মা বাবা সন্তানকে যে কথা বললে ২৪ ঘন্টায় মারা যেতে পারে, মা বাবার অভিশাপ। Islamic Dua for Children
মা বাবা সন্তানকে যে কথা বললে
২৪ ঘন্টায় মারা যেতে পারে
পবিত্র কাবা শরিফের সম্মানিত ইমাম শাইখ আদিল ইবনে সালেম আল-কালবানি জানিয়েছেন, ‘তিনি তাঁর মায়ের দোয়ার বরকতেই আজ পবিত্র কাবা শরিফের ইমাম হয়েছেন।’
তিনি জানান, তিনি ছোট বেলায় দুষ্ট প্রকৃতির ছিলেন। আর তাঁর মা ছিলেন অত্যন্ত দ্বীনদার মহিয়সী নারী।শাইখ আল-কালবানি যত দুষ্টুমিই করতেন; মাকে যতই জ্বালাতন করতেন; তিনি কখনোই তাঁকে বদ-দোয়া দিতেন না; বরং তাঁর জন্য বেশি বেশি দোয়া করতেন। আর দোয়া করাটা শাইখ আল-কালবানির মায়ের অভ্যাসে পরিণত হয়েছিল।
তাঁর মা এক বার তাঁর ওপর রাগান্বিত হয়ে আল্লাহর দরবারে আবেদন জানালেন-
‘আল্লাহ তোমাকে হেদায়েত তথা সঠিক পথ দেখান; তোমাকে পবিত্র কাবা শরিফের ইমাম বানান।’
ad here
শাইখ কালবানি মায়ের দোয়ায় পবিত্র কাবা শরিফের ইমাম হয়েছেন। লন্ডনের এক স্মৃতি চারণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান এবং প্রিয় সন্তানের পিতা-মাতদেরকে উদ্দেশ্য করে কাবা শরিফের সম্মানিত ইমাম বলেন-
‘আপনার সন্তান যখন খারাপ আচরণ করবে; তখন তাকে গাল-মন্দ বা অভিশাপ করবেন না। এতে মারাত্মক বিপর্যয় ঘটে যেতে পারে।’
তিনি তাঁর জানা মতে পিতা-মাতার অভিশাপে বিপর্যয়ের এক ঘটনা উল্লেখ করে বলেন যে-
‘আমি এমন একজন সম্পর্কে জানি; যিনি তার ছেলের ওপর রাগ করে বলেছিলেন, ‘যাও, মর’। ওই ব্যক্তি তার এ কথার জন্য অত্যন্ত ব্যথিত হয়েছিলেন; যখন সেদিনই তার সন্তান মারা যায়।’
তাইতো তিনি দুনিয়ার সব পিতা-মাতার উদ্দেশ্যে নসিহত পেশ করে বলেছেন- ‘হে প্রিয় সন্তানের মা-বাবাগণ! আপনারা আপনাদের জবানকে হেফাজত করুন। আপনার প্রিয় ছেলে-মেয়ের জন্য উত্তম দোয়া করাকে নিজেদের অভ্যাসে পরিণত করুন। এমনকি আপনি যখন সন্তানের আচরণে অত্যন্ত ব্যথিত হন এবং রেগে যান, তখনও সন্তানের জন্য ভালো দোয়া করুন।’
এক বুযুগ পিতা তার সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। তাদের থেকে কোনো গর্হিত কাজ তিনি একদম সহ্য করতেন না। কোনো অপরাধ করলে প্রহার করার পাশাপাশি তাচ্ছিল্য করে শয়তান, ইবলিস, অভিশপ্ত ইত্যাদি বলে গালিগালাজ করতেন। পরবর্তীতে দেখা গেল সে বুযুর্গের সন্তানরা ভালো মানুষ হতে পারেনি। তার সন্তানদের এই শোচনীয় ও বর্ণনাতীত অবস্থার সম্মুখীন হতে হলো।
কারণ, যেমনিভাবে সন্তানদের ক্ষেত্রে তার মা-বাবার ভালো দোয়া তাড়াতাড়ি কবুল হয়, ঠিক তেমনি বদ দোয়াও তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এ কারণে ভুলেও কখনো সন্তানদেরকে শাসন করার সময় রাগের মাথায় কোনো ধরনের বাজে কথা মুখে আনা উচিত নয়। আল্লাহ না করুন, যদি তা দোয়া কবুলের সময় হয়, তাহলে ওই বাজে মন্তব্যের প্রভাব তার ওপর পড়তে থাকবে। সন্তানের তরবিয়তের জন্য আল্লাহ তায়ালার শেখানো কোরআনি আয়াত দ্বারা দোয়া করাই হল উত্তম। আয়াতের অর্থ হলো, (রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতু আইউনিন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা) ‘হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী ও সন্তান দান করুন, যে হবে আমার চোখের শীতলতা এবং আমাদেরকে আপনি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন’।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলা কখনো তিনটি দোয়াকে প্রত্যাখ্যান করেন না।
# সন্তানের জন্য পিতা-মাতার দোয়া;
# রোজা রাখা অবস্থায় রোজাদারের দোয়া এবং
# (সফর অবস্থায়) মুসাফিরের দোয়া। (তিরমিজি)
মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম যখন প্রাণপ্রিয় সন্তান ও স্ত্রীকে জনমানবহীন মরুভূমি মক্কার সাফা-মারওয়া পাহাড়ের উপত্যকায় রেখে যান। তখন তাদের জন্য কল্যাণের দোয়া করেছিলেন। দোয়াটি মহান আল্লাহ কবুল করেন এবং পছন্দ করেন।
কুরআনুল কারিমে সে দোয়াটি পুনরায় উল্লেখ করে দুনিয়ার মানুষকে তাদের সন্তানদের জন্য এভাবে দোয়া করতে উদ্বুদ্ধ করেন। যাতে মানুষ সন্তানদের জন্য এভাবে দোয়া করেন। দোয়াটি তুলে ধরা হলো-
رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামায কায়েম রাখে। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুযী দান করুন, সম্ভবতঃ তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে [ সুরা ইবরাহীম ১৪:৩৭ ]
পিতামাতা যদি সন্তানের জন্য এভাবে দোয়া করেন, আর আল্লাহ তাআলা পিতামাতার সে দোয়া কবুল করেন, সন্তান যদি নেককার হয়, তবে বংশ পরম্বরায় এসব পিতামাতাকে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া দান করবেন। যা তাদের পরকালের জীবনের মহা পাথেয়।
কোন মন্তব্য নেই