৪টি সময় বাচ্চাকে কথা শুনানোর উপযুক্ত সময়। 4 times Child is in listing mode



৪টি সময় বাচ্চাকে কথা শুনানোর উপযুক্ত সময়। 4 times Child is in listing mode





আজকে আমি ৪টি
এমন সময় সম্পর্কে বলব যে সময়গুলিতে আপনি আপনার সন্তানদের যা বলবেন তারা তা ভালো ভাবে
গ্রহণ করবে, তারা সে মোতাবেক কাজ করার আপ্রাণ চেষ্টা করবে, তারা আপনার সেকথাকে ডিনাই
করবেনা।
Best
seller Islamic Book in amazon

Secrets of Divine Love: A Spiritual Journey
into the Heart of Islam

Best seller Islamic Book

Allah Loves Hardcover – Illustrated, June 2, 2020
by Omar Suleiman (Author)

Islamic books for kids
The
Proudest Blue: A Story of Hijab and Family

মনে রাখবেন সন্তানকে
মানুষের মত মানুষ বানানোর জন্য পিতা মাতার জন্য প্রথম রুলস হল তাদের জন্য দোয়া করা
এবং ২য় রুলস হল তাদেরকে মহব্বত স্নেহ ভালবাসার সাথে কথা বুঝানো।

মা বাবা ২ শব্দে
বলে দেয় বাচ্চা ফলে পুরা কথা বুঝতে পারেনা, তারপর আমরা মনে করি বাচ্চা তা করে দেখাবে।
কিন্তু যখন বাচ্চা তা করেনা তখন তাদেরকে বকাঝকা মারধর করতে থাকি।

৩য় রুলস হল বাচ্চা
যখন লিসেনিং মুডে থাকে তখন তাকে কোন উপদেশ দেয়া। কোন কিছু বুঝানো। আমরা সাধারণ অসময়ে
কথা বলি উপদেশ দিই। আর অসময়ে কথা বললে উপদেশ দিলে তা বাচ্চারা গ্রহণ করেনা, বাচ্চাদের
মধ্যে এর প্রভাব প্রতিফলিত হয়না।

বাচ্চার সাথে
সে সময় কথা বলা উচিত যখন তারা সে কথা গ্রহণ করার মত মুডে থাকে। সে মুডের সময় বাচ্চাকে
আপনি যা বলবেন সে তাই কবুল করে নিবে।

প্রথম সময় হল
যখন আপনি বাচ্চাকে নিয়ে গাড়িতে বসেন সে সময় বাচ্চা লার্নিং মুডে থাকে, কোথাও বেড়াতে
যাচ্ছেন, গাড়ি বসেছেন তখন তাকে যা বলবেন সে তা ভালোভাবে গ্রহণ করবে।

এ কতা হাদীস দ্বারা
প্রমাণিত- এক সাহাবী বলেন আমি একবার নবী (দ) এর পিছে উটে সওয়াল ছিলাম, তখন নবী (দ)
ফরমালেন (এয়া ওয়ালাদ
এহফাজিল্লাহা এয়াহফাজকা, এহফাজিল্লাহা তাজিদকু তাজাহাকা) হে বাচ্চা তুমি আল্লাহকে সবসময়
অন্তরে রাখ তাহলে তুমি আল্লাহকে সব সময় সামনে পাবে।

নবী (দ) এমন সময়
এই উপদেশ দিয়েছেন যখন সে বাচ্চাটি সওয়ারীতে সওয়ার ছিল। সে জন্য আমাদেরও উচিত বাচ্চাদের
নিয়ে কোথাও বেরাতে যাওয়ার সময় গাড়িতে বলার জন্য কিছু উপদেশ বানী তৈরী করে রাখা।

আমরা নসিহত তখন
করি যখন বাচ্চা ফাইড এন্ড ফ্লাইড মুডে হয়। অনেক সময় বাচ্চা তর্ক করার মুডে থাকে, অথবা
এমন মুডে থাকে যে আমাকে ডিস্টাব করিওনা,  ডন্ট
ডিস্টার্ব মুডে থাকে। আর সেটাকে বলে ফাইড এন্ড ফ্লাইড মুড। এখন বাচ্চা যখন সে মুডে
তখন মা বাবা সে বাচ্চাকে উপদেশ দিতে থাকে।ফলে সে বা্চ্‌চার মাথার উপর দিয়ে সে নসিহত
উড়ে চলে যায়।

২য় সময় হল যখন
বাচ্চা রাতে শুতে যায় তখনও বাচ্চা লার্নিং মুডে এসে যায়, তাই দেখবেন বাচ্চা মা কে বলে
মা গল্প শুনাও, আর সে সময় যদি মা উপদেশমুলক গল্পগুলি বাচ্চাকে শুনায় তাতে কাজ হবে।
কিন্তু আমাদের মায়েরা তখন বাচ্চাকে এমন গল্প শুনায় যাতে উপদেশ কিছু থাকে না। সে সময়
যদি মায়েরা বাচ্চাদের নবী অলিদের জীবনের গল্প শুনায় তাহলে বাচ্চার অন্তরে সে ঘটনা সে
চরিত্র নকশা হয়ে যাবে।

৩য় সময় হল দস্তারখানায়
খাবারের সময়- অনেক বাচ্চা সেসময় অনেক প্রশ্ন করে- আর মা বাবা তাকে ধমক দিয়ে ‍চুপ করিয়ে
দেয়।

৪থ সময় বাচ্চা
যখন অসুস্থ থাকে তখন, সে সময় যেহেতু মা বাবা বাচ্চাকে বেশী কেয়ার করে মহব্বত দেখায়,
আর সে যেহেতু অসুস্থ থাকে তাই তার সাথে সহমর্মিতাকারীর কথাকে খুবই মনযোগ দিয়ে শুনে।
সে সময় যদি তাকে কোন নসিহত করে দেয়া যায় তাহলে বাচ্চা সেটাকে কবুল করে নেয়।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.