খবরদার! যে যুগ এসেছে অবশ্যই মেয়েকে ২৫টি কথা শিখিয়ে দিবেন। 25 lessons for...







আমার মেয়েকে ২৫টি শিক্ষা দিচ্ছি আপনি কি দিচ্ছেন?

প্রিয় দশক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম। আপনার যদি কন্যা সন্তান থাকে
যে ছোট হউক বড় হউক তাঁকে এই ২৫টি বিষয় শিক্ষা দিতে হবে। আমিও চেষ্টা করছি আমার
মেয়েকে শিখাতে। আসুন সে ২৫টি ভালো শিক্ষা কি যা আপনার আমার মেয়ের জীবনটাকে সুন্দর
করতে সাহায্য করবে। তবে এই শিক্ষা শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য তা নয় বরং
ছেলেদেরকেও শিখাবেন।

Best seller Islamic Book

Secrets of Divine Love: A Spiritual

Journey into the Heart of Islam


Best seller Islamic Book

Allah Loves Hardcover – Illustrated, June 2, 2020

by Omar Suleiman (Author)


Islamic books for kids

The Proudest Blue: A Story of Hijab and Family


১ নং শিক্ষা হল- মেকাপ করার দ্বারা তোমাকে সুন্দর লাগবে এটার গ্যারান্টি

নাই। কিন্তু নেক আমল, সৎ চরিত্র ও সুন্দর মন মানসিকতা এটার গ্যারান্টি দেয় যে
তোমাকে সুন্দর লাগবে, সকলে তোমাকে পছন্দ করবে।

২য় শিক্ষা হল- সস্তা জিনিষ ব্যবহার করতে লজ্জাবোধ করবেনা। কারন খোদা না
করুন তোমার জীবনে যদি খারাপ সময় চলে আসে তখন যদি মজবুরান সস্তা জিনিষ ব্যবহার করতে
হয় তখন তা ব্যবহারে হিনমন্যতার স্বীকার হবেনা।


৩নং শিক্ষা হল- কখনো প্রতিশোধ গ্রহণ করবেনা। চাই সে ইচ্ছাকৃত কষ্ট দিয়েছে
কিংবা ভুলক্রমে কষ্ট দিয়েছে। আল্লাহ মানুষকে সম্মানিত বানিয়েছেন, মানুষ হিসেবে
তোমার যে সম্মান যাতে  নষ্ট না হয় সেজন্য
অন্যের ভুলের কারনে নিজেও সে ভুল করা থেকে বিরত থাকতে হবে।

৪ নং শিক্ষা হল- তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে কখনো ভীত হবেনা।
আল্লাহর ভয় মনে রেখে তোমার নেক ইচ্ছাকে বাস্তবায়ন করতে মনে সাহস রেখে আন্তরিকতা ও
একাগ্রতার সাথে চেষ্টা করে গেলে ইনশা আল্লাহ সফল হতে পারবে।
মনে রাখবে যদি তুমি সহিহ রাস্তায় থাক তাহলে কে কি বলছে সেদিকে তাকানোর
দরকার নাই।

৫ম শিক্ষা হল- আভ্যন্তরিক পাক পবিত্রতার পাশা পাশি বাহ্যিক পাক পবিত্রতা
পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্বও খুবই জরুরী। সে জন্য সব সময় পরিস্কার পরিচ্ছন্ন ও
গোছানো থাকতে অলসতা করা যাবে না।মনে রাখবে আমাদের ধর্ম পরিস্কার পরিচ্ছন্ন থাকার
শিক্ষা দেয়।

৬নং শিক্ষা হল- কোন আপনজন আত্মিয়স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না।

৭ম শিক্ষা হল- নিজের জিদ পুরনের জন্য কাউকে মজবুর করা ধমক দেয়া ভয় দেখানো
খুবই খারাপ কাজ। যারা অন্যকে ভয় দেখিয়ে কার্য সিদ্ধি করে তারা ভালো মানুষ নয়।

৮ম শিক্ষা হল- প্রতিদিন তোমার টার্গেটের কাঁছে পৌঁছতে হবে। কোন দিনই জিরো
দিন যেন না হয়। প্রতিটি দিনই তোমাকে তোমার মনজিলে মকসদের কাঁছে একটু হলেও কদম
বাড়াতে হবে। উদাহারন স্বরুপ তুমি বড় হয়ে একজন সফল টিচার হতে চাও তাহলে তোমাকে সে
ইচ্ছা পুরণে একদিনও জ্ঞান অর্জন থেকে বিরত থাকা যাবে না।
 
৯ম শিক্ষা হল- তোমার জীবনে যত বড় ক্ষতিই হউক, যত ছোট ক্ষতিই হউক মা বাবাকে
বলতে বিন্দুমাত্র দ্বিধা করবেনা। ছোট ছোট ভুল যদি সন্তানরা মা বাবাকে বলতে থাকে
তখন মা বাবা সন্তানকে বড় ভুলের দিকে যাওয়া থেকে বাঁচাতে পারবে।

১০ শিক্ষা হল- নতুন নতুন রেসিপি তৈরী করার চেষ্টা কর। শিখার সময় রেসিপি
পারফেক্ট হবেনা হবেনা এমন ভয় করা যাবেনা। বিনা ভয়ে নতুন নতুন রেসিপি বানাতে হবে।
ভুল করেই মানুষ শিখে পরপর ৯ম বার রেসিপি খারাপ হলেও ১০ম বার গিয়ে তা পারফেক্ট হতে
পারে।

১১তম শিক্ষা হল- কোন কিছু নিয়ে সদা ব্যস্ত থাকবে যেমন কোন ক্রাফট তৈরী হতে
পারে, কোন খেলাধুলা হতে পারে, এসব জিনিষ তোমাকে নেগেটিভ বিষয় থেকে দুরে রাখবে।

১২তম শিক্ষা হল- কুড়ানো বস্তু ব্যবহার না করে বরং তার প্রকৃত মালিকের
কাঁছে পৌঁছে দিতে হবে। শত চেষ্টা করেও যদি আসল মালিককে পাওয়া না যায় তাহলে তা
প্রকৃত মালিকের পক্ষ থেকে কোন গরীবকে দান করে দিবে।

১৩তম শিক্ষা হল- স্বাস্থ্যও ঠিক রাখ, আবার পছন্দের খাবারও মাসে এক দুবার
খাও। আবার পছন্দের খাবার এত বেশী না খাও যাতে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। যেমন
ফাস্টফুড।

১৪ তম শিক্ষা হল- নিজের কমিউনিটিতে কোন ধরনের ভালো কার্যক্রম বা প্রোগ্রাম
হলে তাতে অংশ গ্রহণ করবে। বিভিন্ন প্রতিযোগীতা হলে, কোন বৃক্ষ রোপন কমসুচী হলে
তাতে অবশ্যই অংশ গ্রহণ করবে।

১৫তম শিক্ষা হল- যে কোন কাজ মানুষের বাহবা কুড়ানোর নিয়তে করবে না। তবে যে
কোন কাজ তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই 
করবে। তাহলে তা অবশ্যই মানুষ মনে রাখবে। অটোমেটিক বাহবা এসে যাবে।

১৬তম শিক্ষা হল- মাঝেমধ্যে মোবাইল টিভি দেখা ছাড়া সময় অতিবাহিত কর - দেখবে
এতে তোমার জীবনে কেয়ামত এসে যাবেনা। এসব ছাড়াও জিন্দেগী সুন্দর সম্ভবত বেশী
সুন্দর।

১৭তম শিক্ষা হল- তুমি নিজেকে অপরের চাইতে বেশী নেককার মনে করবে না, এটা
তোমার জন্য ক্ষতি বয়ে আনবে। নেককার অবশ্যই হবে তবে অন্যকে নিজের চেয়ে নিকৃষ্ট
নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বা বড় মনে করবে না।

১৮তম শিক্ষা হল- কোন কাজকে ভয় পাবেনা, আবার এটাও মনে রাখবে তুমি সকল কাজের
জন্য উপযুক্তও নও। ট্রাই কর যদি বুঝতে পার যে তুমি এ কাজের উপযুক্ত নও তাহলে ছেড়ে
দাও।

১৯ তম শিক্ষা হল- পিতা মাতা বা ভায়ের সাথে নতুন নতুন জায়গায় সফর কর, পিতা
মাতা বা অভিবাবক থেকে লুকিয়ে লুকিয়ে কখনো কোথাও যাবে না। পিতা মাতা অভিভাবক
নিজেদের কন্যাকে এজন্য কোথাও একাকি যেতে দেয়না কারন মা বাবা চায়না যে তাদের মেয়ের
কোন ক্ষতি হউক।

২০ তম শিক্ষা হল- আজকাল সোস্যাল মিডিয়াতে যেন তেন ছবি ভিডিও আপলোড করে, এর
ফলে অনেক মেয়ে নানা ধরনের বিপদ ও ক্ষতির সম্মুখিন হয়, তাই সোস্যাল মিডিয়া ব্যবহার
কর ভালো কিছু শিখার জন্য, সেলফি দিয়ে নিজের দুনিয়া ও আখেরাত বরবাদ করিও না।

২১ তম শিক্ষা- প্রেম মহব্বতের চক্কর যেন তোমাকে অন্ধ করে না দেয়। মনে
রাখবে বিয়ের আগে তোমার মা বাবা ভাই বোনের মহব্বত ছাড়া অন্য কোন মহব্বত তোমার
জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে।প্রেমের ফাঁদে পড়েই অধিকাংশ মেয়ে ধ্বংসের মুখুমুখি
পৌঁছে যায়।

২২ তম শিক্ষা - শুধু সহমতের লোকের সাথে সময় কাটানো উচিত নয়। যদি ভিন্ন
মতের লোকের সাথে সময় কাটানো হয়, ভিন্ন মতের লোককে ম্যানেজ করা শিখতে পার, তাতে
শাশুড় বাড়ীতে গিয়ে সেখানে ভিন্ন মতের কেহ থাকলে তাকে হ্যান্ডেল করা সহজ হয়।

২৩ তম শিক্ষা- ভিডিও গেইম কখনো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত নয়, এটাকে
ইগনুর করে চলবে।

২৪ তম শিক্ষা- জিন্দেগী একবারই পাওয়া যায়, যদি ঠিক ভাবে জীবন যাপন করা যায়
এক জীবনই যথেষ্ট।

২৫তম এবং শেষ শিক্ষা - তোমাকে তোমার আমলের জবাব নিজেকেই দিতে হবে, অন্য
কেহ দিবে না। এবং তোমাকে অন্য কারো আমলেরও জবাবও দিতে হবে না। আল্লাহ তায়ালা বলেন
কেয়ামতের দিন প্রত্যেককে একক একক পেশ করা হবে। যদি তোমার জীবনে কোন দুঃখ, কোন
অসফলতা আসে এর জিম্মাদার তুমি নিজে।

সুতরাং আল্লাহ তোমাকে যে দেমাগ দিয়েছেন তাকে ব্যবহার করে এক সুন্দর ভরপুর
সুখী জীবন গঠন কর। নিজেও সুখী থাক অপরকেও খুশী রাখ আল্লাহকেও খুশী রাখ। তাহলে
তোমার দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব।


================================
#মেয়েকে কি শিখাবেন, #মেয়েকে ২৫টি কথা শিখিয়ে দিবেন, #25 lessons for girls, #খবরদার, #কন্যা সন্তান লালন পালন, #মেয়েকে কিভাবে লালন পালন করবেন, #মেয়েকে কি কি শিখাবেন, #কন্যা সন্তানকে উপদেশ, #মেয়েদের জন্য উপদেশ, #ইসলামিক উপদেশ, #আদর্শ মেয়ে, #আদর্শ কন্যা, #আদর্শ নারী, #Adorsho nari, #Adorsho konna, #konna sontan, #jaalhaq, #Ja al haq, #JA AL HAQ

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.