জান্নাতি লোকের ৩টি আলামত জাহান্নামি লোকের ৫টি আলামত

 

জান্নাতি লোকের ৩টি আলামত জাহান্নামি লোকের ৫টি আলামত



সহিহ মুসলিম শরীফের ৭০৯৯ নং হাদিস

আল্লার প্রিয় হাবিব (দ) জান্নাতি ও জাহান্নামি লোকের কিছু চিহ্ন বলে দিয়েছেন এসব চিহ্ন দ্বারা বুঝা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামি

নবী করিম (দ) এরশাদ করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতী হবে।

প্রথম প্রকার মানুষ তারা, যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের তাওফীক লাভে ধন্য ।

অর্থ্যাৎ যাদের ক্ষমতাও আছে সাথে সাথে তারা ক্ষমতা পেয়ে ন্যায়বিচার করে, তারা সত্যবাদীও এবং তারা নেক কাজও করেন এমন লোক জান্নাতি। এসব জান্নাতি লোকের চিহ্ন।

 দ্বিতীয়ত ঐ সকল মানুষ, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমলচিত্ত।

আত্মিয় স্বজনের সাথে সদাচারন করে, তাদের বিপদে আপদে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে, তাদের সাথে সম্পক ছিন্ন করেনা, এবং সাথে সাথে সকল মুসলমানের প্রতিও তারা কোমল হৃদয়ের হয় তারা নিঃসন্দেহে জান্নাতি।

 তৃতীয়ত ঐ শ্রেণীর মানুষ, যারা পূত-পবিত্র চরিত্রের অধিকারী, যাদের চরিত্র সুন্দর, যারা দুশ্চরিত্রবান নয়, যাদের অনেক সন্তান সন্তুতি থাকা সন্তেও মানুষের কাছে সন্তান ও অভাবের দোহায় দিয়ে হাত পাতে না, ভিক্ষা করেনা, এমন লোকও জান্নাতি।

এরপর প্রিয় নবী (দ) জাহান্নামী লোকের ৫টি পরিচয় বা চিহ্ন বয়ান করেছেন

প্রথমত- (যে ভাল মন্দ পাথক্য করতে পারেনা, যাদের কাছে ভালো মন্দের পাথক্য করার ক্ষমতা নাই। 

জাহান্নামীর দ্বিতীয় চিহ্ন হল- (খিয়ানত) তারা এমন খিয়ানাতকারী মানুষ, সাধারণ বিষয়েও যে খিয়ানাত করে, যার লোভ লালসা কারো নিকটই লুক্কায়িত নেই।

 

জাহান্নামী লোকের তৃতীয় চিহ্ন হল- (প্রতারক)যে লোক আপনার পরিবার-পরিজন এবং ধন-সম্পদের বিষয়ে আপনার সঙ্গে সকাল-সন্ধ্যা প্রতারণা করে।

জাহান্নামী লোকের চতুর্থ চিহ্ন হল কৃপণতা,

জাহান্নামী লোকে ৫ম চিহ্ন হল মিথ্যা বলা এবং গালমন্দ করা

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.