যারা ২৪ ঘন্টা গুনাহে লিপ্ত তাদের জন্য ৫টি মহা সুসংবাদ


যারা ২৪ ঘন্টা গুনাহে লিপ্ত তাদের জন্য ৫টি
মহা সুসংবাদ

আমাদের অনেক ভাই বোন রাত দিন ২৪ ঘন্টা গুনাহে লিপ্ত, তাঁরা জানেই না তাঁদে র এ পৃথিবীতে আসার লক্ষ্য উদ্দেশ্য কি? গুনাহ করতে করতে এক সময় যখন দুর্বল হয়ে যায়, তখন তাঁরা নিরাশ হয়ে যায়, ভাবে হায় আমি সারা জীবন গুনাহ করেছি, রাত দিন ২৪ ঘন্টা আল্লাহর নাফরমানি করেছি, এখন সে তওবা করতে চায়, কিন্তু সে চিন্তা করে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? অথচ আল্লাহ তায়ালা এমন বান্দাকে কত আদর করে বুঝিয়েছেন (লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা এয়াগফিরুজ্জুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম) হে বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী ও দয়ালু

এসব গুনাহগারদে জন্য আজ আমি অতি সহজ ৭টি সুসংবাদ নিয়ে এসেছি
প্রথম-ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে যান, ইমামের সাথে রুকু করবেন, রুকু থেকে উঠবেন যখন ইমাম বলবে সামিয়াল্লাহু লিমান হামিদা ঠিক সে সময় ফেরেশতারা বলে (আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ) আর আপনিও যদি (আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ) বলেন রাসুলুল্লাহ (দঃ) বলেন (ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা) যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে গেল (গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি) তার বিগত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে

দ্বিতীয়- এরপর নামাজ শেষ করেছেন এখন কি করবেন (মান ছাব্বাহাল্লাহ, ছালাছান ওয়া ছালাছিনা, ওয়া হামিদাল্লাহ  ছালাছান ওয়া ছালাছিনা, ওয়া কাব্বারাল্লাহ ছালাছান ওয়া ছালাছিনা) ৩৩ বার ছুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহুআকবর পড়ে দিন এবং ১০০ পুরন করার জন্য পড়ুন (লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা শায়্যিন ক্বাদির)
যদি সমুদ্রের ফেনা বরাবরও যদি গুনাহ থাকে আল্লাহ তায়ালা তা মাফ করে দেন

তৃতীয় সুসংবাদ- রাসুলুল্লাহ (দঃ) ফরমান (মা মিন আহাদিন আলাল আরদে এয়াকুল) পৃথিবীর জমিনে কোন মানুষ যদি এ কথা বলে দেয়, (লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ) শুধু এ ৩টি বাক্য
(লা ইলাহা ইল্লাল্লাহ)
(আল্লাহু আকবার)
(লা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ)
কুফফিরাতা আনহু খাতায়াত, ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহার
সমুদ্রের ফেনার বরাবর গুনাহও আল্লাহ তায়ালা মাফ করে দেন
সমুদ্রের ফেনার বরাবর গুনাহ বলার কারন কি এর ব্যাখ্যায় মুহাদ্দিছিনে কেরাম ফরমান সমুদ্রের পানি দিন রাত ২৪ ঘন্টা ঢৈউ মারতে থাকে আর তাতে ২৪ ঘন্টা ফেনা উৎপন্ন হতে থাকে, তেমনি যারা রাত দিন ২৪ ঘন্টায় গুনাহের সমুদ্রে ঢুবে ছিলেন আল্লাহ তায়ালা তাঁদের গুনাহসমুহও মাফ করে দেন

চতুর্থ সুসংবাদ- রাসুলুল্লাহ (দঃ) এরশাদ করেন যে ব্যক্তি খাবার খায়, এবং খাবার গ্রহণের পর এ কলমাটা পড়ে নেয়, (আলহামদুলিল্লাহ, আল্লাজি, আতোয়ামানি হাজাত তোয়াম, ওয়া রাজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুয়্যাহ) এই কথাগুলি বলার সাথে সাথে কি হবে জানেন? (গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহ) বান্দার যতগুলি গুনাহ আছে আল্লাহ তায়ালা সব গুনাহ মাফ করে দিবেন

আমরা প্রতিদিন কাপড় পরিবর্তন করি, গোসলের পর, কোথাও যাওয়ার সময় কাপড় পরিবর্তন করি, বাহির থেকে আসার পর কাপড় পরিবর্তন করি, কাপড় পরিধান করি (মান কাছা ছাওবা) যে কাপড় পরিধানের পর ২টি কথা বলে দেয় (আলহামদুলিল্লাহ আল্লাজি কাছানি হাজা ওয়া রাজাকানিহি মিন গাইরি গাউলিম মিন্নি ওয়ালা কুয়্যাতা) তাহলে তাঁর কি হবে জানেন? হুযুর (দঃ) তাঁর ব্যপারে সুসংবাদ দিচ্ছেন (গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহ) আল্লাহ তায়ালা তাঁর বিগত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন

পঞ্চম সুসংবাদ- রাসুলুল্লাহ (দঃ) এরশাদ করেন যে ব্যক্তি জিকিরের মজলিসে বসে চাই তা নামাজের পর হউক, কিংবা জুমার পর হউক, কিংবা ওয়াজ মাহফিল হউক, কিংবা কুরআন তেলাওয়াতের সমাবেশ হউক, তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতাকে অর্ডার দেয়া হয় যে হে ফেরেশতা তুমি ঘোষনা দাও, ফেরেশতারা ঘোষনা দেয় (কুমু, মাগফুরান লাকুম) তোমরা নিজ নিজ ঘরে চলে যাও তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে এক ফেরেশতা বলে উঠ (ওয়া বুত্তিলাত ছায়্যিআতিকুম হাছানাত) শুধু গুনাহ মাফ করেননি, মহান রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে ছাওয়াবে পরিবর্তন করে দিয়েছেন   

২টি মন্তব্য:

  1. হুজুর আমি একটা সমাধান চাই। আজকে স্বপ্নে দেখলাম আমি আর আমার প্রিয়তমা দুজনেই জেলে বন্দি। এটার ব্যাখ্যা দিন দয়া করে।।।

    উত্তরমুছুন
  2. হুজুর আমি একটা সমাধান চাই। আজকে স্বপ্নে দেখলাম আমি আর আমার প্রিয়তমা দুজনেই জেলে বন্দি। এটার ব্যাখ্যা দিন দয়া করে।।।

    উত্তরমুছুন

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.