জনপ্রিয় ৩৫টি হিন্দী গান । গান গুলির অর্থ কি? জানা দরকার।
৩৫টি জনপ্রিয় মারাত্মক হিন্দি গান। শুনে দেখুন কেমন লাগে
বতর্মানে তরুণ বয়সের ছেলেরা খুব বেশী গান শুনতে পছন্দ
করে ,সেটি বাংলা,ইংরেজী, হিন্দী
হক। এই গান গুলো আমাদের আসলে কী শিক্ষা দেয়? কী
করতে বলে? একবার চিন্তাকরুন।
বর্তমানে বেশীর ভাগ হিন্দি গানে সরাসরি আল্লাহর সাথে
শরিক করে গান বানান হয় যা মুসলমানদের জন্য হারাম এবং শিরক।
তবে একটি উদু কিতাব পেলাম যাতে ৩৫টি জনপ্রিয় হিন্দী
গান তুলে ধরা হয়েছে ব্যখ্যা সহ যার অথ খুবই ভয়াবহ যেগুলি সরাসরি শিরীক ও কুফুরীর
আবেদনময়ী, যা প্রত্যেক মুসলমানের ঈমানের জন্য ভয়ংকর বিপদ নিয়ে আসে। এসব গান থেকে কয়েকটি
অর্থসহ আপনাদের সামনে আমি তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি, আমি আপনাদের বুঝার খাতিরে গান গুলি মুল সুরে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, তবে আপনারা আবার মনে করবেন না যে আমিও এসব গান শুনি… আল্লাহ হেফাজত করুন।
প্রথম গানটি হল
১। তোমহারে সেওয়া কুচ না চাহাত করেঙ্গে কে জব তক
জিয়েঙ্গে মহব্বত করেঙ্গে
সাজা রব জু দেঙ্গে ওহ মনজুর হুগে, বস আব তু তুমহারি এবাদত করেগি।
এটি একটি জনপ্রিয় হিন্দি গানটিতে কুফুরী কালাম রয়েছে
১টি হল আল্লাহর আযাবকে হালকা হিসেবে নেয়া তাই বলছে (সাজা রব জু দেঙ্গে ওহ মনজুর)
অথ্যা প্রভু যে সাজা দিবে তা আমি কবুল করতে রাজি) ২য় কুফুরীটা হল আল্লাহ ছাড়া অন্য
কারো এবাদত করার কথা প্রকাশ করা যেমন ( বস আব তু তুমহারি এবাদত করেঙ্গে) অথ্যা বস
এখন আমি শুধু তোমার এবাদত করব। নাউজুবিল্লাহ।
২য় গানটি হল
দিল মে তুজে বেঠাকে করলু মে বন্দ আখে
পুঁজা করোগি তেরি, হুকে
রহুংগি তেরি।
এ গানে নিজের প্রেমিককে পুঁজা করার ঘোষনা দেয়া হচ্ছে
যা পরিস্কার কুফুরী।
৩য় গানটি হল
দিল মে হু তুম আখুমে তুম বল তুমহে কেসে চাহু
পুজা করু সিজদা করু জেসে কহু ওইচে চাহু
এ গানটিও সারাসরি কুফুরির এজাজত চাওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমাকে কিভাবে চাইব পুজাঁ করব সিজদা করব যেভাবে বলবে সেভাবে চাইব।
নাউজুবিল্লাহ।
পুঁজা বােএবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সেজদার যোগ্য
একমাত্র আল্লাহ কিন্তু গানের মধ্যে প্রেমিক প্রেমিকা এক অপরকে পুঁজা ও সিজদা করার
অনুমতি প্রাথনা করছে
তেমনি ভাবে আরকটি জনপ্রিয় গান যা ইদানিং প্রায় সকলেই
গায়
“তুজমে
রাব দেখতাহু ইয়েয়ারা মে কেয়া কারু” - অথ্যাৎ
প্রেমিক প্রেমিকাকে বলছে তোমার মধ্যে আমি খোদা দেখতে পাচ্ছি, নাউজুবিল্লাহ।
আল্লাহপাক কোরআনে বলেনঃ
"তারা
আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা
করে।"
[Quran 4:117]
আমরা এ ভাবে হিন্দী গান গুলি না বুঝে রাত দিন এসব
গানে ডুবে থাকি আর অহরহ কুফুরী কালাম বলে বলে নিজেদের ঈমানকে নষ্ট করছি। কুফুরী ও
শিরীক লিপ্ত হচ্ছি নিজেরই অজান্তে। মনে রাখবেন আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু
শিরিকের গুনাহ মাফ করবেন।
আসলে মুমিনদের জন্য সবচেয়ে সুন্দর সূর কোরআনের
ধ্বণি।যদি তারা অনুধাবন করতে পারে।পৃথিবীতে এর চেয়ে সুন্দর ধ্বণি ,তাল,ছন্দ আর কী হতে পারে।
আমরা যে গান শুনি তা সাময়িক আনন্দদেয়, চোখে মরীচীকার মিথ্যা কল্পনা দেখায়।বাস্তব থেকে দূরে সরিয়ে হতাশায় ফেলে দেয়।
আল্লাহপাক কোরআনে আরও বলেনঃ
কসম যুগের (সময়ের), নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা
বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে
সবরের।
- সূরা
আল আসর I
চলুন বেশি বেশি কোরআন তেলওয়াত শুনি।মনকে প্রকৃত
প্রশান্তি দেই। আমিন
কোন মন্তব্য নেই