সফলতার শত্রু। জীবনে সফলতা লাভের উপায়। How to Achieve Succes in Life

 নেগেটিভ চিন্তার লোকদের এড়িয়ে চলতে হবেঃ



সফলতার শত্রু। জীবনে সফলতা লাভের উপায়। How to Achieve Succes in Life | Bangla Motivation Speech

ঘটনা- একটি বাগানে ৬ বছরের একটি বাচ্চা আর ১০ বছরের একটি বাচচা খেলছিল দুজনে খেলতে খেলতে কুয়ার পাশে যখন গেল ১০ বছরের বাচ্চাটি কুয়াতে পড়ে গেল, তখন ৬ বছরের বাচ্চাটি ১০ বছরের বাচ্চাটাকে কুয়া থেকে রসি ও বালতি দিয়ে টেনে তুলে আনল। একথা ঘরের কেহ বিশ্বাস করছিলনা, যে ৬ বছরের বাচ্চাটি ১০ বছরের বাচ্চাকে কুয়া থেকে তুলেছে, তখন একজন বয়স্ক জ্ঞানী বলল এটা সম্ভব, যদি তখন তাকে কেউ নিরুৎসাহিত না করে। ৬ বছরের ছেলেটিকে সে জ্ঞানী লোকটি প্রশ্ন করল তুমি যখন রশি ও বালতি কুয়াতে ফেলেছ তখন কি আশে পাশে আর কেহ ছিল? সে বলল না, তখন জ্ঞানী লোকটি বলল যেহেতু আশে পাশে কেহ ছিলনা সেহেতু তুমি এই কাজটি করতে পেরেছ, কিন্তু যদি অন্য কেহ থাকত তাহলে তারা তোমাকে নিরুৎসাহিত করত বলল অসম্ভব তুমি একাজ পারবেনা তখন তোমার মনোবল ভেঙ্গে যেত এবং তুমি ব্যথ হতে।

Best
seller Islamic Book in amazon



Secrets of Divine Love: A Spiritual Journey
into the Heart of Islam

Best seller Islamic Book

Allah Loves Hardcover – Illustrated, June 2, 2020
by Omar Suleiman (Author)

Islamic books for kids
The
Proudest Blue: A Story of Hijab and Family

ঘটনা- এক শহরে কিছু শত্রু বাহিনি ঢুকে পড়ল, শহরের শত শত লোক এক বিশাল দেয়ালের পাশে এসে দাঁড়িয়ে গেল দেয়াল পার হতে তবে কেহ যদি এই উঁচু দেওয়ালটি পার হয়ে অপর পার থেকে গাছের সাথে কোন রশি বেঁধে দিতে পারে অনায়াসে সকলে এক এক করে সে উঁচু দেওয়াল দঁড়ি বেয়ে পার হতে পারবে, কিন্তু ৯ জন সে উঁচু দেওয়াল পার হতে ব্যথ হল, ১০ জন পার হয়ে গেল, এবং সে অপর পারে গিয়ে গাছের সাথে রশি বেঁধে দিল আর সে রশি বেয়ে সকলে পার হয়ে শত্রুর হাত থেকে বেঁচে গেল আর সে লোককে সকলেই কৃতজ্ঞতা জানাতে লাগল কিন্তু সে কৃতজ্ঞতার কোন জবাব দিচ্ছিল না কেন? সে বলল আমি কানে শুনি না। এবার সকলে বুঝতে পারল এই আগে যে ৯ জন ব্যথ হয়েছিল তারা কানে শুনত আর যখন তারা উঁচু দেওয়ালে উঠতে চাইছিল তখন সকলেই পিছন থেকে বলছিল পারবে না, তোমার দ্বারা সম্ভব না, কিন্তু একমাত্র এই বধির লোকটি সফল হল কারন তার কানে এসব নেগেটিভ লোকদের নেগেটিভ মন্তব্য পৌঁছেনি।

অতএব আমাদেরও যে কোন কাজে সফল হতে হলে নেগেটিভ চিন্তার লোকদের এড়িয়ে চলতে হবে।

 

মহানবীর মদীনার ভাষন- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ) মক্কায় সফল ভাবে ইসলাম প্রচার করতে পারেননি, অবশেষে মদীনায় হিজরত করলেন, কিন্তু মদীনায় গিয়ে আল্লাহর হাবিব মক্কার সে ব্যথতার কথা একবারও উচ্চারণ করেননি বরং ভবিষ্যৎ টাগেট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে পরিকল্পনা মোতাবেক কাজ করেছেন, সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন। এটাই হল একজন যোগ্য লিডারের কাজ। অনুপ্রেরনা যোগানো।


=================

How to Achieve Succes in Life, Bangla Motivation, What is the secret of success?, How can I be happy and successful?, How to succes in life, Key to success in life, কিভাবে সফলতা অর্জন করতে হয় , সফল মানুষ হওয়ার উপায়, Bengali motivational video, সফলতার শত্রু, সফলতের পথে আসল বাঁধা, জীবনের সফলতা লাভের উপায়, Bangla Motivation Speech,

========================

a.p.j. abdul kalamabdul kalamapj abdul kalamdr apj abdul kalaminspirational quotesinspiring quotesmotivational quotespositivity quotesquotesquotes about lovequotes on loveঅধ্যবসায়অনুপ্রেরণা মূলক উক্তি বাণীঅনুপ্রেরণা মূলক বক্তব্যঅনুপ্রেরণার কথা পি জে আবদুল কালামএপিজে আবুল কালাম আজাদের বাণীএপিজে আবুল কালাম বাণীএপিজে আব্দুল কালামএপিজে আব্দুল কালাম উক্তিএপিজে আব্দুল কালাম বাণীএপিজে কালামকঠোর পরিশ্রমছাত্রদের জন্য মোটিভেশনাল কথাদুর্নীতিমুক্তপৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকপ্রেরণামূলক উক্তিবাংলা মোটিভেশনাল উক্তিমোটিভেশনাল কিছু কথামোটিভেশনাল পোস্টমোটিভেশনাল বক্তব্যশিক্ষামূলক উক্তিসাধনাস্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.