বাচ্চাদের পড়ানোর ৪টি সেরা উছুল সেরা টেকনিক সেরা আমল

 

বাচ্চাদের পড়ানোর ৪টি সেরা উছুল সেরা টেকনিক সেরা আমল



বাচ্চাদের দেমাগে কিছু পৌঁছানো মা বাবা ও শিক্ষকের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। মা বাবা প্রায় সময় বলে বাচ্চা বুঝতে চায়না, টিচারগনও একই কমপ্লেইন করে, বাচ্চা কথা শুনেনা, বাচ্চা পড়তে চাইনা, কিন্তু বিজ্ঞানিরা বলেন বাচ্চারা সব সময় নতুন কিছু শুনতে নতুন কিছু শিখতে উদগ্রিব হয়ে থাকে। মানুষের হায়াতের মধ্যে বাচ্চারাই সবচেয়ে বেশী লার্নিং মুডে থাকে। বড় হয়ে গেলে মানুষ কিছু শিখতে বুঝতে বা কোন নতুন অভ্যাস গড়ে তুলতে তৈরী থাকেনা। সুতরাং বাচ্চারা সদা শিখতে প্রস্তুত কিন্তু আমরা অভিবাবকরা তাদেরকে সঠিক ভাবে কমিউনিকেট করতে পারছিনা।

শিক্ষক ও অভিবাকদের কাছে এমন টুলস জানা নাই যে কোন কিছু বাচ্চার মাইন্ড পযন্ত কিভাবে পৌঁছাতে হয়। যখন আমরা আমাদের তরিকায় অসফল হয়ে যায় তখন বাচ্চার উপর ব্লেইম দিয়ে দিই যে সে শিখতে রাজি নয়।

এখন আমি ৪টি উছুল বলব আপনি চেক করে দেখুন একজন অভিভাবক বা শিক্ষক হিসেবে আপনি কি সে ৪টি উছুলের উপর আমল করছেন? আপনি কি সে সব টুলস ব্যবহার করছেন? সে সব জিনিষিকি আপনার জীবনে আছে? যদি না থাকে তাহলে বাচ্চাকে ব্লেইম দিবেন না। প্রথমে সে ‍টুলসসমুহের উপর কাজ করুন, এরপর চেক করুন আপনার বাচ্চা শিখতে আগ্রহি কিনা? বাচ্চা পড়াতে রাজি আছে কিনা?

কোন কিছু বাচ্চাকে পড়ানো জন্য, বা কোন কথা বাচ্চাকে বুঝাতে হলে কিংবা কোন অভ্যাস বাচ্চার মধ্যে ডেভেলাপ করতে যদি চান তার জন্য ৪টি সাদাসিদা কাজের উপর আপনি আমল করুন।

১ম উছুল হল- যে কোন কাজ বাচ্চাকে করে দেখান, অথ্যাৎ যে অভ্যাস যে চরিত্র যে কাজ বাচ্চার মধ্রে ডেভেলাপ করতে চান তা আগে নিজে করুন,  যেমন আপনি কোনদিন ভোরে জাগেন না, কিন্তু বাচ্চাকে আপনি বুঝান যে সকালে ভোরে ভোরে জেগে উঠা খুবই ভাল, আপনার এই বুঝানো বা এই লেকচার কোন কাজে আসবে না, প্রথমে আপনি নিজে ভোরে ভোরে জাগতে হবে তবেই বাচ্চা এর গুরুত্ব অনুধাবন করবে। (ডু ইট ফর দেম) সবার আগে বাচ্চাকে যা শিখাতে চান তা নিজে করে দেখান।

২য় উছুল হল- ডু ইট উইথ দেম- যে কাজ বাচ্চাকে শিখাতে চান সে কাজটি বাচ্চাকে সাথে নিয়ে নিজেকেও করতে হবে,  বারবার তাকে সাথে নিয়ে সে কাজ করতে হবে, তাকে দেখাতে হবে, যেমন প্রতিদিন নিজেও ভোরে জাগতে হবে এবং বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত মসজিদে যদি যান দেখবেন একসময় বাচ্চা এতে অভ্যস্থ হয়ে যাবে।

৩য় উছুল হল- (ওয়াচ হোয়াইল দে আর ডুইং) প্রথম ২টি স্টেপ করার পর এবার আপনার কাজ হল তাদের সে কাজ সে অভ্যাস জারি আছে কিনা তা অবলোকন করা, তা দেখতে থাকা। তদারকি করা। এখন সে আপনি যেভাবে দেখিয়েছেন যেভাবে শিখিয়েছেন সেভাবে করছে কিনা শিখতে পেরেছে কিনা তা চেক করবেন আর তাতে কোন ভুলভ্রান্তি হলে তা সংশোধন করে দিতে হবে, এমনটি নয় যে সে যখন নিজে নিজে সে কাজটি করতে গেল তখন আপনি তাকে একদম বকা ঝকা করে তাকে বেওকুফ গাধা বলে একদম নিরুৎসাহিত করে দিলেন এমনটি নয়। বরং শান্তভাবে ছোটখাট কোন ভুল থাকলে তা সংশোধন করে দিতে হবে। যদি সে না করে তাহলে মারধর বকা ঝকা নয় বরং ১ম উছুলে এবং ২য় উছুলে আবার ফিরে যেতে হবে তাকে আবার নিজে করে দেখাতে হবে নিজের সাথে নিয়ে করাতে হবে।

৪থ উছুল হল- (লেট দেম ডু দেম সেলভস) ৩য় স্টেপে যদি দেখেন সে নিজে নিজে করছে এবং আপনি তার সে কাজে যদি সন্তুষ্ট হন তখন এখন আর চেক করার প্রয়োজন নাই বরং এখন বাচ্চাকে সে কাজের রেসপনসিলিটি দিয়ে দিন।

যেমন আপনি বাচ্চাকে কাপড় ভাজ করা শিখাবেন তাহলে

 প্রথম স্টেপে তাকে ভাজ করে দেখান

২য় স্টেপে তাকে সাথে নিয়ে ভাজ করুন, সেও করবে আপনিও করবেন

৩য় স্টেপে সে যখন নিজে নিজে করার চেষ্টা করে তখন তার করাটা সঠিক হচ্ছে কিনা চেক করুন, যদি চেক করে দেখেন সঠিক হচ্ছেনা তাহলে দেখিয়ে দিন, দেখিয়ে দেয়ার পর যদি শুদ্ধ হয়ে যায় তাহলে

৪থ স্টেপে আপনার আর কাজ নািই এখন বাচ্চাকে পুরা রেসপনসিভিলিটি দিয়ে দিন।

এই ফরমুলাকে আপনি প্রতিটি ক্ষেত্রে যদি বাচ্চার ক্ষেত্রে ফলো করেন তাহলে সে অবশ্যই কামিয়াব হবে, সে কাজ করতে ও শিখতে মজা পাবে এবং দ্রুত তা শিখাতে উন্নতি হবে।

এই ফরমুলা পড়ালোখা, হোমওয়াক, নামাজ পড়া সহ সকল ক্ষেত্রেই আপনি এপ্লাই করতে পারেন।


Video link: https://youtu.be/blTh-2jgRCI



আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল

1) https://www.youtube.com/c/jaalhaq

2) https://www.youtube.com/c/allbangla1

3) https://www.youtube.com/c/Allahwalamedia

4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ



আমাদের ব্লগ সমুহ

https://myjaalhaq.blogspot.com/

https://allbangladua.blogspot.com



আমাদের ফেসবুক পেজসমুহ

https://www.facebook.com/Jaalhaqbd

https://www.facebook.com/AllBanglaDua

https://www.facebook.com/karamatbd



আমাদের ফেসবুক গ্রুপ

https://www.facebook.com/groups/jaalhaqbd

 

ইনস্টাগ্রাম

https://www.instagram.com/jaalhaq.bd/

 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.