ঘরে মহিলাদের পোষাক ও পর্দা কেমন হতে হবে। বাবা ও ভায়ের সামনে কি ধরনের পোষ...
ছেলে স্বামী পিতার সামনে নারী কি ধরনের
জামা পরবেন
জামা পরবেন
অনেকে জানতে চান ঘরে ছেলে ভাই বাবা থাকে
তাদের সামনে নারীরা হাফ হাতা জামা পরিধান করতে পারবে কিনা?
তাদের সামনে নারীরা হাফ হাতা জামা পরিধান করতে পারবে কিনা?
মনে রাখবেন নারীদের জন্য পদা করা ফরয,
কাদের থেকে পদা করবেন যারা গায়রে মাহরাম, অথ্যাৎ যাদের সাথে বিবাহ শাদী হওয়া জায়েজ
তাদের থেকে পদা করা ফরয। যাদের সাথে বিবাহ শাদী জায়েজ তাদের থেকে সারা শরীর পর্দা
করতে হবে।
কাদের থেকে পদা করবেন যারা গায়রে মাহরাম, অথ্যাৎ যাদের সাথে বিবাহ শাদী হওয়া জায়েজ
তাদের থেকে পদা করা ফরয। যাদের সাথে বিবাহ শাদী জায়েজ তাদের থেকে সারা শরীর পর্দা
করতে হবে।
আমাদের দেশে মহিলাদের অনেকে শাড়ী পরে থাকে। এতে অনেক সময় পেট ও পিঠ খোলা থাকে ঘরে মাহরাম পুরুষ যেমন বাবা ভাই এর সামনে একে গুনাহ মনে করা হয় না। অথচ এর দ্বারা সতর খোলার গুনাহ হয়। মহিলাদের পেট-পিঠ সতরের অন্তুর্ভুক্ত। মাহরাম পুরুষের সামনেও তা ঢেকে রাখা ফরয।
মাহরাম পুরুষের জন্য মহিলার মাথা, চেহারা, হাত, গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয়। তবে তাদের সামনেও যতটুকু সম্ভব আবৃত থাকাই উত্তম।
মাহরাম পুরুষের জন্য মহিলার মাথা, চেহারা, হাত, গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয়। তবে তাদের সামনেও যতটুকু সম্ভব আবৃত থাকাই উত্তম।
#বিশিষ্ট তাবেয়ী হাসান বসরী বলেছেন, ‘নিজ ভাইয়ের সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিত নয়।’ (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৯/৩৭৩)
প্রখ্যাত তাবেয়ী আতা ইবনে আবী রাবাহ রাহ. বলেছেন, ‘মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয়। অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনাহ হবে না।’বাদায়েউস সানায়ে ৪/২৯১]
আর যারা মাহরাম যেমন আপন ভাই, পিতা,
সন্তান এদের সামনে হাফ হাতা কাপড় পরা যদিও জায়েজ, তবে উত্তম হল ভাই পিতা সন্তান
এদের সামনেও যেন নারী হাফ হাতা কাপড় পরিধান না করে, এখানে হালাল বা হারামের বিষয়
এর চাইতে লজ্জা ও আদবের বিষয়কে গুরুত্ব দিতে হবে। কেননা নারীদের জন্য যে হাফ হাতা
কাপড় এটা ইসলামী কালচার নয় বরং এসব কাপড় ওয়েস্টোন কালচারের।
সন্তান এদের সামনে হাফ হাতা কাপড় পরা যদিও জায়েজ, তবে উত্তম হল ভাই পিতা সন্তান
এদের সামনেও যেন নারী হাফ হাতা কাপড় পরিধান না করে, এখানে হালাল বা হারামের বিষয়
এর চাইতে লজ্জা ও আদবের বিষয়কে গুরুত্ব দিতে হবে। কেননা নারীদের জন্য যে হাফ হাতা
কাপড় এটা ইসলামী কালচার নয় বরং এসব কাপড় ওয়েস্টোন কালচারের।
মোট কথা নারীরা ঘরে যদি কোন পর পুরুষ না
থাকে তাহলে হাফ হাতা জামা পরিধান করতে পারবে, তবে ফুল হাতা পরিধান করাই উত্তম।
ঘরের কাজকর্মের খাতিরে ঘরে মহিলারা যদি ঘরে পরপুরুষ না থাকে তাহলে মাথা, চেহারা, হাত, গলদেশ ও হাঁটুর নিচের অংশ খোলাথাকে তাহলে হাফ হাতা জামা পরিধান করতে পারবে, তবে ফুল হাতা পরিধান করাই উত্তম।
রাখতে পারবে, তবে বিনা কারনে খোলা না রেখে ঢেকে রাখাই হল আদব।
কোন মন্তব্য নেই