জান্নাতে স্ত্রী কার সাথে থাকবে? যদি স্ত্রী ঘৃনার কারনে স্বামীর সাথে থাকত...







জান্নাতে স্ত্রী যদি স্বামীর সাথে থাকতে
পছন্দ না করেন?
এই দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্কটা
খুবই মধুর, কিন্তু অনেক ক্ষেত্রে এই মধুর সম্পর্কটাও তিতা হয়ে যায়, যা এক বোনের
প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে, এক বোন প্রশ্ন করেছেন যদি জান্নাতে স্বামীর সাথে থাকতে
ঘৃণা হয় অপছন্দ হয় তখন কি করব?
এই প্রশ্নের জবাব জানার আগে বুঝতে হবে
আখেরাতে পরিবেশ পরিস্থিতি, আমরা দুনিয়ায় থেকে যেমন কবরের পরিবেশ পরিস্থিতি বুঝতে
পারি না, তেমনি আখেরাতের মামলাগুলি আমরা শুনে তাঁর উপর ঈমান ও বিশ্বাস রাখি কিন্তু
বুঝে আসেনা। তখনই বুঝে আসবে যখন আমরা সেখানে উপস্থিত থাকব।
তাই অনেক ক্ষেত্রে আমরা মনে করি দুনিয়াতে
আমার মনে কারো সাথে শত্রুতা আছে, বিদ্বেষ আছে, ঘৃণা আছে ঠিক আখেরাতেও সে রকম
শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা বাকী থাকবে। তাই এমনতর প্রশ্ন আমরা করে থাকি।
যে সব নারী যার আকদে থাকা অবস্থায় মৃত্যু
বরণ করবেন সে স্বামীর সাথেই জান্নাতে থাকবেন। তবে তখন সেখানে কোন দুঃখ পেরেশানি,
হিংসা বিদ্বেষ ঘৃনা বাকী থাকবে না বরং ভালবাসা সম্মান আন্তরিকতায় ভরপুর জিন্দেগী
হবে। যেমন আল্লাহ সুরা আরাফের ৪২ ও ৪৩ নং আয়াতে এরশাদ করেন
وَالَّذِينَ
آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ لاَ نُكَلِّفُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا
أُوْلَـئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
যারা বিশ্বাস স্থাপন
করেছে এবং সৎকর্ম
করেছে আমি কাউকে
তার সামর্থ্যের চাইতে
বেশী বোঝা দেই
না তারাই জান্নাতের অধিবাসী তারা তাতেই
চিরকাল থাকবেসুরা আরাফ
:৪২
 ]
وَنَزَعْنَا مَا
فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الأَنْهَارُ وَقَالُواْ
الْحَمْدُ لِلّهِ
তাদের অন্তরে যা
কিছু দুঃখ ছিল,
আমি তা বের
করে দেব তাদের
তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে তারা
বলবেঃ আল্লাহসুরা আরাফ
:৪৩
 ]

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.