৭টি ছোট ভুলে কুরবানী হয়না। 7 Small Mistake in Kurbani







কুরবানীর আগে
৭টি কথা না জানলে আপনার কুরবানী হবেনা
বন্ধুরা কুরবানী
এমন এক এবাদত যদি তাতে ছোট একটি ভুলও করে বসেন তাহলে আপনার কুরবানী নষ্ট হয়ে যায়, আপনার
কুরবানী হয় না।
১। আপনি যার সাথে
কুরবানী করছেন সে কি বৈধ সম্পদের মালিক নাকি অবৈধ সম্পদ যেমন সুদ, ঘুষ, প্রতারনা, চোরা
কারবারী এসব করে তা যদি আপনি না জানেন তাহলে আপনার কুরবানীর সঙ্গী যদি হারাম মাল দিয়ে
কুরবানীতে শরিক হয় তাহলে আপনার কুরবানী হবে না।
২। ২য় যে বিষয়টি
খুবই জরুরী তা হল যদি বড় পশুতে ৭ জন মিলে কুরবানী করেন তাহলে সকলেই মুসলমান হতে হবে,
ধরুন নাম মুসলমান কিন্তু তার আকিদা হল কুফুরী আকিদা, কিংবা নাস্তিক লোক যদি শরিক হয়
তাহলে কাহারো কুরবানী হবে না।
৩। আপনার সাথে
যারা শরীক আছে তাদের সকলের নিয়ত হতে হবে কুরবানীর, শরীকের মধ্যে একজনও যদি এই নিয়ত
করে যে সে কুরবানী করবে না বরং আপনার সাথে শরীক হচ্ছে শুধুমাত্র গোস্ত সংগ্রহ করার
নিয়তে তাহলে শরীকের অন্য সকলেরও কুরবানী হবে না।
৪। আপনি কি আপনার
মনকে প্রশ্ন করে এ কথা ক্লিয়ার হয়েছেন যে আপনি এবার কুরবানী কি শুধুমাত্র আল্লাহকে
খুশী করার জন্য করছেন নাকি কুরবানী না করলে আশে পাশের লোকেরা কি বলবে এমন চিন্তা থেকে
শুধু লোক লজ্জার ভয়ে কুরবানী করছেন? যদি লোক লজ্জার ভয়ে কুরবানী করেন তাহলে আপনার কুরবানী
হবে না।
৫। আপনি যখন বাজার
থেকে সবচেয়ে বড় পশুটি কিনে এনেছেন তখন কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন? আপনার এই বড় পশু
কিনাটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি সমাজে নিজেকে বড়লোক প্রকাশ করার জন্য? যদি
বড়লোক প্রকাশের নিয়তে বড় পশুটি কিনে আনেন তাহলে আপনার কুরবানী হবে না।
কুরবানি প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন-

لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِن يَنَالُهُ التَّقْوَى
مِنكُمْ
'এগুলোর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া  (সুরা হজ : আয়াত ৩৭)
৬। আপনি কুরবানীর
জন্য ছাগল ক্রয় করলে ছাগলের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে গরু বা মহিস কিনলে তাদের বয়স
কমপক্ষে ২ বছর হতে হবে। এর কম বয়স হলে আপনার কুরবানী হবে না। আর উট হলে কমপক্ষে ৫ বছর
হওয়া জরুরী। অন্যথা কুরবানী হবে না।
৭। আপনারা যদি
কয়েকজনে মিলে কুরবানী করেন তাহলে সবকিছু অবশ্যই ওজন করতে হবে, যদি অনুমান করে বন্টন
করেন তাহলে গুনাহগার হবেন। এটা শরীয়তের ফয়সালা সুতরাং কেহ যদি বলে অনুমান করে বন্টন
কর সামান্য এদিক সেদিক হলে মাফ করে দিলাম, এ ধরনের মাফ করার হক শরীয়ত কাউকে দেয়নি।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.