আল্লাহ ৯ প্রকার লোককে খুব ভালবাসেন। কুরআনের আয়াত দ্বারা তাঁদের পরিচয়।








وَأَحْسِنُوَاْ إِنَّ
اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর মানুষের
প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। [
 সুরা বাকারা ২:১৯৫ ]

إِنَّ اللّهَ يُحِبُّ
التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
নিশ্চয়ই
আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। [
 সুরা বাকারা ২:২২২ ]

بَلَى مَنْ أَوْفَى
بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
যে লোক নিজ
প্রতিজ্ঞা পূর্ন করবে এং পরহেজগার হবে
, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে ভালবাসেন। [ সুরা ইমরান ৩:৭৬ ]

وَاللّهُ يُحِبُّ
الصَّابِرِينَ
আর যারা সবর
করে
, আল্লাহ
তাদেরকে ভালবাসেন। [
 সুরা ইমরান ৩:১৪৬ ]

فَإِذَا عَزَمْتَ
فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
অতঃপর যখন
কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন
, তখন আল্লাহ তা'আলার উপর ভরসা করুন আল্লাহ তাওয়াক্কুল
কারীদের ভালবাসেন। [
 সুরা
ইমরান ৩:১৫৯
 ]

فَاعْفُ عَنْهُمْ
وَاصْفَحْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
অতএব, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন।
আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। [
 সুরা মায়েদা ৫:১৩ ]

وَإِنْ حَكَمْتَ فَاحْكُم
بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
যদি ফয়সালা
করেন
, তবেন্যায়
ভাবে ফয়সালা করুন। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। [
 সুরা মায়েদা ৫:৪২ ]

وَلاَ تَعْتَدُواْ إِنَّ
اللّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ
সীমা
অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। [
 সুরা মায়েদা ৫:৮৭ ]

إِنَّ اللَّهَ يُحِبُّ
الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنيَانٌ مَّرْصُوصٌ
আল্লাহ
তাদেরকে ভালবাসেন
, যারা তাঁর
পথে সারিবদ্ধভাবে লড়াই করে
, যেন তারা সীসাগালানো প্রাচীর। [ সুরা সফ ৬১:৪ ]

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.