পশু পাখি নিয়ে নববর্ষের মিছিল ও ৪ হাজার বছর আগের পবিত্র কুরানের মর্মান্তিক ঘটনা!!!


৪০০০ বছরের পুরানো কুরআনের মর্মান্তিক ঘটনা ও আজকের নববর্ষের মিছিল



১লা বৈশাখ- দেখলাম সারা দেশের হাজারো মানুষ নববষকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করেছে, সে র‌্যালিতে আমার কোন আপত্তি নাই, কিন্তু যখন দেখি সে সব র‌্যালি সমুহে বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি নিয়ে আমার মুসলমান ভাই বোনেরা উল্লাস করে তখন তা আমাকে পবিত্র কোরানে বণিত প্রায় ২৫০০ বছর আগের একটি মর্মান্তিক ঘটনা স্মরণ করিয়ে দেয়-

ইসরাইলিরা যখন মিসর থেকে পালিয়ে আসে তখন ইসরাইলি নারীরা তাদের প্রতিবেশী মিসরীয় নারীদের কাছ থেকে এই বলে স্বর্ণালঙ্কার ধার নিয়ে আসে- আমরা একটি ধর্মীয় উৎসব পালনে মিসরের বাইরে যাচ্ছি উৎসব শেষ করে ফিরে এসে তোমাদের অলঙ্কার ফিরিয়ে দেবো কিন্তু তারা মূলত মিথ্যা বলে তাদের থেকে অলঙ্কার নিয়ে আসে তারা যখন জর্দান-ফিলিস্তিন সীমান্তে অবস্থানরত তখন ধূর্ত সামেরি ফন্দি এঁটে সবার মাঝে বলতে থাকে, মিসরীয়দের কাছ থেকে চেয়ে আনা স্বর্ণ অপরের ধন তাই তা তাদের জন্যে ব্যবহার অবৈধ, সেগুলো তাদের কাছ থেকে দূর করা আবশ্যক তখন ইসরাইলি মেয়েরা তাদের সঙ্গে আনা স্বর্ণালংকার নিয়ে এলো সামেরি সেখানে অবস্থানরত হারুন [.]-কেও কৌশলে সেখানে উপস্থিত করলো সমস্ত অলঙ্কার একত্রিত করে সেগুলো সামেরি একটা গর্তে ছুঁড়ে ফেললো এরপর সেগুলোতে আগুন লাগিয়ে দেয়া হলো যাতে সবগুলো মিলে একটা তালে পরিণত হয় হারুন [.] সমবেত লোকদের বললেন, ‘মুসা ফিরে এসে এই স্বর্ণ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবেস্বর্ণ সেভাবেই জ্বলতে লাগলো সময় সামেরি তার মুষ্ঠিবদ্ধ হাত হারুন [.]-কে দেখিয়ে বললো, ‘আমিও কি এগুলো নিক্ষেপ করবো?’ হারুন [.] মনে করলেন তার হাতেও হয়তো মিসরীয়দের কোনো অলঙ্কার রয়েছে, তাই তিনি তা নিক্ষেপ করতে আদেশ দিলেন সামেরি বললো, ‘আমার মনোবাঞ্ছা পূর্ণ হোকআপনি আমার জন্যে মর্মে দোয়া করলেই শুধু আমি নিক্ষেপ করবো, নয়তো নয় আপনি আমার জন্য এমন দোয়া করুন!’ সামেরির কপটতা কুফর হারুনের জানা ছিলো না তাই তিনি দোয়া করলেন তখন সে তার হাতের বস্তু আগুনে ছুঁড়ে ফেললো তার হাতে আসলে কোনো অলঙ্কার ছিলো না, ছিলো ফেরেশতা জিবরাইলের পায়ের নিচের কিছু মাটি এর আগে সে এক বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করেছিলো- জিবরাইল [.] যখন নবি মুসার সঙ্গে সাক্ষাত করতে আসেন তখন জিবরাইলের বাহনের পা মাটিতে যেখানে পড়ে সেখানে তৎক্ষনাৎ ঘাস উৎপন্ন হয় এতে সে বুঝে নিয়েছিলো এটার পায়ের নিচের মাটিতে জীবনের স্পন্দন নিহিত আছে নিতান্ত কৌতূহলবশে সে ওই মাটির কিছুটা সংগ্রহ করে নিজের কাছে রেখেছিলো হারুন [.] যখন ওই স্থান পরিত্যাগ করলেন তখন সামেরি উপস্থিত অন্যান্যদের সহায়তায় ওই গলিত স্বর্ণ দিয়ে গো-বৎসের আকারে এক দেবতা তৈরি করলো আগুনে সামেরির নিক্ষিপ্ত জিবরাইলের অশ্বের পদতলের মাটির গুণে এই দেবমূর্তি জীবন্ত গরুর মতো আচরণ হাম্বা স্বরে ডাকতেও লাগলো সামেরি তখন সেখানে উপস্থিত ইসরাইলিদের বলতে লাগলো, ‘- হলো খোদা মুসা এঁর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেছেন, আর এদিকে ইনি সশরীরে এখানে এসে হাজির হয়েছেনসামেরির কথা শুনে চরম অবাধ্য ইসরাইলি ইহুদি সম্প্রদায় বিপুল উৎসাহের সাথে সেটার পূজা-অর্চনা শুরু করে দিলো ধীরে ধীরে প্রায় পুরো বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে এই বাছুরের পূজা একটি ধর্মীয় উৎসবে পরিণত হলো এবং সামেরি তাদের নতুন পুরোহিত সেজে বসলো হজরত হারুন [.] তাদের নানাভাবে এই অলৌকিক বাছুরের পূজা করতে নিষেধ করলেন, কিন্তু সীমালংঘনকারী ইহুদিরা বরং তাকেই অধার্মিক বলে গালমন্দ করতে লাগলো মুসা [.] তুর পর্বত থেকে সিনাই উপত্যকায় ফিরে নিজ সম্প্রদায়ের এমন অবাধ্যতা দেখে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করেন এবং সামেরিকেওঅস্পৃশ্যধরনের এক যন্ত্রণাদায়ক শাস্তি দেন আল কুরআনে সুরা বাকারার ৫৪ নং আয়াত
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُواْ إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُواْ أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

আর যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতিসাধন করেছ এই গোবৎস নির্মাণ করে। কাজেই এখন তওবা কর স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হল। নিঃসন্দেহে তিনিই ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। [ সুরা বাকারা ২:৫৪ ]
সুরা আরাফের 152,

إِنَّ الَّذِينَ اتَّخَذُواْ الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌ فِي الْحَياةِ الدُّنْيَا وَكَذَلِكَ نَجْزِي الْمُفْتَرِينَ

অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে, তাদের উপর তাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে পার্থিব এ জীবনেই গযব ও লাঞ্জনা এসে পড়বে। এমনি আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। [ সুরা আরাফ ৭:১৫২ ]

 শয়তান যুগে যুগে কালে কালে মানুষকে ধোকা দে’য়ার জন্য নানান ভাবে শিরিকে উদ্ভুদ্ধ করে, তার নব নব টেকনিকের ফাঁদে পড়ে জাতি গোমরাহিতে লিপ্ত হয়, একটি গরুর হাম্বা ডাকে তাঁরা সকলে যেভাবে শিরিকে লিপ্ত হয়েছে সে ঘটনাতো স্পষ্ট। আজ আমাদের দেশে দেখা যায় নানান উপলক্ষে পশুদের বড় বড় ডামি বানিয়ে সেগুলি নিয়ে মিছিল করে, নানান উৎসবকে ঘিরে এমনতর পশু পাখির প্রতিকৃতি নিয়ে মিছিল প্রত্যেক মুসলমানদের জন্য একটি মারাত্মক অশনী সংকেত। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের শিরিক ও মহাপাপসমুহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.