ফেরেশতাদের কান্না। ফেরেশতারা ২ বার কান্না করেছে

ফেরেশতা ২ বার কান্না করেছে



সারা জিন্দেগীতে ফেরেশতারা ২ বার কান্না করেছেন প্রথম বার ৪ হাজার বছর আগে যখন ইবরাহিম (আ) বৃদ্ধ বাবা ছিল তার বয়স ছিল ৯৬ বছর, আর তাঁর সন্তান ইসমাইলের বয়স ৬ বছর তখন হকুম দেয়া হল সে কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালানোর জন্য। সে সময় হযরত ইবরাহিম (আ) আল্লাহর হকুম পালন করতে গিয়ে নিজের মাসুম বাচ্চাকে জবেহ করার জন্য যখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করল, মাসুম বাচ্চা বাবাকে বলে বাবা আমার হাত পা বেঁধে দাও যদি আমি জবেহ হওয়ার সময় বেহুশ অবস্থায় হাত পা চালাই তাহলে আমার রক্তের ছিটা আপনার কাপড়ে পড়বে, তারপর মাসুব শিশু বলে বাবা আমাকে উল্টা শোয়ান যাতে আমার দিকে তোমার দৃষ্টি না পড়ে যদি দৃষ্টি পড়ে তাহলে তোমার মায়া হবে আর তাতে আল্লাহর হকুম পালনে তোমার জন্য কষ্টকর হবে। (ওয়া তাল্লাহু লিল জবিন) তাকে উল্টা শোয়ালেন। আর ইবরাহিম (আ) নিজের সবচেয়ে আপনজনের গলায় আল্লাহকে খুশি করার জন্য যখন ছুরি চালাচিছল তখন ৭ আসমানের সকল ফেরেশতারা জারো কাতার কাঁদতে লাগল।

২য় বার আসমানের ফেরেশতারা কেঁদেছে আজ থেকে ১৪ শত বছর আগে, যখন মুহাম্মদ (দ) দ্বীন প্রচারের জন্য হযরত জায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফে গিয়েছিলেন তায়েফ বাসী আল্লাহ প্রিয় হাবিবকে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিল, শরীর মোবারক থেকে পাথরের আঘাতে রক্ত ঝরছিল জুতা মোবারক রক্তে ভরে গেল, কষ্টে রাসুলুলুল্লাহ (সা.) মাটিতে বসে পড়লে হতভাগারা তাঁর হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলত। আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত। দয়াল নবীর প্রতি তায়েফ বাসীদের এই অত্যাচার দেখে আসমানের ফেরেশতারা কেঁদেছিল। সেদিন হুজুর (দ) তায়েফ থেকে তিন মাইল দূরে অবস্থিত মক্কার উতবা, রাবিয়া ও শায়বাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী (সা.)-এর পিছু নিয়েছিল। এখানে আশ্রয় নেওয়ার পর তিনি একটি দোয়া করেন।এ সময় আল্লাহ তায়েফের পাহাড়ের ফেরেশতাদের পাঠান। তারা মহানবী (সা.)-এর কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পাহাড়ে পিষে ফেলার অনুমতি চাইল। কিন্তু মহানবী (সা.) তা দিতে অস্বীকার করেন এবং বলেন, আমি আশা করি, তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।    


আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল
1) https://www.youtube.com/c/jaalhaq
2) https://www.youtube.com/c/allbangla1
3) https://www.youtube.com/c/Allahwalamedia
4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ

আমাদের ব্লগ সমুহ
https://myjaalhaq.blogspot.com/
https://allbangladua.blogspot.com

আমাদের ফেসবুক পেজসমুহ
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/AllBanglaDua
https://www.facebook.com/karamatbd

আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/jaalhaqbd
 
ইনস্টাগ্রাম
https://www.instagram.com/jaalhaq.bd/ 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.