নামাজ কবুল হয়েছে কিনা বুঝার উপায়
নামাজ কবুল হয়েছে কিনা বুঝার উপায়
(ফামিন
আলায়েমে কবুলিল্লাহে লিস
সালাহ ) নামাজ কবুল
হওয়ার আলামত হল
(আন এয়াশ আরাল
মুসাল্লি ফিহা বিলাজ্জাতিল
একবালে আলাল্লাহ) নামাজ
পড়ার সময় নামাজি
যদি সত্যি সত্যি
এটা অনুভব করে
যে আমি আল্লাহর
সামনে দাঁড়িয়ে আছি,
তখন নামাজি বুঝে
নিবেন আপনার নামাজ
আল্লাহর কাছে কবুল
হচ্ছে।
আরেকটি আলামত হল
যে আমল আল্লাহর
দরবারে কবুল হয়
আল্লাহ সে আমলটি
ধরে রাখার মত
তৌফিক সে বান্দাকে
দিয়ে দেন। সে বান্দা
কখনো সে আমল
থেকে আর বিমুখ
হননা।
অথ্যাৎ এক ওয়াক্ত
নামাজ পড়ার পর
২য় ওয়াক্ত নামাজ
এর জন্য মন
উতালা হয়ে থাকাই
হল ১ম নামাজ
কবুল হওযার লক্ষন।
আরেকটি আলামত হল নামাজ পড়ার পর নামাজি ব্যক্তির গুনাহের
পরিমান কমে যাবে নামাজির গুনাহের পরিমান যতটুকু কমে যাবে তার নামাজ ততটুকু কবুল
হবে, নামাজি লোক যে গুনাহ আগে নির্দ্বিধায় করত নামাজ পড়ার পর সে গুনাহ করতে গেলে
তার বিবেক বাধা দেয় তখন বুঝতে হবে তার নামাজ প্রভুর দরবারে কবুল হচ্ছে। যেমন
আ?ল্লাহ তায়ালা এরশাদ করেন নামাজ গুনাহ থেকে বিরত রাখে (ইন্নাস সালাতা তানহা আনিল
ফাহশাই ওয়াল মুনকার)
surah maun bangla translation | সূরা আল-মাউন | Noor
উত্তরমুছুনsurah al qadr bangla translation | আল-কদর | noor
উত্তরমুছুন