সফলতার শত্রু। জীবনে সফলতা লাভের উপায়। How to Achieve Succes in Life
নেগেটিভ চিন্তার লোকদের এড়িয়ে চলতে হবেঃ
সফলতার শত্রু। জীবনে সফলতা লাভের উপায়। How to Achieve Succes in Life | Bangla Motivation Speech
ঘটনা- একটি বাগানে ৬ বছরের একটি
বাচ্চা আর ১০ বছরের একটি বাচচা খেলছিল দুজনে খেলতে খেলতে কুয়ার পাশে যখন গেল ১০
বছরের বাচ্চাটি কুয়াতে পড়ে গেল, তখন ৬ বছরের বাচ্চাটি ১০ বছরের বাচ্চাটাকে কুয়া
থেকে রসি ও বালতি দিয়ে টেনে তুলে আনল। একথা ঘরের কেহ বিশ্বাস করছিলনা, যে ৬ বছরের
বাচ্চাটি ১০ বছরের বাচ্চাকে কুয়া থেকে তুলেছে, তখন একজন বয়স্ক জ্ঞানী বলল এটা
সম্ভব, যদি তখন তাকে কেউ নিরুৎসাহিত না করে। ৬ বছরের ছেলেটিকে সে জ্ঞানী লোকটি
প্রশ্ন করল তুমি যখন রশি ও বালতি কুয়াতে ফেলেছ তখন কি আশে পাশে আর কেহ ছিল? সে বলল
না, তখন জ্ঞানী লোকটি বলল যেহেতু আশে পাশে কেহ ছিলনা সেহেতু তুমি এই কাজটি করতে
পেরেছ, কিন্তু যদি অন্য কেহ থাকত তাহলে তারা তোমাকে নিরুৎসাহিত করত বলল অসম্ভব
তুমি একাজ পারবেনা তখন তোমার মনোবল ভেঙ্গে যেত এবং তুমি ব্যথ হতে।
seller Islamic Book in amazon
Best seller Islamic Book
ঘটনা- এক শহরে কিছু শত্রু বাহিনি ঢুকে
পড়ল, শহরের শত শত লোক এক বিশাল দেয়ালের পাশে এসে দাঁড়িয়ে গেল দেয়াল পার হতে তবে
কেহ যদি এই উঁচু দেওয়ালটি পার হয়ে অপর পার থেকে গাছের সাথে কোন রশি বেঁধে দিতে
পারে অনায়াসে সকলে এক এক করে সে উঁচু দেওয়াল দঁড়ি বেয়ে পার হতে পারবে, কিন্তু ৯ জন
সে উঁচু দেওয়াল পার হতে ব্যথ হল, ১০ জন পার হয়ে গেল, এবং সে অপর পারে গিয়ে গাছের
সাথে রশি বেঁধে দিল আর সে রশি বেয়ে সকলে পার হয়ে শত্রুর হাত থেকে বেঁচে গেল আর সে
লোককে সকলেই কৃতজ্ঞতা জানাতে লাগল কিন্তু সে কৃতজ্ঞতার কোন জবাব দিচ্ছিল না কেন?
সে বলল আমি কানে শুনি না। এবার সকলে বুঝতে পারল এই আগে যে ৯ জন ব্যথ হয়েছিল তারা
কানে শুনত আর যখন তারা উঁচু দেওয়ালে উঠতে চাইছিল তখন সকলেই পিছন থেকে বলছিল পারবে
না, তোমার দ্বারা সম্ভব না, কিন্তু একমাত্র এই বধির লোকটি সফল হল কারন তার কানে
এসব নেগেটিভ লোকদের নেগেটিভ মন্তব্য পৌঁছেনি।
অতএব আমাদেরও যে কোন কাজে সফল হতে হলে
নেগেটিভ চিন্তার লোকদের এড়িয়ে চলতে হবে।
মহানবীর মদীনার ভাষন- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ) মক্কায় সফল ভাবে ইসলাম প্রচার করতে পারেননি, অবশেষে মদীনায় হিজরত করলেন, কিন্তু মদীনায় গিয়ে আল্লাহর হাবিব মক্কার সে ব্যথতার কথা একবারও উচ্চারণ করেননি বরং ভবিষ্যৎ টাগেট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে পরিকল্পনা মোতাবেক কাজ করেছেন, সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন। এটাই হল একজন যোগ্য লিডারের কাজ। অনুপ্রেরনা যোগানো।
a.p.j. abdul kalam, abdul kalam, apj abdul kalam, dr apj abdul kalam, inspirational quotes, inspiring quotes, motivational quotes, positivity quotes, quotes, quotes about love, quotes on love, অধ্যবসায়, অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী, অনুপ্রেরণা মূলক বক্তব্য, অনুপ্রেরণার কথা, এ পি জে আবদুল কালাম, এপিজে আবুল কালাম আজাদের বাণী, এপিজে আবুল কালাম বাণী, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম উক্তি, এপিজে আব্দুল কালাম বাণী, এপিজে কালাম, কঠোর পরিশ্রম, ছাত্রদের জন্য মোটিভেশনাল কথা, দুর্নীতিমুক্ত, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, প্রেরণামূলক উক্তি, বাংলা মোটিভেশনাল উক্তি, মোটিভেশনাল কিছু কথা, মোটিভেশনাল পোস্ট, মোটিভেশনাল বক্তব্য, শিক্ষামূলক উক্তি, সাধনা, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো
কোন মন্তব্য নেই