৩টি চিহ্ন দেখা গেলে বুঝে নিবেন আপনার উপর বদদোয়া আছে
৩টি
চিহ্ন দেখা গেলে বুঝে নিবেন আপনার উপর বদদোয়া আছে
দোয়া
যেমন কবুল হয় তেমনি বদদোয়াও কবুল হয়-
বুখারী শরীফের কিতাবুল ওযুর ৩৭ পৃষ্ঠার হাদিস এর সারসংক্ষেপ হল আবু জেহেল ও
তার সংগী ওতবা ইবনে রবিয়া, শায়বা ইবনে রবিয়া, ওলিদ ইবনে ওতবা, উমাইয়া ইবনে খালফ এবং
ওকবা ইবনে আবু মোয়ায়ত নবীজির সিজদারত অবস্থায় উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল,
সেখানে মোট ৭ জন ছিল যারা আল্লাহর নবীর উপর এমন জুলুম করেছিলেন, হাদীসের রাবি
আবদুল্লাহ বিন মাসউদ বলেন এই ৭ জন জালেম বদরের যুদ্দে নিহত হয় এবং এদের লাশ বদরের কুয়ায়
পড়েছিল।
এ
হাদীস থেকে বুঝা যায় যদি আপনি কারো উপর জুলুম করেন অন্যায় ভাবে কাউকে বিরক্ত করেন
তাহলে সাবধান অদুর ভবিষ্যতে আপনার সর্বনাশ হবে।
সে
জন্য নবী করিম (দ) এরশাদ করেন (ওয়াত্তাকি দাওয়াতাল মজলুম, ফাইন্নাহু লাইছা বাইনাহা ওয়া বাইনাল্লাহি
হিজাবুন) তোমরা মজলুমের
বদদোয়াকে ভয় কর।’ কারন মজলুম ও আল্লাহর
মাঝে কোন পদা থাকেনা
বুখারি১৩৯৫, ১৪৫৮, ১৪৯৬,
২৪৪৮, ৪৩৪৭, ৭৩৭১, ৭৩৭২, মুসলিম ১৯, তিরমিযি ৩১১০, ৬২৫, ২০১৪, নাসায়ি ২৪৩৫, আবু দাউদ
১৫৮৪, ইবন মাজাহ ১৭৮৩, আহমদ ২০৭২, দারেমি ১৬১৪
তিরমিযি শরীফের
হাদীসে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির
দোয়া অবশ্যই কবুল করা হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর তারা হলেন-
- মজলুম
(নির্যাতিত) ব্যক্তির দোয়া,
- মুসাফিরের
দোয়া আর
- সন্তানের
প্রতি বাবার বদ-দোয়া।
অতএব আপনি যদি
কোন কারনে বাবার সাথে অন্যায় আচরণ করে ফেলেন, বাবার মনে কষ্ট দিয়ে ফেলেন, কিংবা
আপনার কোন কথা ও কাজে যদি বাবার চোখ দিয়ে পানি চলে আসে তাহলে আপনি সাবধান, দ্রুত
ক্ষমা চেয়ে নিন নাহয় আপনার জন্য সবনাশ।
কোন
কোন অভিজ্ঞ লোক বলেন যদি আপনার উপর কারো বদদোয়া থাকে তাহলে আপনার মনে সব সময়
অপরাধবোধ থাকবে, কোন ভাবে মানসিক ভাবে শান্তি পাবেন না, দ্বিতীয়ত আপনার কাজে বরকত
হবে না কাজে মনযোগী হতে পারবেন না, তৃতীয়ত আপনার চেহেরা বদছুরত হয়ে যাবে চেহেরার
নুরানিয়ত চলে যাবে।
আল্লাহ
তায়ালা আমাদেরকে মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন
আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল
1) https://www.youtube.com/c/jaalhaq
2) https://www.youtube.com/c/allbangla1
3) https://www.youtube.com/c/Allahwalamedia
4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ
আমাদের ব্লগ
সমুহ
https://myjaalhaq.blogspot.com/
https://allbangladua.blogspot.com
আমাদের ফেসবুক
পেজসমুহ
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/AllBanglaDua
https://www.facebook.com/karamatbd
আমাদের ফেসবুক
গ্রুপ
https://www.facebook.com/groups/jaalhaqbd
ইনস্টাগ্রাম
https://www.instagram.com/jaalhaq.bd/
কোন মন্তব্য নেই