স্ত্রীর কাছে যাওয়ার আগে ২টি কাজ কর সুখে থাকবে ইমাম আবু হানিফার (রহ) উক্তি

 

স্ত্রীর কাছে যাওয়ার আগে ২টি কাজ কর সুখে থাকবে

ইমাম আবু হানিফার (রহ) উক্তি



বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইমাম আবু হানিফা (রহ) ফরমান- যে বিষয় জানার দরকার তা জানতে লজ্জা করিওনা

প্রতিদিন নিয়ম করে কুরআনে মজিদ ফুরকানে হামিদ তেলাওয়াত কর আর তার সাওয়াব হুজুর আকরাম (দ) পিতা মাতা ওস্তাদ এবং সমস্ত মুসলমানদের ইছালে সাওযাব কর।

শত্রুদের চাইতে বন্ধুদের ক্ষতি থেকে সাবধান থাক, শত্রুরা তোমাকে তোমার বন্ধুদের দ্বারা ক্ষতি পৌঁছাতে পারে।

তোমার সম্পদের হিসাব, মতের ভিন্নতা, সফরের সময়সূচী মানুষের কাছে গোপন রাখবে

তোমার প্রতিবেশীর দেয়া কষ্টসমুহ বরদাশত কর যারা কষ্ট দিয়েছে তাদের কল্যাণ কর

কম হাঁসবে যদি বেশী হাঁস তাহলে অন্তর মরে যাবে

আমি কৃপণ লোকদের ন্যায়পরায়ন মনে করিনা এবং তাদের সাক্ষিও কবুল করিনা

যখন তোমার একিন হয়ে যাবে যে তুমি পরিবারের জিম্মাদারি নিতে পারবে দেরী না করে বিয়ে করে ফেল কল্যাণে থাকবে।

বিপদ আপদ গুনাহের ফলাফল হয়ে থাকে

সাধারণ পাবলিকের সামনে বিনা কারনে উঁচু আওয়াজে হাসিওনা, এর ফলে তোমার ভাব গাম্ভির্য্যতা কমে যাবে।

স্ত্রীর কাছে যাওয়ার আগে আল্লাহর জিকির কর ও স্ত্রীর পক্ষ থেকে কল্যাণ লাভের জন্য দোয়া কর।

যদি ১০ বছরও বেকার থাক, আর তোমার কাছে যদি খাবারের জন্য কিছুই না থাকে তবুও জ্ঞান অর্জন থেকে বিরত থাকিও না।

সব মানুষের সাথে মিলেমিশে থাক কেননা তুমি জাননা কে কখন কোন কাজে লাগবে।

নারীদের সাথে বেশী কথাবার্তা বলা ও তাদের মজলিশে বসা থেকে বেঁচে থাক

নারীর বসার স্থানে ততক্ষন বসিওনা যতক্ষন তা গরম থাকে।


আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল
1) https://www.youtube.com/c/jaalhaq
2) https://www.youtube.com/c/allbangla1
3) https://www.youtube.com/c/Allahwalamedia
4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ

আমাদের ব্লগ সমুহ
https://myjaalhaq.blogspot.com/
https://allbangladua.blogspot.com

আমাদের ফেসবুক পেজসমুহ
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/AllBanglaDua
https://www.facebook.com/karamatbd

আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/jaalhaqbd
 
ইনস্টাগ্রাম
https://www.instagram.com/jaalhaq.bd/


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.