স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মনিষিদের অমর বাণী। । Life Changing Islamic Qu...
জীবন ধর্মী শ্রেষ্ঠ মনিমুক্তার মত দামী মনিষিদের লাইফ চেঞ্জিং বাণী- পার্ট-৪
১। নিজের ইচ্ছায় অটল থাক, তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে
২। মানুষের কাছে আশা লাগিও না, এবং আল্লাহর কাছ থেকে আশা হঠিওনা।
৩। ভাগ্যের দোষ না দিয়ে আল্লাহকে রাজি করে নাও, আল্লাহ চাইলে সমুদ্রেও ঘোড়া দৌঁড়াতে পারেন
৪। কাউকে কষ্ট দেয়ার পর তার ধৈর্য্য ও নিশ্চুপ থাকাকে ভয় কর
৫। অধিকাংশ লোক যদি তার আলোচনা থেকে গিবত, তুহমত, বুহতান বের করে দেয় তাহলে শুধু চুপ থাকাই বাকী থেকে যায় যা একটি উত্তম এবাদত,
৬। আপনার ব্যস্ততার পরিচয় গ্রহণ করুন, কেননা আপনার এ ব্যস্ততা গোমরাহীও হতে পারে, আবার এবাদতও হতে পারে।
৭। সকল সৃষ্টির চাওয়া শুধুই চাওয়া তবে আল্লাহর চাওয়া হল হয়ে যাওয়া।
৮। যদি এটা জানতে চাও যে আল্লাহর সাথে তোমার মহব্বত কতটুকু, তাহলে শুধু এটা যাচাই করে নাও যে তোমার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা কতটুকু।
৯। যখন তুমি জেনে যাও যে আল্লাহ তোমার সাথে আছেন তাহলে কে কে তোমার বিরুধী সেটা নিয়ে আর চিন্তার কিছু নাই।
১০। আমার রবের মহব্বতও অতি উত্তম, সবকিছু দিয়েও বলেন, “আর কিছু আছে কি চাওয়ার”
১১। আল্লাহ বান্দাকে বলেন, আমার হয়ে দেখ....... সকলকে যদি তোমার বানিয়ে না দিই তাহলে বলিও
১২। জীবনে সকল দুঃখের শুধু একটিই সমাধান, আল্লাহর সাথে বল, আল্লাহর কাছে চাও, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা কর, আল্লাহকে আবার বল, আবার বল, আর বলতে থাক----
১৩। মানুষ তোমার কার্যকলাপ দেখেন আর রব তায়ালা তোমার নিয়ত দেখেন
surah maun bangla translation | সূরা আল-মাউন | Noor
উত্তরমুছুন