সকলের ভালবাসা ও প্রিয় পাত্র হওয়ার দোয়া ও ওয়াজিফা







সকলে আপনাকে পছন্দ করবে
আপনি হয়ত দেখবেন সকলের কল্যাণ করে যাচ্ছেন, সকলের সাথে সম্পর্ক ভাল রেখে যাচ্ছেন, সকলের উপকার করে যাচ্ছেন, আত্মিয় স্বজন যখনই কোন মসিবতে আপনার কাছে আসে আপনি তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন, এত কিছুর পরও দেখবেন তারাই আপনার বদনাম করবে, তারাই আপনার ক্ষতি করবে, তারাই আপনাকে অপছন্দ করছে, এর কারন কি?
আমরা যেমন বলি যার জন্য করলাম চুরি সেই বলে চোর ধরনের একটি কথা আরকি এমনতর সমস্যার কারন কি আমরা অনেকে খুঁজে পায়না বুঝতে পারিনা কেন এমনটি হয়
অনেক সময় দেখবেন আপনি সত্যের উপর আছেন তবুও আপনার আত্মিয়স্বজনেরা আপনার বিরোধীতা করছে তখন আপনার জন্য সবচেয়ে বড় সান্তনা হল-
আমাদের মহানবী (দঃ) মক্কায় যখন ইসলাম প্রচার করছিলেন তখন সর্বপ্রথম উনার আত্মিয়স্বজন রক্তের সম্পর্কের যারা তারাই বেশী বিরোধীতা করেছে, আবু লাহাব চাচা, চাচি, আবু জেহেল চাচা উনারাই উনার প্রধান শত্রুতে পরিণত হলেন, উনার বিরুদ্ধে কুৎসা রটাতে লাগলেন, অথচ প্রিয় নবী কখনো তাঁদের কোন ক্ষতি করেননি, তিনি একজন জলিলুল কদর নবী, নবীদের নবী, তিনি সর্বোচ্চ সত্যের উপর থাকা সত্বেও উনার ঘরের লোকেরাই উনার বিরোধীকা করেছে, এমনকি হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে, আল্লাহর নবীর সে দুঃখের সে মসিবতের সামনে আপনার আমার দুঃখ কিছুই না এটা আমাদের জন্য একটি বড় সান্তনা
মাত্র ১০ বছর পর মহানবী যখন মক্কা বিজয় করলেন তখন দেখা গেল যে সব মক্কার কাফের তাঁর বিরোধীতা করেছিলেন তারাই তাঁর দলে যোগ দিলেন ইসলাম কবুল করে জবরদস্ত নবীর আশেক হয়ে গেলেন কারন আমাদের প্রিয় নবীর সাথে ছিল আল্লাহর মজবুত সম্পর্ক
এখানে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা আছে আমরা সবকিছু করি, সব ভাল ভাল কাজ করি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখি না, তাই আমারা মুলত আল্লাহর নাফরমান বান্দা হিসেবে গন্য হই, এক হযরত বর্ণনা করেন আমার জীবনে আমি যখনই আল্লাহর নাফমানি করেছি তার বদলা আমি নিজ চোখে দেখেছি হয়ত আমার সন্তানকে আমার নাফরমান হিসেবে পেয়েছি, হয়ত স্ত্রীকে আমার আমার নাফরমান হিসেবে পেয়েছি, নতুবা কর্মচারীকে পেয়েছি কম পক্ষে নিজের বাহনকে আমার সাথে নাফরমানি করতে দেখেছি 
তাই আমাদের সবচেয়ে যে বিষয়টির প্রতি জোড় দিতে হবে তা হল আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্কের রশি যত মজবুত হবে তত বেশী লোকজন  আপনার ফরমাবরদা হবে, লোকেদের অন্তরে আপনার জন্য মহব্বত আল্লাহ তায়ালা বৃদ্ধি করে দিবেন সকলেই আপনাকে পছন্দ করবে ভালবাসবে।

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.