মহানবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লামের গুনবাচক নামসমুহ। আরবী বাংলা।
মহানবীর (দঃ) বরকতময় অসাধারণ
২০০টি নাম। আরবী বাংলা
আল্লাহর অসংখ্য গুনবাচক নাম রয়েছে,
আমাদের মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এরও অসংখ্য গুনবাচক নাম রয়েছে তবে আল্লাহ তায়ালার
যত গুলি গুনবাচন নাম আছে সবগুলিই হল আল্লাহর নিজস্ব সত্তাগত নাম, যা সৃষ্ট বা মাখলুক
নয়। পক্ষান্তরে মহানবীর যতগুলি গুন আছে গুনবাচন নাম আছে সবই হল আল্লাহ প্রদত্ত এবং
আল্লাহ দ্বারা সৃষ্ট বা মাখলুক।
ইমাম কাসতালানী মাওয়াহেবুল লাদুন্নিয়া
কিতাবে উল্লেখ করেন মহানবীর গুনবাচন নামের সংখ্যা ৩৩৭টি এবং উপনাম হল ৪টি।
ইমাম সুয়ুতী (রহঃ) বলেন মহানবীর গুনবাচন নামের সংখ্যা ৩৪০টি এবং উপনাম
হল ৪টি।
ইমাম সালিহি (রহঃ) বলেন মহানবীর গুনবাচন নামের সংখ্যা ৭৫৪টি এবং উপনাম
হল ৪টি।
আল্লামা ইবনে ফারিসের মতে মহানবীর
গুনবাচন নামের সংখ্যা ১২০০টি।
কাযী আবুবকর ইবনু আরাবী তিরমিযি
শরীফের ব্যাখ্যাগ্রন্থে এবং আল্লামা আহমদ রেজা খান (রহঃ) উভয়ে বলেন মহানবীর গুনবাচক
নাম ১ হাজার।
শায়খ আবদুল হক মুহাদ্দেস দেহলভী
(রহঃ) বলেন মহানবীর গুনবাচন নাম হল ৫০০টি।
আজকের এ ভিডিওতে আমি আরবী ছন্দ
আকারে প্রিয় নবীর ২০০টি নাম মোবারক অর্থ সহ উপস্থাপন করব ইনশা আল্লাহ।
আরবী ছন্দাকারে পঠিত ২০০টির মত
রবকত ময় নাম মুখস্থ করার জন্য খুবই সহজ হবে। বারবার শুনলে খুব অল্প সময়েই মুখস্থ করে
ফেলতে পারবেন। ইনশা আল্লাহ। এবং এসব বরকতময় নাম মোবারকের কসিদা নিয়মিত পাঠের দ্বারা
অকল্পনীয় ফজিলত ও বরকত হাসিল করতে পারবেন।
মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এর
এসব নামসমুহ সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে দেয়া সানজরী পাবলিকেশন এর মাও মুহাম্মদ
নেজাম উদ্দীনের রচিত পুস্তিকাটি ডাউনলোড করে নেয়ার পরামশ রইল।
http://www.amarislam.com/aasmaun-nabi.html
কোন মন্তব্য নেই