম আহমদ সুবহানাল্লাহ।

এসতেগফারের ফজিলত ও আমল
দিয়ে অনেকে অনেক অভিজ্ঞতার কথা বলেছেন এক বুযুগ বলেন আমি যখনই কোন সমস্যায় পতিত হই
যার কোন সমাধান খুঁজে পাই না তখন আমি ১ হাজার বার এসতেগফার পড়ি এর ফলে আল্লাহ তায়ালা
আমার অন্তর খুলে দেন এবং আমার সমস্যা সমাধানের পথ খুলে দেন।
মানুষ যখন
তওবা করেন সে তখন বে গুনাহ হয়ে যায়, ভবিষ্যতেও গুনাহ না করার নিয়ত করে, তখন আল্লাহ
তায়ালা তার সকল অভাব অনটন দারিদ্রতা দুর করে দেন এবং তার ধন সম্পদে বরকত ঢেলে দেন।
আল্লাহ তায়ালা তাঁকে বাগানের মালিক বানিয়ে দেন, সন্তান সন্ততি দান করেন, আল্লাহ
তায়ালা এরশাদ করেন
সুরা নুহ
এর ১০ নং আয়াত থেকে ১২ নং আয়াত
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। [ সুরা নূহ ৭১:১০ ]
يُرْسِلِ السَّمَاء عَلَيْكُم مِّدْرَارًا
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন,
সুরা নূহ ৭১:১১ ]
وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ
وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
তোমাদের ধন-সম্পদ  সন্তান-সন্ত তি বাড়িয়ে দিবেনতোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। [ সুরা নূহ ৭১:১২ ]
সুরা নুহের এ ৩ টি আয়াতের দ্বারা
এসতেগফারের ৬টি উপকারিতা আল্লাহতায়ালা বয়ান করে দিয়েছেন। এ এসতেগফারের একটি আমলও
যদি আমরা ধারাবাহিক ভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যার এর দ্বারাই সমাধান
হয়ে যাবে
, কেহ বলে ব্যবসায় লোকসান এটা বাগানের মত সুতরাং
এসতেগফার দ্বারা যেমন বাগানে ফসল বেশী হয় তেমনি ব্যবসায়ীরা এসতেগফার দ্বারা তাদের
ব্যবসায় বরকত আনতে পারেন। কেহ বলে সন্তান হয় না তারা এসতেগফার এর আমল করতে পারেন।
কেহ বলে খড়া সৃষ্টি হয়েছে তারাও এসতেগফার করতে পারেন
, কেহ বলে কজ শেষ হয় না তারাও এ মহান আমলটি করতে পারেন ইনশা
আল্লাহ আল্লাহ তায়ালা সমাধান করে দিবেন। এটা আল্লাহর কালাম এতে কোন ধরনের সন্দেহ
নাই।





কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.