মসজিদে জুতা চুরি হলে কি দোয়া করবেন
মসজিদে জুতা চুরি
হলে কি দোয়া করবেন
ইমাম
কাসাঈ একদিন মসজিদ থেকে বের হচ্ছেন এমন সময় মসজিদের বাহিরে তৎকালিম বাদশার ২ ছেলে উনার
জুতা নিয়ে কাড়াকাড়ি করছেন একজন বলছেন আমি জুতা বহন করব অন্য জন বলছেন আমি বহন করব,
কারন কি? কারন হল তিনি একজন নবীর ওয়ারেস একজন আলেমে দ্বীন। তৎকালিন আলেম ওলামাদের এমনই
সম্মান ছিল।
আর
আজকাল মুসলমানের কিছু সন্তান মসজিদে জুতা চুরি করার জন্য ঢুকে যখন মুসল্লিরা সিজদায়
যায় বলে সুবহানারাব্বিয়াল আলা চুর বলে কোন জুতাগুরি ভালা নাউজুবিল্লাহ।
জুতা
চুরি হয়ে গেলে কি করবেন? হযরত আবদুল্লাহ বিন মসউদ (রা) একবার মসজিদ থেকে বের হয়ে দেখেন
উনার জুতা নাই, দেখুন সাহাবাগন কতই নরম মেজাজের, তিনি সাথে সাথে দু হাত তুলে দোয়া
করা আরম্ভ করে দিলেন সকলে ভয় পেয়ে গেলেন মনে হয় তিনি চোরের জন্য বদদোয়া করার জন্য হাত
তুলেছেন কিন্তু দোয়াতে বলতে লাগলেন
(আল্লাহুম্মা
ইন কানা মুহতাজান ফাবারিক লাহু ফি) হে আল্লাহ যে আমার জুতা চুরি করেছে সে যদি গরীব
হয় তার কাছে যদি জুতা না থাকে তাহলে তুমি তাকে বরকত দান কর। (ওয়া ইন কানা গাইরা জালিক
ফাজাআলহু আখেরা জানবিন এয়ারতাকিবু) আর যদি সে চুরি করতে অভ্যস্থ হয় হে আল্লাহ তুমি
তার মনকে এমন ভাবে ঘুরিয়ে দাও যেন এই চুরিই যেন তার জীবনের শেষ চুরি হয় সে যেন ২য় বার
চুরি না করে।
একবার
এক মৌলভি জুতা চোরের এ ঘটনা বয়ান করলেন মসজিদে থেকে বের হয়ে দেখেন মৌলভির জুতা চুরে
নিয় গেছে।
মনে
রাখবেন আলেম ওলামাগন এখনো মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, হেদায়েতের বানি শুনিয়ে
যাচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত কিন্তু সে নেয়ামত হয়ত বেশীদিন বাকী থাকবেনা,
তখন রাশিয়ার মত লুকিয়ে লুকিয়ে মায়ানমারের মত লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হবে ঘরে কুরআন
থাকলে জবেহ হতে হবে সে দিন আসার আগে আগে নেয়ামতের শোকর আদায় করে নেয়া দরকার। আল্লাহ
আমাদের যে সব ভায়েরা মসজিদে যায় চুরি করতে তাদেরকে হেদায়তে দান করুন আমিন।
কোন মন্তব্য নেই