নিজ হাতে আল্লাহ কার রূহ কবজ করেন। jaal haq Islamic Video Bangla
কাদের রুহ আল্লাহ নিজে কবজ করেন?
সুনানে ইবনে মাজায় হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— আমি রসুলকে (সা.) বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহতায়ালা
রুহসমূহ কবজ করার দায়িত্ব আজরাইলকে (আ.) দান করেছেন, কিন্তু পানিতে নিমজ্জিত শহিদের রুহ আল্লাহ নিজে কবজ করেন। হজরত আনাস ইবনে মালেক ও আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) প্রমুখ থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
রুহসমূহ কবজ করার দায়িত্ব আজরাইলকে (আ.) দান করেছেন, কিন্তু পানিতে নিমজ্জিত শহিদের রুহ আল্লাহ নিজে কবজ করেন। হজরত আনাস ইবনে মালেক ও আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) প্রমুখ থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
কোন মন্তব্য নেই