১৫টি আমলে অভাব নামে। আমলগুলি জানুন। All Bangla/Nizam Uddin
আল্লাহর ওয়াস্তে জীবনে এ ১৫টি কাজ করবেন না
১। দাঁড়িয়ে জুতা পায়ে দিয়ে খোলা মাথায় খাবার খাওয়া
২। বাথরুমে খালি মাথায় যাওয়া এবং বাথরুমে গিয়ে কথা বলা।
৩।মেহমানকে বোঝা মনে করা।
৪। হাত ধৌত করা ব্যতীত এবং বিসমিল্লাহ পড়া ছাড়া খাবার খাওয়া
একটু চিন্তা করে দেখুন এসব কাজ আমরা প্রায় সকলেই করে থাকি, অথচ এসব কাজ দ্বারা আমাদের রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, সুতরাং আমরা নিজেরাই নিজেদের রিজিকের দরজা বন্ধ করে ফেলি।
৫। খাবারের থালা ধৌত না করা,
৬। মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলা
৭। ফকিরকে ধমক দেয়া
৮।মাগরীবের পর কোন ওজর ছাড়া ঘুমানো
৯। নামাজ কাজা করা।
১০।মিথ্যা বলা- মিথ্যা এমন একটি কাজ যা খুব বেশী বিস্তার লাভ করেছে। শয়তান মিথ্যার নতুন নাম বদলে দিয়ে নাম রেখেছে বাহানা। গীবতের নাম আড্ডা রেখে দিয়েছে।
১১। গান বাজনায় মন
লাগানো। আজ সবার কাছে মোবাইলও আছে আর
সে মোবাইরের হেড ফোন কানে লাগানো চলতে ফিরতে হাটতে বসতে, বাসে, নৌকায়, শ্রমিক, মাছি, মিস্ত্রী, ড্রাইভার সকলেই আজ
গান শুনছে আর সকলের মুখে একই কথা ভাই বরকত নাই, এত টাকা কামাই করি মাস শেষে হাতে টাকা থাকে না। অথচ দেখবেন সে সারাক্ষন কানে হেডফোন লাগিয়ে রেখেছে গান শুনছে। নাউজুবিল্লাহ।
লাগানো। আজ সবার কাছে মোবাইলও আছে আর
সে মোবাইরের হেড ফোন কানে লাগানো চলতে ফিরতে হাটতে বসতে, বাসে, নৌকায়, শ্রমিক, মাছি, মিস্ত্রী, ড্রাইভার সকলেই আজ
গান শুনছে আর সকলের মুখে একই কথা ভাই বরকত নাই, এত টাকা কামাই করি মাস শেষে হাতে টাকা থাকে না। অথচ দেখবেন সে সারাক্ষন কানে হেডফোন লাগিয়ে রেখেছে গান শুনছে। নাউজুবিল্লাহ।
১২। সন্তানকে সব সময় বকা ঝকা করা, আজকাল মায়েরা সন্তানকে দ্বীন থেকে দুর করতে বকা দেয়, দ্বীনদার হওয়ার জন্য বকা দেয়ার মত মা
খুবই কমই হয়।
খুবই কমই হয়।
১৩। কুরানে মজিদকে অজু ছাড়া ধরা।
১৪।গাইরে মাহরাম বা বেগানাকে দেখা, আজকাল এ গুনাটিও বিস্তার লাভ করেছে ইন্টারনেটে বদৌলতে।
১৫।পরিবারে একে অপরের সাথে ও আত্মিয় স্বজনের সাথে ঝগড়ায় লিপ্ত থাকা।
ঘরে সারাক্ষন ঝগড়া গিবত লাগিয়ে রেখে আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ করে বসি আল্লাহ তায়ালা আমাকে অভাবী বানিয়েছেন, একে অপরের সাথে ঘরের মধ্যে মিলে মিশে থাকুন তারপর দেখুন আল্লাহ কিভাবে আপনার অভাব দুর করে দেন।
কুরান হাদীস যে সব
আমল রিযিকের বরকতের জন্য করতে বলা হয়েছে সে
সব আমল করুন যাতে রিজিকের দরজা খুলে যায়, আর যে সব
আমল দ্বারা দরজা বন্ধ হয়ে যাবে বলা হয়েছে সে সব আমল থেকে বেঁচে থাকুন। এরপর দেখুন কিভাবে আপনার অভাব দুর হয়ে আপনার কাছে রিযিক আসে। আল্লাহ তায়ালা বান্দাকে দিয়ে খুশী হন, আল্লাহবান্দার
থেকে কেড়ে নিয়ে খুশী হন
না।
আমল রিযিকের বরকতের জন্য করতে বলা হয়েছে সে
সব আমল করুন যাতে রিজিকের দরজা খুলে যায়, আর যে সব
আমল দ্বারা দরজা বন্ধ হয়ে যাবে বলা হয়েছে সে সব আমল থেকে বেঁচে থাকুন। এরপর দেখুন কিভাবে আপনার অভাব দুর হয়ে আপনার কাছে রিযিক আসে। আল্লাহ তায়ালা বান্দাকে দিয়ে খুশী হন, আল্লাহবান্দার
থেকে কেড়ে নিয়ে খুশী হন
না।
আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়ার জিন্দেগীতে নেককার হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন।1
surah maun bangla translation | সূরা আল-মাউন | Noor
উত্তরমুছুন