স্বামীর অনুমতি ছাড়া একজন নারী ৭টি আমল করতে পারবেনা
স্বামীর অনুমতি ছাড়া একজন নারী ৭টি আমল করতে
পারবেনা
প্রথমত
৫টি আমল স্বামীর অনুমতি ছাড়া করা নিষেধ যেমন- একজন নারী তার স্বামীর অনুমতি ছাড়া
নফল রোজা রাখতে পারবেনা, যদি রাখে কোন সাওয়াব পাবেনা। তবে যদি স্বামীর অনুমতি নিয়ে
রাখে তাহলে সাওয়াব পাবে। সুতরাং কোন নারীর উচিত নয় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা
রাখা
তেমনি যে কোন নফল এবাদত যদি স্বামী নিষেধ করে তখন সে এবাদত করাতে কোন সাওয়াব নাই, যদি স্বামীর এজাজত থাকে তবেই সাওয়াব পাবেন।
যেমন
(২)ওমরা করা,
(৩)কুরআন
তেলাওয়াত করা,
(৪)
নফল নামাজ পড়া,
(৫)স্ত্রী
নিজের বাপের বাড়ীতে মা বাবাকে দেখতে যাওয়া ইত্যাদি।
অবশ্যই যদি স্বামীর অনুমতি থাকে তাহলে অবশ্যই স্ত্রী এসব আমলে পূর্ণ সাওয়াব পাবে। তবে বিনা কারনে একজন স্বামী কখনো স্ত্রীকে এসব এবাদত করতে বাঁধা প্রদান করেনা।
৬নং কাজ হল- আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে এরশাদ করেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ
الْجَاهِلِيَّةِ الْأُولَى
তোমরা
গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।
(সুরা আহযাবঃ ৩৩) এই আয়াতের তাফসীরে ইবনু কাছীর (রহঃ) বলেন, নারী স্বামী গৃহেই
অবস্থান করবে। যেহেতু স্বামীর আনুগত্য করা নারীর জন্য ওয়াজিব তাই তার গৃহ থেকে তার
অনুমতি বেতিরেকে বাইরে যাওয়া জায়েয নয়। (তাফসির ইবেন কাছিরঃ ৩/৭৬৮)
যে
নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় তাদের উপর আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন।
স্বামী যদি কোথাও যেতে অনুমতি দেয় আর সে জায়গাটাও যদি নিরাপদ হয় তাহলে জায়েজ আছে।
৭নং কাজ হল- স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে টাকা পয়সা থেকে কাউকে দেযা এবং দান সদকা করা বৈধ নয়
হজরত
আবু উমামা বাহিলি (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে
বলেছিলেন, কোনো মহিলা নিজের স্বামীর ঘর থেকে তার অনুমতি ছাড়া কোনো কিছু ব্যয় ও খরচ
করবে না- এমনকি খাবারজাতীয় জিনিসও।
তবে বিষয়টি যে একবারে নিষিদ্ধ এমন নয়, বরং স্বামীর মৌন সমর্থন থাকলে তা করা যেতে পারে।
যদি
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অল্প কিছু দান-সদকা করেন এবং পরবর্তীতে স্বামী তা
জেনে মৌন সমর্থন অবলম্বন করেন- তাহলে ধরে নিতে হবে এতে তার পক্ষ থেকে অনুমতি
রয়েছে। এ রকম দান-সদকা বৈধ। এতে ভালো কাজের কারণে স্ত্রী সওয়াব পাবেন।
আর স্বামীও তার সম্পদের অংশবিশেষ দান করার কারণে সওয়াব পাবেন।
তথ্যসূত্র:
বুখারি শরিফ, হাদিস নং-১৪৪০, আবু দাউদ শরিফ, হাদিস নং-৩৫৭৫, কিতাবুল ফাতাওয়া
খণ্ড-৩ পৃষ্ঠা-৩৪০।
আবার যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে।
রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল ওপরে উঠানো হয় না;
যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে।’ (ইবনে হিব্বান)
আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল
1) https://www.youtube.com/c/jaalhaq
2) https://www.youtube.com/allbangla1
3) https://www.youtube.com/c/Allahwalamedia
4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ
আমাদের ব্লগ সমুহ
https://myjaalhaq.blogspot.com/
https://allbangladua.blogspot.com
আমাদের ফেসবুক পেজসমুহ
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/AllBanglaDua
https://www.facebook.com/karamatbd
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/jaalhaqbd
ইনস্টাগ্রাম
https://www.instagram.com/jaalhaq.bd/
কোন মন্তব্য নেই