জান্নাত পাওয়ার আমল [পর্ব ২]। সহজ আমল নেকি বেশী। তাহাজ্জুদের ফজিলত Jummah Khutba | Jaalhaq
সফর-২য় খুতবা
আল্লাহর আদরের বান্দা হওয়ার ১২টি গুণ
জান্নাতে যাওয়ার সহজ আমল নেকি বেশী ধারাবাহিক ২য়
পর্ব
গত পর্বে জান্নাতে যাওয়ার সহজ আমলসমুহ থেকে কিছু
আমল ও ফজিলত বয়ান করেছিলাম যেমন
*মিসওয়াকের
ফজিলত
*সদা অজু
সহকারে থাকার ফজিলত
*অজুর
নামাজের ফজিলত
* আজান ও
আজানের জবাব দেয়ার ফজিলত
*আজানের
দোয়ার ফজিলত
*বেশী বেশী
সিজদার ফজিলত
*জামাতে
নামাজের ফজিলত
*প্রথম
কাতারের ফজিলত
*মসজিদ
বানানোর ফজিলত
প্রথমত
আল্লাহ তায়ালা ১২টি গুণ বিশিষ্ট
লোককে নিজেই নিজের বান্দা বলে সার্টিফিকেট দিয়েছেন অথচ জিন ইনসান সকলেই আল্লাহর সৃষ্টি
(ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস)
১২টি গুনের বয়ান সুরা ফুরকানে
আছে এ ১২টি গুন যে কোন নারী পুরুষের মধ্যে যদি থাকে তাহলে তার উপর মোহর লেগে গেল যে
সে আল্লাহর বান্দা।
আর সে ১২টি গুণ হল যা সুরা ফুরকান
এর ৬৩ নং আয়াত থেকে আল্লাহ বয়ান করে দিয়েছেন
১-২
নং গুণ হল নম্রতা ও ভদ্রতা যেমন আল্লাহ বলেন
وَعِبَادُ
الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا (২) وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا
سَلَامًا
(১) রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং
(২) তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। [ সুরা ফুরকান ২৫:৬৩ ]
৩নং গুণ হল রাতে রাতের এবাদত তাহাজ্জুদ
وَالَّذِينَ
يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
(৩) এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে; [ সুরা ফুরকান ২৫:৬৪ ]
রাতে তাহাজ্জুদ এর
ফজিলত
শয়তানের ৩টি গিড়া
বুখারী ১১৪২ নং হাদিস। হযরত আবু হুরায়রা (রাঃ)
হতে বর্ণিত নবী করিম (দ) এরশাদ করেন যখন তোমরা ঘুমিয়ে যাও শয়তান তার মাথার পিছনে
৩টি গিট লাগায় , প্রতি গিট লাগানোর সময় শয়তান বলে টানটান হয়ে শুয়ে যাও, এখনো অনেক
রাত বাকি আছে, যখন সে জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, ১টি গিড়া খুলে যায়, অজু করলে
২য় গিড়া খুলে যায় নামাজ পড়লে ৩য় গিড়া খুলে যায়, এতে সে সতেজ সবল হয়ে সকাল করে এবং
বরকত লাভ করে, অন্যথা সে ক্লান্ত হয়ে সকাল করে এবং বরকত থেকে বঞ্চিত হয়।
সুতরাং ২ রাকাত দিয়ে হলেও শয়তানের গিড়াসমুহ খুলে
নাও।
জান্নাতের কাঁচের মহল কারা পাবে?
সহিহ ইবনে হিব্বান ৫০৯ নং হাদিস। হযরত আবু মালেক
আশয়ারী (রা) বণনা করেন নবী করিম (দ) এরশাদ করেন জান্নাতে কিছু এমন মহল হবে যার
ভিতর থেকে বাহিরে দেখা যাবে (গ্লাসের টাওয়ার) সে মহলগুলি তাদের জন্য তৈরী করা হবে
যারা যারা অভাবীকে খাবার দেয়, যাকে দেখে সালাম দেয়, লোকেরা যখন ঘুমায় তখন উঠে সে
তাহাজ্জুদ পড়ে।
বিনা হিসাবে জান্নাতে কারা যাবে?
আত তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বর ৯। আসমা বিনতে এজিদ (রা)
হতে বর্ণিত তামাম নবীদের সরদার (দ) এরশাদ করেন কেয়ামতের দিন সকলে যখন এক জায়গায়
জমা হবে তখন একজন আহবান কারী ডাক দিয়ে বলবেন তারা কারা যারা রাতে নিজের পিটকে
বিছানা থেকে আলাদা রেখেছে, তখন কিছু লোক দাঁড়াবে যারা সংখ্যায় খুব অল্প হবে, তারা
বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তারপর বাকী সব লোকদের কাছে হিসাব নেয়া হবে।
কোন মন্তব্য নেই