যে ৩টি খাবার ১০০ বছর নারী পুরুষকে জোয়ান রাখে
যে
৩টি খাবার ১০০ বছর নারী পুরুষকে জোয়ান রাখে
হযরত
আমর ইবনে মেহমুন ফরমান বাচ্চা প্রসবের পর নেফাসের হালতে থাকা অবস্থায় নারীদের জন্য
সবচেয়ে উত্তম খাদ্য হল তাজা খেজুর।
খেজুর
সকলের জন্যই উপকারী তবে নারীদের জন্য বেশী উপকারী।
হযরত
আলী (রা) ফরমান খেজুরের গাছ তোমাদের খালা তাই একে সম্মান কর। এই খেজুর গাছকেও
আল্লাহ তায়ালা মাটি থেকে সৃষ্টি করেছেন। মানুষ জন্ম হওয়ার জন্য যেমন নারী পুরুষ এর
মিলন দরকার তেমনি খেজুরও এমন এক ফল যার জন্য নরের বীজ জরুরী।
ওলামায়ে
কেরাম অনেক বড় তাহকিক করেছেন খেজুর গাছ এর ব্যপারে- তারা বলেন খেজুর হল মানুষের
সাথে তুলনীয়। যেমন মানুষের হাত কেটে দিলে সে জীবিত থাকে, পা কেটে দিলেও সে জীবিত
থাকে, কিন্তু যদি গদান কেটে দেয়া হয় তাহলে সে জিন্দা থাকতে পারেনা, খেজুর গাছেরও
যদি শাখা প্রশাখা কেটে দেয়া হয় জীবিত থাকে কিন্তু যদি উপরে কাটা হয় তাহলে মরে
যাবে।
তেমনি
প্রত্যেক জানোয়ার ঝুকে ঝুকে পানি পান করে শুধু মানুষ এমন প্রাণি যারা উপর তুলে
পানী পান করে। তেমনি ভাবে প্রত্যেক গাছ জমিনের নিচে থেকে পানি নেয় আর খেজুর গাছ
আসমানের থেকে পানি গ্রহণ করে। সে জন্য ওলামায়ে কেরাম বলেন খেজুর গাছের সাথে
মানুষের খুব মিল।
খেজুরের
মধ্যেও বিভিন্ন প্রকারভেদ আছে এবং সহিহ হাদীসে আছে যে ব্যক্তি ৭ দানা আজওয়া খেজুর খাবে সেদিন তাকে বিষও কোন
ক্রিয়া করবেনা। এবং যাদু টোনাও আছর করবেনা। আর নবীর যুগে হুজুর (দ) ও সাহাবাদের
প্রধান খাদ্যই ছিল খেজুর ও পানি। কিন্তু আজকালকার যুগে মানুষ ১০/২০ আইটেম না হলে
খাবারই খায় না, তাই আজকাল মানুষের রোগও বেশী। তখন খাবারও কম ছিল তাদের স্বাস্থ্যও
ভালো ছিল। তাদের কখনো হাট এটাকও হয়নি, কখনো তাদের কেন্সার হতেও শুনা যায়নি। আজ এত
রোগের একমাত্র কারন হল অতিরিক্ত খাবার দাবার। তেল, মরিচ, মসলা, লবন ঘি পিয়াজ রসুন,
না জানি আরো কত কি? এর ফলাফল হল আজ প্রত্যেক মানুষের শরীর এক একটি রোগের
ফ্যাক্টরি।
আরবের
লোকেরা আজো খুবই শখ করে খেজুর খায়, তারা দিনে কমপক্ষে আধা কিলো খেজুর গ্রহণ করে এর
ফলে তাদের তেমন রোগ ব্যধী হতেও দেখা যায় না। আরব দেশে হাসপাতাল সমুহে আমাদের
বাংলাদেশ ইন্ডয়া ও পাকিস্তানের লোক লাইন ধরে কিন্তু কোন আরবীকে ডাক্তারের কাছে
আসতে দেখা যায়না, তারা উটের দুধ, খেজুর এবং খাটি মধু এই ৩টি খাবার তাদেরকে ১০০
বছরেও বৃদ্ধ হতে দেয়না।
কোন মন্তব্য নেই