সে সব খারাপ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির খুব ভাল
সে সব খারাপ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির খুব ভাল
আজ
এমন কিছু স্বপ্নের তাবির বলল যে সব স্বপ্ন বাহ্যিক ভাবে খারাপ বা দুঃস্বপ্ন মনে হয়
কিন্তু এসব স্বপ্নের ব্যাখ্যা খুব ভাল । যখন মানুষ এসব স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। কিন্তু
এসব স্বপ্নের তাবির কারক গন এর যে ব্যাখ্যা করেছেন তা জানার পওে আপনার আর ভয় থাকবে
না।
১।স্বপ্নে কান্না করা- যদি কেহ স্বপ্নে দেখে যে সে কান্না করছে, বাহ্যিক ভাবে এটা একটা খারাপ
স্বপ্ন মনে হবে। কিন্তু এর তাবির করতে গিয়ে ইমাম ইবরাহিম কিরমানি (রহ:) লিখেন- কান্না
স্বপ্ন দেখা মূলত যে স্বপ্ন দেখল তার জন্য খুশির দিকে ইশারা করে। এবং গুনাহ মাফ হওয়ার
দিক ইশারা করে।
২।স্বপ্নে টাকলা হওয়া- যদি কেহ দেখে তার মাথার চুল চলে গেছে এবং সে টাকলা হয়ে গেছে তাহলে
তা এই দিকে ইশারা করে যে তার ইচ্ছা পুরন হবে এবং সে অনেক সম্পদের মালিক হবে। তার দুঃখ
দুর হবে আর সে যদি ঋণগ্রস্ত হয় তার ঋণ পরিশোধ হবে।
৩।ভিক্ষা করা- ভিক্ষা করা এমন এক আমল যাকে খারাপ মনে করা হয়। যদি কেহ স্বপ্নে ভিক্ষা
করতে দেখে তার অর্থ হলো - ইমাম জাফর সাদেক (রহ:) বলেন যে ভিক্ষা করা স্বপ্ন দেখল সে
হইত সম্মান লাভ করবে।
৪। স্বপ্নে ভয়ংকর ক্ষতিকারক প্রণীকে মারতে বা তাড়িয়ে দিতে দেখার অর্থ হল সে তার দুষমন কে হারিয়ে দিবে বা দুষমনের
অনিষ্ঠ থেকে সে বেচেঁ যাবে।
৫।অবিবাহিত নারী নিজেকে গর্ভবতী দেখা এর অর্থ হল অদূর ভবিষ্যৎে তার বিয়ে হবে ।
৬। দাঁত ভেঙ্গে গিয়ে নিজের কোলে পরতে দেখলে তার সন্তান হবে। এবং সে অকল্পনিয় স্থান থেকে সম্পদ পাবে।
৭।নিজেকে অসুস্থ দেখার অর্থ হল সে গুনাহ থেকে তওবা করবে।
৮।বমি করতে দেখার অর্থ হল সে তওবা করবে। যদি
সে অসুস্থ হয় তাহলে সে শেফা হাসিল করবে। রক্ত বমি দেখলে সে সম্পদ হাসিল করবে।
৯।স্বপ্নে মৃত্যু দেখা - যদি কেহ নিজেকে মৃত্যু বরণ করতে দেখে এবং লোকেরা তার প্রশংসা করছে
দেখে তাহলে তার মর্তবা আল্লাহর কাছে নেককার হিসেবে হবে।
ইমাম
কিরযানি (রহ:) বলেন যদি কেহ সে মৃত এবং লোকজন তার জানাযার পিছনে পিছনে চলছে এর ব্যাখ্যা
হল সে বেলায়াত ও বুযুর্গি পবে।
ঐদিকে
তার লাশকে গোসল দেয়া হচ্ছে দেখে তাহলে তওবা নসিব হবে।
১০। স্বপ্নে কিয়ামতের দৃশ্য দেখলে যদি সে মজলুম হয় তাহলে সে ইনসাফ পাবে।
খারাপ
স্বপ্ন দেখলে যদি তার অর্থও খারাপ হয় তা থেকে বাচাঁর জন্য নবী করিম (দ:) কিছু আমল বলেছেন
,
১।বাম দিকে ৩বার থুথু দিবেন।
২।আউজু বিল্লাহি মিন শাররি
শায়তানি ওয়া শাররিহা।
অর্থ- আমি শয়তান ও এই স্বপ্নের
ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
এ দোয়া ১ বার পড়বেন। (আউজু
বিল্লাহি মিন শাররিশ শায়তানি ওয়া শাররিহা)
৩।করট পরিবর্তন কওে ঘুমাবেন।
৪।দুঃস্বপ্ন কারো সাথে শেয়ার করবেননা। ইনশাআল্লাহ দুঃস্বপ্নের প্রভাব
তার জীবনে পরবেনা।
Youtube link
https://www.youtube.com/c/jaalhaq
Blog
https://myjaalhaq.blogspot.com/
Facebook Link
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/groups/jaalhaqbd
Instagram Link
https://www.instagram.com/jaalhaq.bd/
কোন মন্তব্য নেই