Avoid 9 Types of People If You Want to Achieve Something যদি কোথাও পৌঁচতে চাও ৯ প্রকার লোক থেকে বাঁচ

 Avoid 9 Types of People If You Want to Achieve Something  যদি কোথাও পৌঁচতে চাও ৯ প্রকার লোক থেকে বাঁচ



বিসমিল্লাহির রাহমানির রাহিম

এটি একটি গবেষণালব্দ আলোচনা- যা আপনাকে সফল হতে সাহায্য হবে, এ আলোচনা আপনার জীবনে সফলতার সকল বাঁধাকে দুর করে দিবে।

জীবনে চলার পথে কোন উঁচ্চতায় পৌঁচতে চাইলে,কোন সফলতার সোপানে চড়তে চাইলে, জীবনে উন্নতি করতে চাইলে ৯ প্রকারের লোক থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। যে ৯ প্রকার লোক থেকে বাঁচতে হবে আমি বলব না ১০০% বাঁচতে পারবেন। তবে বাঁচার চেষ্টা করতে হবে, এদের এভয়েট করতে হবে। যেমন আপনি গাড়ি কিনতে গেলেন সেখানে গিয়ে বললেন আমি এমন গাড়ি চাই যা কখনো এক্সিডেন্ট হবেনা। এমন গাড়ি দাও যাতে কখনো কোন দাগ লাগবে না। যত দামি গাড়িই আপনি কিনেননা কেন তাতে কোন না কোন সমস্যা হবে পাঞ্চার হবে, দাগ লাগবে, আবার ঠিকও হবে। এখন আপনি যদি বলেন আমি একদম এমন গাড়ি চাই যাতে কখনো কোন সমস্যাই হবে না। এটা কখনো হতে পারে না।

তবে আপনার গাড়িকে সেইভ রাখার জন্য আপনাকে কিছু সতর্কতা অলম্বন করতে হবে

১ম সতর্কতা- গাড়ি চালাতে জানতে হবে

২য় সতর্কতা- কেহ ভুল চালাচ্ছে আপনাকে তার থেকে বাঁচতে হবে। অনেকে আছে ভুল চালালে তার সামনে গিয়ে হরন দিয়ে ইশারা করে বলে তুমি গাড়ি ভুল চালাচ্ছ, তার সাথে রাস্তায় ঝগড়া করা বোকামি বোকামি। যে ভুল চালাচ্ছে তার থেকে দুরে থাকতে হবে এটাই হল বুদ্ধিমানের কাজ। তাদের এভয়েট করতে হবে।

এখন এভয়েট কাদের করবেন আমি আপনাদের ৯ প্রকার লোকের পরিচয় দিচ্ছি

প্রথম প্রকার হল- (Slackers-স্লেকারস) বা অলস লোক। কিন্তু আমরা বেশীরভাগ সময় অলস লোকের সাথে সময় কাটাই। একটি কথা মনে রাখবেন যে কোন একটি জায়গায় যেতে চায়না সে আপনাকে কখনো সেখানে যেতে দিবেনা। স্লেকারস বা অলস লোক নিজেও উচ্চতায় পৌঁছতে পারেনা আপনাকেও উচ্চতায় পৌঁচতে দেয়না। সুতরাং আমাদের অলস লোক থেকে বাঁচতে হবে। অলস লোককে এভয়েট করতে হবে।

দ্বিয়িত প্রকারের লোক হল- (The Leach দ্যা লিচ) রক্ত চোষা, মানুষ রক্তচোষা হয়না তবে এনার্জি চোষা হয়। যে আপনার দক্ষতা আপনার মনোবলকে ছিনিয়ে নেয়। এরা এমন লোক যারা নিজে কিছু করতে পারেনা তবে কেহ কিছু করলে তাকে দমিয়ে দেয়। এ ধরনের একটি উদ্বিধ/লতা আছে যারা নিজেরা খোরাক জোগাড় করতে পারেনা বরং অন্য একটি গাছের উপর জন্ম গ্রহণ করে এবং সে গাছের এনার্জিকে সে চোষে নেয়। মানুষের মধ্যেও এমন কিছু পরজীবী এনার্জি চোষা লোক আছে যাদেরকে এভয়েড করতে হবে।

তৃতীয় প্রকারের লোক হল- ((The Manuplater ম্যানোপ্ল্যাটার) এরা এমন লোক যারা নিজের ফায়দার জন্য আপনাকে ব্যবহার করবে। তারা আপনার সাথে বন্ধুর মত আচরন করবে কিন্তু তারা আসলে বন্ধু নয়। তারা বন্ধুত্বের ভান করে আপনার দুর্বলতাগুলিকে দেখে নেয়। এসব লোককে এভয়েড করতে হবে।

চতুর্থ হল - (The Envious এ্যানভিয়াস) এ প্রকারের লোকের মধ্যে হিংসা ও শত্রুতা থাকে। হিংসুক লোককেও এভয়েট করতে হবে।

পঞ্চম প্রকারের লোক হল- (The Victoms ভিক্টমস) এরা মজলুম টাইপের লোক হয়, এদের সাথে আগে কেহ জুলুম করেছে ফলে সে মানসিক ভাবে ডিস্টাব হয়ে আছে, এরা মানসিক ভাবে দুবল লোক, এরা জীন্দেগিতে এটাই খুঁজে ফিরে যে কাউকে দোষারোপ করবে। যেমন একটি টেক্সিতে আপনি চড়লেন যা দুর্বল, অর্ধেক গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেল, তখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে সে বলবে রাস্তা খারাপ তাই।  আসলে তার গাড়ি খারাপ, কিন্তু সে দোষারোপ করছে সড়কের। তাই যার নিজের গাড়ি খারাপ সে দুনিয়ার সবচেয়ে ভালো রাস্তাতেও সফর করতে পারবেনা।

ষষ্ট প্রকারের লোক হল- (Narcissist নারসিচেস্ট) যে লোক আত্মভোলা, আত্মপ্রেমে বিভোর, যারা সদা নিজের প্রসংশা নিজের তারিফ করতে থাকে, এ টাইপের লোককেও এভয়েড করতে হবে।

সপ্তম প্রকারের লোক হল- বদ রাগি লোক যার সাথে চললে আপনার বিপদ হতে পারে। তাই এদেরকেও এভয়েট করতে হবে।

অস্টম প্রকারের লোক হল- খারাপ চরিত্রের লোক ও গালিগালাজ করে এমন লোক।

নবম প্রকারের লোক হল- অপরাধি লোক। গুনাহগার লোক।

গুনাহগারের মধ্যেও ২ প্রকার লোক আছে প্রথম প্রকার গুনাহগার হল যারা লুকায়িত, যাদের গুনাহের ব্যপারে আমাদের জানা থাকে না। আর ২য় প্রকারের গুনাহগার হল যারা গুনাহের কারনে প্রসিদ্ধ। অপরাধের ব্যপারে সকলের কাছে প্রসিদ্ধ। এ ধরনের লোক থেকে বাঁচতে হবে।

এই ৯ প্রকারের লোক আপনার জিন্দেগীতে কোথাও না কোথাও আসবেই আসবে। এই ৯ প্রকারের লোকের সাথে লড়াই না করে এদের থেকে দুরে থাকতে হবে, এদের এভয়েট করতে হবে।

এরা সে লোক যারা আপনার চলার পথে বাঁধা সৃষ্টি করবে, আপনার উন্নতিকে বাঁধাগ্রস্থ  করবে। যদি আপনি এই ৯ প্রকারের লোকদের সাথে বেশী সময় অতিবাহিত করেন তাহলে কিছুদিন পরে আপনিও এই ৯ প্রকারের লোকদের মধ্যে গন্য হয়ে যাবেন।


Youtube link

https://www.youtube.com/c/jaalhaq

Blog

https://myjaalhaq.blogspot.com/

Facebook Link

https://www.facebook.com/Jaalhaqbd

Instagram Link

www.instagram.com/jaalhaq.bd/




a.p.j. abdul kalamabdul kalamapj abdul kalamdr apj abdul kalaminspirational quotesinspiring quotesmotivational quotespositivity quotesquotesquotes about lovequotes on loveঅধ্যবসায়অনুপ্রেরণা মূলক উক্তি বাণীঅনুপ্রেরণা মূলক বক্তব্যঅনুপ্রেরণার কথা পি জে আবদুল কালামএপিজে আবুল কালাম আজাদের বাণীএপিজে আবুল কালাম বাণীএপিজে আব্দুল কালামএপিজে আব্দুল কালাম উক্তিএপিজে আব্দুল কালাম বাণীএপিজে কালামকঠোর পরিশ্রমছাত্রদের জন্য মোটিভেশনাল কথাদুর্নীতিমুক্তপৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকপ্রেরণামূলক উক্তিবাংলা মোটিভেশনাল উক্তিমোটিভেশনাল কিছু কথামোটিভেশনাল পোস্টমোটিভেশনাল বক্তব্যশিক্ষামূলক উক্তিসাধনাস্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.