সেহরীর সময় এই আমল করে যা চাইবেন তাই পাবেন। ৫ নিয়তে ২ রাকাত নামাজ
সেহরীর সময় এই আমল করে যা চাইবেন তাই পাবেন। ৫ নিয়তে ২ রাকাত নামাজ
সেহরী খাওয়ার আগে এই
আমলটি করবেন তাহলে আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ তায়ালা পুরণ করে দিবেন,
আপনার
চাকরী দরকার চাকরি চেয়ে নিতে পারবেন, আপনার বিয়ের দরকার আল্লাহর কাছে চেয়ে নিতে
পারবেন, আপনার সন্তানের দরকার এ সময়টাতে চাইলেই পাবেন, আপনার শান্তি দরকার? সেহরীর
সময় এ আমলটি করে চাইলেই আপনার শান্তি আপনি পাবেন, আপনি অভাব থেকে মুক্তি চান? তাও
পাবেন, মোটকথা আপনার সকল প্রয়োজন এই আমলের দ্বারা পুরণ হবে।
সহি
মুসলিম শরীফের ১৬৬২ নং হাদিস এ রকম ভাবার্থের হাদীস ২৩ জন সাহাবি থেকে বণিত হয়েছে
১৭ জন পুরুষ ৬ জন নারী সাহাবী।
وَأَبِي، هُرَيْرَةَ
قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم "
إِنَّ اللَّهَ يُمْهِلُ
حَتَّى إِذَا ذَهَبَ ثُلُثُ
اللَّيْلِ الأَوَّلُ
نَزَلَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا
فَيَقُولُ هَلْ مِنْ مُسْتَغْفِرٍ هَلْ مِنْ تَائِبٍ هَلْ مِنْ سَائِلٍ هَلْ مِنْ دَاعٍ حَتَّى
يَنْفَجِرَ الْفَجْرُ
" .
আবূ হুরায়রাহ (রাযিঃ)
থেকে বর্ণিত। তারা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
আল্লাহ তা'আলা অবকাশ দেন বা দেরী করেন না। এভাবে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ
অতিক্রম হয়ে যায় তখন তিনি দুনিয়ার আকাশে নেমে এসে বলতে থাকেনঃ কোন ক্ষমা
প্রার্থনাকারী আছে কি (যে ক্ষমা প্রার্থনা করবে, আর আমি তাকে ক্ষমা করব)? কোন
তওবাকারী আছে কি (যে তওবা করবে আর আমি তার তওবা কবুল করব)? কোন প্রার্থনাকারী আছে
কি (যে প্রার্থনা করবে আর আমি তার প্রার্থনা কুবুল করব)? কোন আহবানকারী আছে কি
(আমি যার আহবানে দিব)? এভাবে ফজরের ওয়াক্ত পর্যন্ত তিনি বলতে থাকেন
আপনি যখন সেহরী খেতে
উঠবেন তখন ৪টি নিয়তে ২ রাকাত নামাজ পড়বেন
(১) সালাতু শোকর
শোকরের নিয়তে ২ রাকাত নামাজ
(২) সালাতুল এসতেগফার
এসতেগফারের নিয়তে ২ রাকাত নামাজ
৩) সালাতুল এসতেআদাহ
আল্লাহ কাছে পানাহ চাওয়ার নিয়তে ২ রাকাত নামাজ
(৪) সালাতুল হাজাত
আপনার জীবনে যখন যা লাগে তা পাওয়ার নিয়তে ২ রাকাত
এভাবে ৪ নিয়তে ২ রাকাত
নামাজ সেহরীর সময় পড়বেন আবার সেটার সাথে তাহাজ্জুদও মিলিয়ে দেন তাহলে ৫ নিয়তে
২রাকাত নামাজ হয়ে গেল।
তারপর চান আল্লাহ কাছে
কারন তখন আল্লাহ তায়ালা বান্দাকে ডেকে ডেকে সেব কিছু বিলাচ্ছেন, সব কিছু দান
করছেন।
এই আমল আপনি প্রতিদিন
সেহরীর সময় রমজানেও করবেন রমজানের পরে সারা বছরই করতে পারেন।
কোন মন্তব্য নেই